ইংলিশে কথা বলার 200 rules সংবলিত চমৎকার একটি বাংলা ই-বুক। সংগ্রহে রাখতে পারেন (5 MB-Mediafire)

আসসালামু-আলাইকুম,

খুব ছোট কিন্তু কাজের একটা টিউন নিয়ে আসলাম।

English একটি International Language. আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই ভাষার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে।

কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে খুব ভাল ইংলিশ জানি এমন ব্যক্তি হাতে গোনা যাবে।

তাই আমাদের জন্য প্রয়োজন বেশি বেশি অনুশীলন।

ইংলিশে কথা বলার কিছু Common rules নিয়ে রচিত একটি বই আপনাদের সাথে শেয়ার করছি।

বইটি Computer-এর জন্যঃ

বইটি Mobile-এর জন্যঃ

**বইটি আমার রচিত নয়। বইটি ইন্টারনেট থেকে সংগৃহীত। আমার ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

                 বইটি এই ব্লগ হতে নেওয়া।।

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1801 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনি যে বইটা দিয়েছে বইটা ভালো। আমি খুজতেছি spoking english video টিউটোরাল থাকলে জানাবেন?

    @Toplike11: Thank you !
    Okay আমি আপনার টিউটোরিয়াল পেলে জানাব।

Level 0

darun jinis …….thanks

download link কাজ করছে না। ঠিক করে দিন please.

bhai mobile er ta awesome hoise.. Eita mane pdf ta mobile upojugi kivabe korlen? Ektu bolben plz?

Level New

ভিন্ন আঙ্গিকে লেখা অসাধারণ একটি বই।সত্যিই বইটি প্র্যেক্টিস করলে খুভ সহজেই ইংলিশে কথা বলা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বইটি শেয়ার করার জন্য।

Level New

মনে হয় জাভাতে চলবে না .

Level 0

সুন্দর লিখেছেন, অনকেই উপকৃত হবে। But,
এই website এ ভুলেও কেউ visit করবেন না। তা নাহলে আপনার নিজের মাথায় কাঠাল ভাঙতে ইচ্ছা করবে। কি আর করবেন, site টাই যে এরকম। So be careful.
http://www.medidoct.com

এবার আংরেজিতে দক্ষ হতে ঠেকায় কে দেখি! 😛

লেখক ভাই, পিডিএফ করার জন্য ধন্যবাদ। তবে এভাবে কনটেন্ট চুরি করলে কি ঠিক? https://www.techtunes.io/edutunes/tune-id/184766 এই পোস্টটি পড়ে দেখতে পারেন। এটা আমার লেখা। বইটি সাইফুর স্যারের লেখা। সেখান থেকে প্রথম আমি ওয়েব ভার্সন করি। আর প্রথম দিকের কিছু মানে দুই-চার লাইন অনেক আগে টেকটিউনসে কেউ একজন একটা পিডিএফ বইয়ের লিংক দিয়েছিলেন সেখান থেকে নেওয়া।

চুরি শুধু আপনি করেন নি। আরও অনেকেই করেছে। যার কারণে ভালো কাজে আশা হারাচ্ছি। ভাবছিলাম লিনাক্স আর উইন্ডোজ সার্ভার করার ওপর টিউটোরিয়াল করবো; কিন্তু সেটারও তো কন্টেন্ট চুরি করবে আপনাদের মতো চোরেরা।

কন্টেন্ট চোর প্রথম ধরা পড়ার পরে যে পোস্ট করেছিলাম https://www.techtunes.io/help-ask/tune-id/189405

    @ঘুমন্ত দয়াল বাবা: কষ্ট করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    কিন্তু আমার মনে হয় আপনি আমার টিউন না পড়েই কমেন্ট করেছেন।

    আমি কি একবারও বলেছি বইটি আমার লেখা?? নাকি কিছুই না বলে নিজের নামে চালিয়ে দিতে চেয়েছি?

    টিউনের শেষ লাইনটা দয়া করে একবার পড়ুন। আমি বলেই দিয়েছি বইটি আমার রচিত না। একটা ব্লগে আমি এটা পেয়েছি এবং আমার ভাল লাগাতে আপনাদের সাথে শেয়ার করেছি। ব্লগটির ঠিকানাও আমি দিয়ে দিয়েছি।

    আপনি আমাকে চোর বললেন। শুধু চোর বলেই আপনি থেমে থাকেননি। অনেক কথা আমাকে শুনিয়ে দিলেন।

    মনে রাখবেন, এখানে কেউ পয়সার জন্য টিউন করে না-স্বেচ্ছায় টিউন করে এবং টিউনারদের একটাই উদ্দেশ্য এবং তা হল জাতিকে সেবা করা।

    এইবার আপনি বলুন আমাকে কি চোর বলা আপনার উচিত হল???

    pls রিপ্লাই দিবেন।

      @Black Dragon: আসলেই আপনি ঠিক ধরেছেন। আমারই স্ক্রলিংয়ে সমস্যা হইছে। আমি আপনার লিংক থেকে ডাউনলোড করে যখন বইটা পড়লাম, তখন আমারও মন ভেঙ্গে গিয়েছিল। ব্লগের লেখক আর এখানকার লেখককে একইজন ভাবছি। আসলে আমি আপনি বলার পরেই খেয়াল করলাম আপনার শেষ লাইনটা। লাইনটা যদি ডাউনলোডের আগে দিতেন তবে হয়তো আমার চোখে পড়তো। যাক ভাই, আমার কথাগুলোতে মন খারাপ কোরেন না। আপনিই ভাবুন আপনার কষ্ট করে টাইপ করে লেখাগুলো যদি অন্য কেউ চুরি করে তখন আপনার কেমন লাগবে? আশা করি আপনার ভাঙ্গা মন জোড়া লাগাবেন আর কমিউনিটিতে লিখবেন।

ব্লাক ড্রাগন, আপনার কারণে অন্তত আরও একজন চোরের সন্ধান পেলাম।

চুরি যাদের করার তারা চুরি করবেই… কিন্তু আপনি কী লিখলেন তা সম্পূর্ণ আপনার উপর। চুরের ভয়ে লেখা ছেড়ে দেয়া মোটেই উচিত নয়, কারন, বেশীরভাগ মানুষ আপনার আসল লেখাটাই পড়বে… Techtunes is the #1 Bangla Technology Blog you know…