মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হিসাব বিজ্ঞানঃ পর্ব(৪) একটি হিসাবের বিভিন্ন নাম

আসসালামুআলাইকুম, শুরু করছি ৯ম -১০ম এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান। আমি শুধু এখানে হিসাব বিজ্ঞানের কিছু কৌশল এবং টিপস নিয়ে আলোচনা করব । কেউ যদি আমার সাথেই সব গুলো পর্ব শেষ করতে পারেন আমি আশা করব আপনি
হিসাব বিজ্ঞানে যত কাঁচাই থাকুন ইনশাল্লাহ আর সমস্যা থাকবেনা। গত পর্ব গুলোতে আমরা সম্পদ,দায়,আয়,ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব একটি হিসাবের বিভিন্ন নাম নিয়ে।
১) দেনাদার- বাকীতে পন্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। এটি একটি সম্পদ।এই দেনাদারের অন্যান্য নাম হল- প্রাপ্য হিসাব,বুকডেটস,পুস্তক ঋন,বিক্রয় খতিয়ানের জের,
২)পাওনাদার-বাকীতে পন্য ক্রয় করার ফলে পাওনাদার সৃষ্টি হয়। এটি একটি দায়। এই পাওনাদারের অন্যান্য নাম হল- প্রদেয় হিসাব, ক্রয় খতিয়ানের জের।
৩)বকেয়া(আয়) - কোন আয় আদায়ে বাকী থাকলে সেটা বকেয়া আয় হয়। এটি একটি সম্পদ ।এর অন্যান্য নাম হল - পাওনা,অনাদায়ী, প্রাপ্য।
৪)বকেয়া (ব্যয়)- কোন ব্যয় প্রদান/পরিশোধ করতে বাকী থাকলে সেটা বকেয়া ব্যয় হয় এটি একটি দায়। এর অন্যান্য নাম হল-দেনা, প্রদেয়,অপরিশোধিত, অপ্রদত্ত।
৫)ঋন- কারবারের টাকার প্রয়োজন হওয়ায় অনেক সময় কারবার ব্যাংক বা অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট থেকে ঋন নিয়ে থাকে এই ঋন কারবারের কাছে দির্ঘ মেয়াদী দায়। এর অন্যান্য নাম হল- বন্ধকী ঋন, কর্জ গ্রহন, ব্যাংক ঋন, লগ্নী( ক্রেডিট পাশের), %ঋন, %ব্যাংক ঋন।
৬) বিনিয়োগ- মুনাফার আশায় কারবার অন্য কোন কারবার/প্রতিষ্ঠানের নিকট টাকা খাটালে তা বিনিয়োগ হয় এটি একধরনের সম্পদ। এর অন্যান্য নাম হল-% বিনিয়োগ,প্রদত্ত ঋন, প্রদত্ত কর্জ, লগ্নি( ডেবিট পাশের)% লগ্নি, সরকারী বন্ড ক্রয়, সঞ্চয় পত্র ক্রয়, ডিবেঞ্চার স্টক, ঋনপত্র ক্রয়
৭)বিজ্ঞাপন- ব্যবসায়ের পন্য বা সেবা দ্রুত বিক্রয়ের লক্ষে কিংবা ক্রেতাদের পন্যের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে বিজ্ঞাপন দেয়া হয়। এটি এক ধরনের ব্যয়। এর অন্যান্য নাম হল-নমুনা পন্য বিতরণ ,বিনামুল্যে পন্য বিতরণ,ক্রেতাদের মাঝে পন্য বিতরণ,প্রচার ব্যয়,
৮) মূলধন- মালিক কর্তৃক ব্যাবসায়ে আনিত অর্থ হল মূলধন। এটি মালিকানা স্বত্ব বৃদ্ধি করে । এটিকে অন্তঃ দায় ও বলা হয় ।এর অন্যান্য নাম হল- অতিরিক্ত মূলধন আনয়ন, মালিকের ব্যাক্তি গত সম্পত্তি বিক্রয় করে টাকা কারবারে আনয়ন, মালিকের ব্যাক্তি গত ব্যাবহৃত সম্পদ ব্যাবসায়ে আনয়ন।
৯)উত্তোলন-এটি মূলধনের ঠিক বিপরীত অর্থাৎ মালিক যদি ব্যবসায় হতে টাকা নিয়ে নিজ প্রয়োজনে ব্যয় করে তাহলে তাকে উত্তোলন বলে। এটি মালিকানা স্বত্ব হ্রাস করে।এর অন্যান্য নাম হল- পন্য উত্তোলন, নগদ উত্তোলন, জীবন বিমার প্রিমিয়াম প্রদান, আয় কর প্রদান( এক মালিকানা কারবারের ক্ষেত্রে), ব্যাবসায় হতে টাকা নিয়ে ব্যাক্তিগত কাজে ব্যবহার যেমন- ছেলের স্কুলের বেতন, স্ত্রীর অলংকার ক্রয় ইত্যাদি।
১০) কুঋন-দেনাদারের দের মধ্যে যদি কিছু অংশ আদায় না হয় তবে অই অংশ কে কুঋন বলা হয়। এটি এক ধরনের ব্যয়। এর অন্যান্য নাম হল- মন্দঋন, অনাদায়ী পাওনা।
১১) মনিহারি- ব্যবসায়ের অফিস পরিচালনা করতে হলে বিভিন্ন মনিহারি (যেমন- পিন, স্ট্যাপলার,সুতা, কলম, খাতা,কালি,কার্বন, কাগজ, আঠা, ইত্যাদি) প্রয়োজন হয়। মনিহারি এক ধরনের ব্যয় এর অন্যান্য নাম হল- ছাপা ও মনিহারি, সাপ্লাইজ, ষ্টেশনারী,সম্ভার,
১২) প্রদত্ত বাট্রা- দেনাদার দের কাছ থেকে টাকা দ্রুত আদায়ের লক্ষে কারবার কিছু টাকা ছাড় দেয় এই ছাড় কে নগদ বাট্রা বলে এটি এক ধরনের ব্যয়। এর অন্যান্য নাম হল - বরাদ্ধ কৃত বাট্রা, বাট্রা( ডেবিট পাশের) মঞ্জুরিকৃত বাট্রা।

দেখা হবে আগামী পর্বে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার এই লেখাটি প্রথম প্রকাশিত হয় এখানে
লেখাটি বোঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন ফেইসবুকে
ধন্যবাদ। 🙂

Level 0

আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস