SSC Exam Result 2015 ৩০ মে শনিবার – সবার আগে রেজাল্ট পাওয়ার সকল উপায় ও টিপস

SSC Exam Result 2015:- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ মে শনিবার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার (১১.০৫.২০১৫)এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া গেছে। রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সংবাদ সম্মেলনের পর বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

গত ৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে একটি পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হতে পারেনি। সব কটি পরীক্ষা হয়েছে পরিবর্তিত তারিখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

মোবাইলে SMS এর মাধ্যমে SSC Exam Result 2015 জানার নিয়মঃ

SSC <space> First 3 Letters of Board <space> Roll Number <space> 2015 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে SSC Exam Result 2015 সংগ্রহ নিয়মঃ

অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।

Level 2

আমি হাসনাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অনেকের কাজে লাহতে পারে

সবার আগে রেজাল্ট পাওয়ার সকল উপায় ও টিপস..

Shironam ar sathe Tiun ar kono mil pelam na. Apni just result pabar way ta bollen. But headline dilen “সবার আগে রেজাল্ট পাওয়ার সকল উপায় ও টিপস”..

Apnar Tiun oneker kaje debe. But notun kono way thakle share korun. Karon avabe result pete pete result sobar hate chole jay.. R amara jara projukti premi achi tader prestige at 12 ta beje jay..

Thanks for Sharing..

সবার আগে রেজাল্ট দেখার এমন কি আছে এই পোষ্টে আমার চোখে ধরা পরে নি..

সে তো বুঝলাম, কিন্তু সবার আগে পাবো কিভাবে?

আগেই যদি পেতে হয় তাহলে আপনার কাঙ্খিত ছাত্র বা ছাত্রী যে স্কুলে পড়ে সেই স্কুলের নিজস্ব ওয়েব সাইটে যেয়ে দেখেন , তাহলে অন্তত ১২ টার সময় রেজাল্ট দেখতে পাবেন।

Level 2

একই ধ্রনের টিউন আর কত্তবার দেখবো?
একটু কি ভিন্ন রকম টিউন হয়না?
এই লিঙ্ক তো সব্বাই জানে, এবং ২টায় দিবে তবে আগে কেমনে পাবে?