সাইট বানিয়ে বড়লোক হবেন ভাবছেন ? থামেন !!!!!!!

হুম , দেশের বেশীর ভাগ সাইটের অবস্থা খুব করুন। ডিজাইনের কথা না বলি ,সেটা যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার , বাট সিকিউরিটি এর হাল দেখে আমার কান্দা উচিত।

আমি ফ্রি হোস্টিং এ থাকা ওয়াপসাইটগুলোর কথা না বলি , এগুলোকে সখের বসেও কেউ টার্গেট করবে না। বাট যারা হোস্টিং কিনে খুব সখ করে সাইট বানাচ্ছেন তাদের কথা বলি।

ম্যাক্সিমাম সাইটের কোন প্রটেকশন নাই। ১ গিগাবাইট হোস্টিং ও যদি কেনেন ,সাথে নাহয় ১০ গিগাবাইট ব্যান্ড ওয়াডথ দেবে। ব্যান্ড ওয়াডথ হচ্ছে একটা সাইট (সাধারনত মাসে ) কতটুকু ভিজিটর লোড নিতে পারবে। এই ১০ গিগা আমি ভালো নেট কানেকশন পাইলে এক রাতে খেয়ে দিতে পারবো আর দুটা ছেলেরে সাথে নিয়া , ফলাফল সাইট অফ !

আমি দিনে অন্তত ১০টা ফোন পাই ফ্রি মোবাইল হোস্টিং যেমন ওয়াপকা মবিতে কাজ করে দেয়ার জন্য। আমার কথা বিশ্বাস করেন এগুলোর কোন ফিউচার নাই। আপনি যতক্ষন না  নতুন কিছু দেবেন ততক্ষন আপনার সাইট বড় হবে না, কপি পেস্ট করে বড় হবা তো সম্ভব না ভাই। অনেকে কম দামে ডোমেইন কেনেন , অনেকবার সাবধান করছি এটা করিয়েন না , যখন তখন আপনার ডোমেইন সহ পুরো সাইট নাই হয়ে যেতে পারে। বহুবার মানা করার পর ও এক ছেলে Facebook.com.bd কিনলো একবার , কি হয়েছে ?সাইট ৩ দিনের মাথায় বন্ধ।

কিছু কুলাংগার দেখি সারাদিন টিউন করে বেরাচ্ছে টায়া আয় করুন , এই করলে এত টাকা পাবেন , কমদামে সাইট বানিয়ে আয় করুন। আমাকে বিশ্বাস করেন সব ভুয়া। ইন্টারনেট থেকে টাকা আয় করার কোন সহজ উপায় নাই। কাজ করলেও তা ঠিক যায়গায় , ঠিক যোগ্যতা অর্জন করার পর।

এই তথাকথিত কমদামে সাইট বানিয়ে আয় করুন ব্যাপার টা ভুয়া। একরাত যেগে কোডিং করে কিছু টাকা আর্ন করা কি ঠ্যালা যারা ফ্রিল্যান্সিং করেন বা আমার মত ডেভেলপার/ডিজাইনার আছেন তারা ছারা খুব কম মানুষ ই বুঝবেন। ২০০ টাকা দিয়ে সাইট বানিয়ে তা থেকে আবার আয় ! একটা ডোমেইন , ১ গিগা ভালো হোস্টিং এর দাম পরে ২হাজার টাকা ,ফেলে দিয়েও ধরলাম সিম্পল ডাউনলোড সাইট , আপনার নুন্যতম খরচ ৫ হাজার টাকার নিচে যাবে না প্রফেশনাল কেউ কাজ করলে। তারপর ইউজার আনতে পারলে মাসে হাজার তিনেক টাকা আসতে পারে শুরুতে। আর আপনি কিছু না করেই আয় করতে চান নেট থেকে ভাই ?

আরেকটা ভুল যেটা করেন অনেকেই , কম খরচের ডিজাইনার দিয়া কম খরচে কাজ সারতে চান। জীবনে উঠবে না ভাই এগুলো , একটা পেইজের সাইন্স টিউটোরিয়াল দেখে শিখে মার্ক জুকারবার্গ পয়দা নেন নি। বেশী না , আমাকে দেশের টপ এক হাজারের মাঝে একটা সাইট দেখান যেটা এই তথাকথিত কম খরছে বানানো ?

হোস্টিং , ডোমেইন কেনার আগে অনেকে নানা অফার দেখে লোভে পরে কিনে পরে কাদেন , আগে একজন এ বিষয়ে এক্সপার্ট বা আপনার সাইটের ডেভেলপার এর পরামর্শ নেন , উনি নিজ সার্থেই আপনাকে ভালো পরামর্শ দেবেন।

অনেক প্যাচাল পারার জন্য দুঃখিত, তবু ভালো চাই দেখেই বারবার বলি।
লেখাটা আমার সাইট ফাজলামি ডট কম এ আগে প্রকাশিত

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thanks………

ভাই উচিত কথা লিখেছেন। সবাই অনলাইনকে টাকার বাকশো ভাবে। মাসে আমার ব্লগটার পিছনে খরচ করি ২৫০০ টাকার মত। ইনকাম ঠ্যালা ঠেলি কইরা খরচ উঠাইতে খবর হয়ে যায়। আর রংপুরের মডার্ন মোড়ে থাকি। স্পিড মাশাল্লাহ কেমন সেইটা তো জানেনই !!!!!! সব মিলিয়ে বলব মাশাল্লাহ … ইনকাম এতো সোজা মনে যে কোন আহাম্মকেরা করে !!! আমিও এক সময় আহাম্মকের দলেই ছিলাম। এখন নাই।

