**এক নজরে জেনে নিন বাংলা বর্ণমালার সবকিছু( বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য)**

যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিবেন তাদের জন্য আজকে আমার এই পোস্ট। অনেকেই হয়তো জানেন। যারা জানেন না তাদের জন্য আমার এটা লেখা। আর যারা আগে থেকেই জানেন তারা আর একবার দেখে নিন। আশা করি আপনাদের কাজে লাগবে ।

এক নজরে বাংলা বর্ণমালার সবকিছু

  • বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি। (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
  • বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি (হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
  • বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
  • বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
  • বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
  • বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি)
  • বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
  • বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব, য, র)
  • বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
  • বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয় ধ্বনি আছে ৫টি (“ক” বর্গীয় ধ্বনি)
  • বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে ৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ, য, য়)
  • বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা ৎ দন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
  • বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে ৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স, ল)
  • বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে ৫টি (“প” বর্গীয় ধ্বনি)
  • বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
  • বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
  • বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনি আছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
  • বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
  • বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিক ধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি +ং, ৺, ও)
  • বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি ৪টি (শ, ষ, স, হ)
  • বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি ৪টি (ব, য, র, ল)
  • বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি ১টি (ল)
  • বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি ১টি (র)
  • বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি ২টি (ড়, ঢ়)
  • বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি ৩টি (ং, ঃ, ৺)
  • বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি ২টি (ং, ঃ)
  • বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি ২টি (ঐ, ঔ)
  • বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি ২৫টি
  • বাংলা বর্ণমালায় খন্ডব্যঞ্জণ ধ্বনি ১টি (ৎ)
  • বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি ১টি (অ)
  • বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত বর্ণ বলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে
  • বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি (য, ব)

পোস্টটি পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। কোন ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

 

Level 0

আমি Knight। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চালিয়ে যাও!

Level 0

Please, help
Donnobad,

Bhai,
Bangladesh Open University take hsc pass kore ki desh-e ba bidesh-e higher education neya jabe, please

Level 2

ধন্যবাদ। চমৎকার।