সহজে ইংরেজি গ্রামারের শর্ট টেকনিক নিয়ে আলোচনা। আজকের পর্ব(১)- Modals

আসসালামুয়ালাইকুম সবাইকে,

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা কারি সবাই ভাল আছেন। ইংরেজি গ্রামার নিয়ে ধারাবাহিক আলোচনা করার কথা ছিল আমার আর তাই শুরু করলাম। এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছেন যারা নিয়মিত টেকটিউন্সে ভিসিট করেন তাদের আশা করি কাজে লাগবে। তবে প্রথমেই জেনে রাখা ভাল ইংরেজি শুধু একটি সাবজেক্ট নয় ইহা একটি আন্তর্জাতিক ভাষা আর তাই এটা শিখতে হবে সারা জিবনের জন্যে। সুতরাং আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের বিষয় Modals এর ব্যবহার।

                                                                 Modals এর ব্যাবহার 

Modals হল এক ধরণের Auxiliary verb তবে পার্থক্য হচ্ছে Modals এর পরে Verb এর Simple/base form হয় এবং Verb এর সাথে s/es যুক্ত হয় না। যেমনঃ we must pray to Almighty Allah.   সবচেয়ে ব্যবহৃত Modals গুলো নিচে দেওয়া হল।

Will/would/shall/should/Can/could/May/might/must/mustn’t/am to/is to/are to /was to/were to/going to/have to/has to/dare to/need to/would better/would rather/used to/had to/had better এদের পর সর্বদা Verb এর base/simple form বসবে।

যেমনঃ  We should revere our Senior.  Students have to learn their lessons daily.

কিন্তু  উপরে উল্লেখিত Modals এর পরে যদি be / have চলে আসে তবে Verb + past participle হবে।

 যেমনঃ       Their lessons have to be learneddaily.

               You should have prayed  five times Salat.

@@@ Used to এর বিশেষ ব্যবহার:

Used to ব্যবহার করা হয় যখন কেউ অতীতে কোন কাজে অভ্যস্ত ছিল কিন্তু এখন আর নেই বা সেই কাজ এখন আর করা হয় না।

গঠন প্রণালীঃ used to + verb in Simple form কিন্তু  be(am/is/are/was/were) / get +used to+ (verb+ing)

যেমনঃ Jalil used to enjoy fresh air in the morning. Jalil was used to enjoying fresh air in the morning.

এখন আমাদের মনে রাখতে হবে যে Must= আবশ্যক বুঝায়।  যেমনঃ Every Muslim must pray Five times Salat. অন্যদিকে have to/has to= করতে হবে কিন্তু আবশ্যক নয় বুঝায়। যেমনঃ Every Muslim has to pray nafal Salat.

এছাড়া Had better= বরং ভাল বুঝায়। যেমনঃ You had better go home now. [ তোমার বরং বাড়ী চলে যাওয়ায় ভাল] 

আজ এই পর্যন্ত। আগামীতে ডিগ্রি পরিবর্তন করা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।

আমাকে পাবেন  www.facebook.com/aslamdbs

Level 0

আমি Mohammad Aslam Ali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Latest update is my only desire!!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

very nice.Thanks

thanks vai.vaia carry on.

Level 0

জানা ছিল।আরেকবার জালাই করে নিলাম।নিয়মিত টিউন চাই।ধন্যবাদ।

tnksss mahamad vai,continue na post korle kintu comand korbo na,,

সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।সবার সাপোর্ট পেলে অবশ্যই চালিয়ে যাব।

Level 0

ভাইয়া আপনার টিউন এবং প্রচেষ্টা অবশ্যই প্রশংসার দাবী রাখে। ধন্যবাদ। কিন্তু ভাই টেকটিউসন প্রযুক্তি বিষয়ক ব্লগ, এতে ভিজিটররা কিন্তু বেশিরভাগ প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলোই বেশি ভিজিট করে। তাই এরকম শিক্ষামূলক টিউনগুলো অন্যান্য উন্মুক্ত ব্লগে প্রকাশ করলে আরো বেশী মানুষ উপকৃত হত। আপনার টিউনের জন্য আবারো ধন্যবাদ।

যে যাই বলুক,থামবেন না।কেও না থাক,আমি আপনার টিউনের পাশেই থাকব,হুম!