পরীক্ষার সার্টিফিকেট বা নম্বরপত্র হারিয়ে গেলে আপনার করণীয়

টিউন বিভাগ এডুটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

শিক্ষাজীবনের মূল্যবান সম্পদ সার্টিফিকেট হারিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান অনেকেই। কী করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে পাবেন তা বুঝতে পারেন না। সার্টিফিকেট বা এ ধরনের মূল্যবান শিক্ষাসংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই।

প্রথমে যা করবেনঃ

সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এর জন্য প্রথমে আপনার এলাকার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে। এরপর যেকোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি সাটিফিকেট, নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।

থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডির কপি জমা দিতে হবে।

আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ

আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক) কী হারিয়েছেন এবং কী কারণে আবেদন করছেন। আবেদনপত্রের বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, রোল নম্বর, পাশের বিভাগ/জিপিএ, শাখা, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং জন্মতারিখ সহ বিভিন্ন তথ্য লিখতে হবে। পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন সে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে। এতে তার দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ সিলমোহর থাকতে হবে।

নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশবিশেষ থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায় জিডি করতে হবে না। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে। তবে সনদে ও নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র, পাশের বিভাগ ও সন, জন্ম তারিখ ও পরীক্ষার নাম না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আর বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ নিজ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

কত টাকা লাগবেঃ

সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০ টাকা। এ ছাড়া ত্রি-নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ-নকলের জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হয়।

।। বিভিন্ন পরীক্ষার সাজেশন সহ শিক্ষাবিষয়ক প্রয়োজনীয় সকল তথ্য জানতে http://www.zihad.org এই সাইটটি ঘুরে আসতে পারেন ।।

Level New

আমি ইনফো ল্যাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ। শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ!

Level 0

অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর লেখাটির জন্যে |
But isn’t it little tricky?
থানায় জিডি করব কীভাবে?
Extra suggesion?

    @M.Sameer: থানায় জিডি করতে হলে একটা দরখাস্ত লিখতে হয়। আপনার নাম, বাবার নাম, ঠিকানা, কি হারিয়েছে, কখন হারিয়েছে ইত্যাদি বিষয় তাতে উল্লেখ করতে হয়। আপনি নিজেও জিডি লিখতে পারেন, আবার প্রয়োজনে থানার কর্মকর্তাকে দিয়েও লিখিয়ে নিতে পারেন। দরখাস্তটি থানায় জমা দাওয়ার পর আপনাকে ওরা একটি জিডি নম্বর দিবে।

আপনার ক্রেডিটসহ পোস্টটি আমার ব্লগে প্রকাশ করার অনুমতি পেতে পারি? অনেক দরকারি একটি পোস্ট। তাই। আমার ব্লগঃ http://www.bloggermaruf.com । ধন্যবাদ

Level 0

খুবই সুন্দর টিউন । প্রিয়তে রেখে দিলাম । ভবিষ্যতে কাজে লাগবে ।
আপনাকে অনেক ধন্যবাদ । 🙂

Level 2

Vai Register Number Dia Pura Address Ber kora jayna?

ভাই চরম জিনিস শেয়ার করলেন। FB শেয়ার করে দিলাম।

আমি নিজেই কয়েক জনের এই একই ভাবে করেছিলাম @ ধন্যবাদ সুন্দর করে বিস্তারিত লেখার জন্য।

Level 0

অনেক অনেক ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ জিনিষ শেয়ার করেছেন!!!

Level 0

অনেক ধন্যবাদ অত্যান্ত প্রয়োজনীয় একটি টিউনের জন্য ।

অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের অনেক সময় এমন হয় তখন আমরা হতাস হয়ে উঠি আমরা এ টিউন থেকে আমরা অনেক অপক্রিত হলাম!

ধন্যবাদ

আমার এইচ এস সি এর নম্বরপত্র হারিয়ে গিয়েছিলো, আমি প্রায় এক বছর আগে থানায় জিডি করেছিলাম। কিন্তু আমি এখনো আমার নম্বরপত্র উঠাতে বোর্ডে যায় নাই। আমি যদি এখন আমার নম্বরপত্র উঠাতে চাই তাহলে আগের জিডি কপি হলেই হবে?? আর সংবাদ পত্রে বিজ্ঞাপণ না দিলে হবে না???

    @ওয়াহিদুজ্জামান হৃদয়: আপনার আগের জিডি নম্বর যদি আপনার কাছে থাকে তবে সেটা দিয়ে মনে হয় কাজ চালানো যেতে পারে। এ ব্যাপারে আমার সঠিক জানা নাই। আর সংবাদ পত্রে বিজ্ঞাপণ অবশ্যই দেয়া লাগে কারন বিজ্ঞাপনের কপি শিক্ষাবোর্ড অফিসে দরখাস্ত করার সময় সংযুক্তি করা লাগে।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

এতো দেখছি মহা বিপদ।

এখন তো অনলাইনে আবেদন করা যায়।

সোজা প্রিয়তে

Level 0

অনেক দরকারি লেখা লিখেছেন । ধন্যবাদ ভাই।

Thanks a lot, Brother!