কাজ করুন তথ্য প্রযুক্তি নিয়ে আর নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ।

বিজ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমরা কেউই তথ্য প্রযুক্তির গুরুত্ব আর সম্ভাবনার কথা ফেলে দিতে পারিনা। শুধুমাত্র সঠিক গাইডলাইন আর সহযোগিতা না পাওয়ার কারণে আমাদের মেধাগুলি আমরা এই বাজারে কাজে লাগাতে পারছিনা, অথচ বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশ থেকে সল্প বেতন দিয়ে আমাদের মেধাগুলোকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। আপনি যখন একজন IT প্রফেশনাল হিসেবে নিজেকে তৈরি করতে চাইবেন, তখন আপনাকে কঠিন পথ পাড়ি দিয়ে সফলতা পেতে হবে।

যথেষ্ট পরিমাণ চেষ্টা আর একাগ্রতা থাকা সত্ত্বেও আপনার সফল হবার সম্ভাবনা খুবই কম। কারন পূর্ণ গাইডলাইন আর সহযোগিতা আমাদের দেশে আপনি পাবেননা।
অথচ একাগ্রচিত্তে পূর্ণ ধৈর্য সহকারে একটু সময় দিয়ে আপনি যদি চেষ্টা করেন তবে আপনি সফল হবেনই ইনশাআল্লাহ। যারা IT জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে চান তাদের বেশিরভাগ লোকজনের ক্ষেত্রে দেখায় যায়,সফল হতে পারেননা। আপনি অবশ্যই এর কারণ খুজতে চাইবেন, কিন্তু এর সঠিক জবাব হচ্ছে, বেশিরভাগ লোকজন শর্টকাটে সফল হতে চান। কিন্তু আবার সবাই একথা বিশ্বাস করেন যে সফল হওয়ার কোন শর্টকাট রাস্তা নেই। আবার দেখা যায় অনেকের যথেষ্ট আত্মবিশ্বাস আর একাগ্রতার অভাব।

আপনি যতটুকু সফল হতে চান আপনাকে তততুকুই পরিশ্রম করতে হবে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন? অফিস নির্ভর কাজ, নেটওয়ার্ক, গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, সিভিল ক্যাড, ডাটাবেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ওয়েবপেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট,আন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট। এবার কাজে নেমে পড়ুন নিজেকে তৈরি করুন মার্কেটের উপযুক্ত করে।

এবার ঠিক করুন কিভাবে আপনি কাজ শিখবেন। আপনি কি নিজে নিজে কাজ শিখবেন? নাকি কোন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিবেন। না কোন এক্সপার্ট কারো সাহায্য নিবেন। নিজে নিজে কাজ শিখতে গেলে আপনি Lynda র ভিডিও টিউটোরিয়াল, Tutplus এর ভিডিও টিউটোরিয়াল, ডামিস সিরিজের বই, Apress এর বই, Macgrew Hill এর Complete reference , বিভিন্ন বাংলা টিউটোরিয়াল, বাংলা ওয়েব সাইট, বাংলা বই ফলো করতে পারেন।

পরবর্তী টিউন গুলোতে আমি আপনাকে প্রত্যেকটা কোর্সের পূর্ণ গাইড লাইন দিব। আর যদি কোন জায়গায় ট্রেনিং নিতে চান তবে সবচাইতে ভালো হবে IDB BISEW এর ডিপ্লোমা। তারপর Dafodill IT, BUET, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ হরাইজনে কোর্স করতে পারেন। IDB BISEW তে আপনি সম্পূর্ণ পেশাদার হিসেবে নিজেকে তৈরি করে নিতে পারবেন। আপনাকে ওরা আন্তর্জাতিক মানের সার্টিফাইড কর্মী হিসেবে তৈরি করে দিবে। কোন টাকা লাগবেনা, বরং আপনি টাকা পাবেন।

আর অন্যান্য গুলিতে আপনার টাকা খরচ হবে এবং IDBBISEW এর মতো এত সেবা তারা দিবেনা। এরপর যদি কারো কাছে শিখেন এবং তিনি সত্যিকার এক্সপার্ট হন তবে আপনাকে তিনি ঠিক মতো সেবা দিলে আপনি খুব দ্রুত বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। আর হ্যাঁ কাজ শিখার সাথে সাথে নিজেকে মার্কেটে পরিচিত করুন। কাজ করুন, আপনার মাস্টার কার্ড অ্যাক্টিভেট করুন, অনলাইন মার্কেটে আপনার অ্যাকাউন্ট খুলুন। প্রচুর অনুশীলন করুন, আপনি পারবেন। আপনার সফলতার গাইডলাইনের জন্য আরও টিউন আসছে সামনে।

টিউন পড়ে ভালো লাগলে সেরা দামে সেরা জিনিস কিনতে আমার পেজটিতে লাইক দিন।

Level 0

আমি mms। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় রইলাম।

এটাই করছি

idb bisew ar address ta din pls