    @ব্লগার মারুফ: হুম্মম ভাইয়া, একদিন দেখা তো করলা না, আমি মুলাটোল থানার সামনে থাকি, একদিন আসো, চা খাওয়া যাবে।

      @শাহরিয়ার শিমুল: অনলাইনে আপনাকে চেনার পর থেকে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ… ওইদিকে গেলে আপনার সাথে অবশ্যই দেখা করব।

        @ব্লগার মারুফ: মারুফ আমার ছোট ভাই এর নাম । অামি পার্বতীপুরে থাকি। Rangpur মাঝে মধ্যে যাই। তো মারুফ ভাই একদিন দেখা করা যায় তো নাকি।অাপনার fb id/contact যেটা পারেন দিলে ভাল হত।

          @MASUM BILLAH: ভাই আপনাকে যে কি বলব বুঝতেছিনা। আমার মেঝ ভাইয়ের নামও মাসুম। হাহাহা… খুব ভালো লাগলো। 😀 আর আমার বড় চাচার বাসা পার্বতীপুরে। পার্বতীপুরে আপনি কোথায় থাকেন? আমি ২০ তারিখের পর একদিন পার্বতীপুর যেতে পারি।

        @ব্লগার মারুফ: আসেন দেখা হবে । আপনার ফেসবুক আইডিটা দেন।

    @ব্লগার মারুফ:
    যদি কিছু না মনে করেন, আপনার ব্লগ থেকে মাসে মিনিমাম কতো আসে বলা জাবেকি ?

সমহত। অনলাইন এত সহজ জায়গা না। কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা না বসে থাকতে পারলে বুঝবেন, আপনার দ্বারা অনলাইন আয় আপনার জন্য না। আর এই লাইনে যত পরিশ্রম, তত টাকা। – এটা আমার নিজস্ব মতামত।

Level 0

facebook.com.bd নিয়ে কাহিনি টা কি হয়েছিল? কেনই বা এইটা কিনল আর কেনই বা সাইট টা বন্ধ হয়ে গেল, বলবেন কি?

    @tushar0003: সিমিলার নেমে ডোমেইন, ফেসবুকের একটা মেইল ই যথেষ্ট বন্ধ করে দিতে ভাই

Level 0

কথা খুবই সত্য …. !

ভাই আন্নে এক্কেয়ারে হ্যাসা কইসেন। ধন্যবাদ ভাই জান।

অসাধারন লাগল । কিছু মনে না করলে আপনার ইমেল আইডিটা একটু দিন ।

Level 0

আপনি আমার মনের মত কথা বলেছেন। টাকা আয় করা সহজ নয়। কাজ না যেনে প্রিমিয়ার হোস্টি নেওয়া সঠিক নয় । আমি টুকটাক কাজ জানি। যেমন আমার সাইটে গেলে দেখেতে পারবেন। তবে কথা হল এখন ও সাহস পাই না প্রিমিয়ার হোস্টি বা ভাল .com সাইটে যেতে। আমার সাইটে হোস্টি ফ্রি । জীবনে যত ভূল করেন ফ্রি হোস্টি কেউ নেবন না আশা করি। তা হলে পজতাইবা। যা হোক আমি তো নিজে শিখার জন্য ব্যবহার করছি। তাই সমস্য হলে আমার জন্য বিশাল কিছু না। আমার সাইটে ডাসবোট একটু দেখুন কত পরিষ্কার । তবে আপনার কাছে একটু জানার ছিল তা হলে বাংলাদেশের হোস্টি কম্পানি কি বাংলাদেশ হোস্টি দেয় নাকি। বিদাশি কম্পানির কাছে এতরাইজ করে।

    @bd99.tk: যারা নিজেদের ডেডিকেটেড সার্ভার কিনে ব্যাবসা করে তাদের টা নিজেদের ই বলা যায় কি বলেন। অন্যরা সম্ভবত বাইরের থেকে রিসেলার কিনে বিক্রি করেন

ভালো কথা বলেছেন।

সবায় প্রথম দিকে ভাবে অনলাইনে income করা অনেক সহজ ।
অনেক ভালো লিখছেন। 🙂

Level 0

ধন্যবাদ @ শাহরিয়ার শিমুল ভাই ভাল লিখেছেন । আমি ২ বছর ধইরা অ্যাডমিন সেকশন এর কাজে বিড করে ভাল ক্লায়েন্ট আর প্রজেক্ট পাই। ওয়েব ডেভেলপিং শিখতেছি যখন কাজের হাত ভাল হবে তারপর নিজে সার্ভার বানাইয়া সাইট বানামু ( কিন্তু সিকিউরিটির কি করুম ;)। দোয়া কইরেন ।

Level 0

কাজই শিখতে পারছি না,, আবার সাইট বানিয়ে টাকা আয়!!!আমার পক্ষে সম্ভব না!!

kotha
Gula
Mathay
Dhukiye
Nilam.

Thanks
Sximul
Vhai