যারা ইন্টারমিডিয়েটে পড়েন তাদের জন্য “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” এর ৩নং অধ্যায়ের উপর আমার তৈরি করা একটা ই-বুক

সবাই কে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন । যারা ইন্টারমিডিয়েটে পড়েন তারা অবশ্যই অবগত আছেন যে ২০১৩ সাল থেকে এইচএসসি তে "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি" বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে । এই বইটি নতুন হওয়ার কারনে অনেকেই কিছুই বোঝতে পারছেন না । বিশেষ করে ৩, ৪, এবং ৫ নং অধ্যায় খুবই কঠিন। তো আমি চেষ্টা করলাম কিছু করা যায় কিনা । সেই চেষ্টার তাড়না থেকেই আমার এই ইবুক লেখা হয়েছে। এই ইবুকে শুধু দেখানো হয়েছে ৩নং অধ্যায়ের সংখ্যা পদ্ধতির পরিচিতি এবং রূপান্তর। এখানে প্রতিটি বিষয় সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং পর্যাপ্ত উদাহরণ দিয়েছি। কেউ যদি মনোযোগ দিয়ে বইটি পড়ে আমার বিশ্বাস, সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আর কোন সমস্যা আর থাকবেনা। বইটি তে মোট পৃষ্ঠা রয়েছে ২২ টি । সূচী পত্রে হাইপার লিংক দেয়া হয়েছে ফলে ক্লিক করেই কাঙ্ক্ষিত পাতায় যাওয়া যাবে। সকল ডিভাইসে চলার উপযোগী করার জন্য বইটি তে যত দূর সম্ভব গ্রাফিক্সের ব্যবহার কম করা হয়েছে ফলে জাভা, সিম্বিয়ান, অ্যান্ড্রয়েড সহ যেকোন অপারাটিং সিস্টেমে পড়া যাবে। এটা শুধু এইচএসসি এর ছাত্রছাত্রীদের কাজেই লাগবেনা যেকোন বয়সের যেকেউ এটা পড়তে পারেন সাইজ বেশি নয় মাত্র ১এমবি । ডাউনলোড করে দেখুন ভালো না লাগলে ডিলিট করে দিবেন। এটা আমার তৈরি প্রথম ই-বুক তাই ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন । কেউ যদি মনে করেন অন্যান্য অধ্যায় গুলো সম্পর্কে টিউন করা প্রয়োজন তাহলে আমাকে জানাতে পারেন আমি ধারাবাহিক ভাবে চেইন টিউন করার চেষ্টা করব ইনশাল্লাহ।

বইটি স্পন্সর করেছে- pakhirbasa.com
বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

অবশ্যই উপরের ডান পাশের কমলা রঙের  Download now বাটনে  ক্লিক করুন।

যাদের মোবাইল দিয়ে ডাউনলোড করতে সমস্যা হয় তারা কমলা রঙের Download now বাটনে  ক্লিক করুন।

বই টি বোঝতে সমস্যা হলে আমাকে ফেইসবুকে প্রশ্ন করতে পারেন।
ধন্যবাদ। 😀

Level 0

আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vay eta download hoyna, plz onno ekta link den,

Thanks
but বাকি অংশ কোথায় ?

লজিক গেইট-টা লাগত।

Yes logic gate and others difficult parts……..

ধন্যবাদ। লেখাপড়া বিষয়ক টিউনগুলো করতে পারেন নতুন একটি সাইট: http://www.nabinpothik.com

Level 0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জানতে ও জানাতে-ictexpressbd.com ফেইসবুকে- facebook.com/ictexpressbd