ঘরে বসে ইতালীয়ান ভাষা শিখুন (১ম পর্ব) ভিডিও টিউটোরিয়াল সহ

পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় টেকটিউনস পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন,সেই প্রত্যাশায় বরাবরের মতো আমরা উপস্থিত আপনাদের জন্য ইতালীয় ভাষা শেখার একটি কোর্স নিয়ে সাথে ভিডিও টিয়োটোরিয়াল এবং সম্পূর্ন বাংলা ভাষায়। যারা ইতালীতে নতুন আসতে চান বা এসেছেন কিংবা যারা ইতালিতে এসে সময়ের অভাবে স্কুলে যেতে পারেননা আর গেলেও শিক্ষক ইতালীয়ান হওয়ার কারনে ভালোভাবে বুঝতে পারেননা, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তাহলে আমরা জেনে নেই কি থাকছে এবারের ......আয়োজনে? ইতালীয় ভাষার উচ্চারণ বৈষম্য, ইতালীয় বর্ণমালার সঠিক উচ্চারণ। ইংরেজী ভাষায় বর্ণমালা মোট ২৬ টি, আর ইতালীয়ান ভাষায় মাত্র ২১টি অক্ষর। এবার আমরা জেনে নেই কোন পাঁচটি অক্ষর সাধারণত ব্যাবহৃত হয়না J,K,W,X,Y এই অক্ষর গুলো ইতালীয় বর্ণমালায় অন্তর্ভূক্ত না হলেও বিদেশী শব্দের উচ্চারনের প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে।
আপনাদের যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পরবর্তী পর্বে থাকবে আরো নতুন শব্দভান্ডার। নিচে একটি ছক দেয়া হল। সেটি দেখে আপনারা সঠিক ইতালিয়ান বর্ণমালা উচ্চারণ করা শিখতে পারবেন এবং কীভাবে সঠিক ভাবে উচ্চারণ করবেন তা নিয়ে আমাদের সাইটে একটি ভিডিও টিয়োটোরিয়াল রয়েছে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।  আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করব।

Level New

আমি Lesar HM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোর্স 30 টা কোর্স বা পার্টে বিভাজন করে নিন। তার পর – যেমন ব্যাসিক 7 টা। ইন্টার 13 টা। এ্যাডভান্স 10 টা। যেহেতু এটা একটা নতুন ভাষা তাই শিখতে দেরী হতে পারে। তবে আপনার ইচ্ছা থাকলে আমরা আপনার পাশে আছি।

অনেক কাজে লাগবে এই টিউন। আশা করি নিয়মিত ধারাবাহিক ভাবে টিউন করে যাবেন। আমরা আপনার সাথে থাকব।