ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-২ Narration Change }

গতকাল দেখলাম    ভাই Senteces নিয়ে আলোচনা করেছে তাই আমি Sentences নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না । আজ আপনাদের Narration Change করতে শেখাব । তাহলে আর দেরি না করে চলুন শুরু করি । 
Narration কে দুটি ভাগে ভাগ করা যায় । 
a) Direct 
b)Indirect

তো চলুন এবার Reporting Verb আর Reported Speech কি জেনে নি । 
Ramesh says ,"I am a student " . 
এই বাক্যটাতে যেটা Inverted Comma ( " " ) এর বাইরে রয়েছে সেটা হল Reporting Verb আর যেটা ভিতরে রয়েছে সেটা হল Reported Speech . 
যেমন বাক্যটাতে Reporting Verb হল Ramesh says আর Reported Speech হল "I am a student . "
তেমনি এই বাক্য গুলো তে Reported Speech  আর Reporting Verb কি হবে সেটা ভেবে ভালো করে বলুন , এগুলোর উত্তর আর আমি বলবো না । 
1) I said to you, " He is wrong." 
2)He said, " I go."
3)They said ," Alas! We are defeated."
তাহলে বুঝতে পারলেন Reported Verb আর Reported Speech ?
তো চলুন এবার দেখি Reported Veb Past Tense এ থাকলে কেমন পরিবর্তন হয় । 
 
তাহলে এভাবে Change হয় Direct Speech থেকে Indirect এর । 
তো চলুন কয়েকটা উদাহরন দেখে আরও ভালো ভাবে বুঝে নি । 
1)Priya said ,"I play Cricket." ( Direct ) { Present Indifinite }
   Priya said that she played Cricket. ( Indirect) {Past Indifinite}
2)Priya said to me,"I am playing Cricket."( Direct ) {Present Continuous} 
   Priya told me that she was playing Cricket.( Indirect){Past Continuous}
3)Priya said,"I have played Cricket."( Direct ){Present Perfect}
   Priya said that she had played Cricket.( Indirect){Past Perfect}
4)Priya said ,"I have been playing Cricket for two days."( Direct ){Present Perfect Continuous}
   Priya said that she had been playing Cricket for two days.( Indirect){Past Perfect Continuous}
5)Priya said ,"I played cricket."( Direct ){Past Indifinite}
   Priya said that she had played Cricket.( Indirect){Past Perfect}
6)Priya said ," I was playing Cricket."( Direct ){Past Continuous}
   Priya said that she had been playing Cricket . ( Indirect){Past Perfect Continuous}
7)Priya said  to me ,"I had played Cricket."( Direct ){Past Perfect}
   Priya told me that she played Cricket . ( Indirect){Past Perfect}
8)Priya said," I shall play Cricket."( Direct ){Future Indifinite}
   Priya said that she would play Cricket.( Indirect){Future Conditional}
এবার বুঝি কিভাবে Change গুলো হল । আপনাদের বোঝার সুবিধার জন্য কিভাবে Change করতে হবে সেটা পরপর লিখে গেলাম । 
1) প্রথমে দেখবেন Reporting Verb কিসে আছে Present এ না Past এ নাকি Future এ । যদি Past এ থাকে তাহলে ঊপরের মত Tense অনুযায়ী Change হবে কিন্তু যদি Present বা Future এ থাকে তাহলে Reported Speech এর Tense এর কোনও পরিবর্তন হয় না । 
উদাহরন : 1)Ramesh says ," I am a student." 
          Ramesh says that he is a student.
        2)Ramesh will say , " I am a student.
          Ramesh will say that he is a student.
2) যদি Reporting Verb Past  এ থাকে তাহলে 
   a)প্রথমে Reporing Verb টা লিখবেন । ( Assertive Sentence এর ক্ষেত্রে said , told . পরের পর্বে অন্য Sentence নিয়ে আলোচনা করবো । )
   b)এরপর একটা Linker দিবেন । ( Assertive Sentence এর ক্ষেত্রে that , পরের পর্বে Linker নিয়ে আলোচনা করবো ) 
   c)এরপর Inverted Comma উঠিয়ে দিয়ে Tense অনুযায়ী Change করবেন । 
পরের পর্বে বিভিন্ন Sentence নিয়ে এবং তার Reporting Verb আর Reported Speech নিয়ে আলোচনা করবো । আজ শুধু Introduction ( ভুমিকা ) টা দিয়ে রাখলাম । 
তাহলে ? এবার বুঝতে পারছেন কিভাবে Narration Change করতে হয় ? এগুলো হল সাধারন পদ্ধতি । পরের পর্বে আরও বিস্তারিত আলোচনা হবে । ভালো থাকবেন । ধন্যবাদ ।
আর কমেন্ট অবশ্যই করবেন । কমেন্ট না করলে টিউন করতে ইচ্ছাই করে না । তাই দয়া করে কমেন্ট করুন ।   :cry: 
বি.দ্র Reporting Verb Past Tense এ থাকলেও নিত্য সত্য বাক্য গুলির কোনও Change হয় না ।  উদাহরণ : Ram said ," The Sun rises in the East"   Ram said that the Sun rises in the East. আর Naarration করার আগে ভালো করে Tense টা শিখে নিবেন নাহলে Narration করতে পারবেন না । আমি Tense নিয়েও টিউন করতাম কিন্তু Maars ভাই এর জন্য করলাম না , করলে একই টিউন বার বার করা হবে । আশা করি উনি কিছুদিন এর মধ্যেয় Tense নিয়ে টিউন করবেন । 

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন ভাই, এইটা নিয়ে চেইন টিউন করেন। আমার মত অনেকের উপকারে আসবে।

    @Greenish Grove: apnake onek dhonnobad.r chain tune korbo tobe samne amar porikkha tai porer porbo ektu derite paben.motamuti 6 march e.

ধন্যবাদ । আশাকরি পরবর্তীতে আরো কিছু আপনার কছথেকে শিখতে পারব ।

আপনার এই উদ্যোগ কে স্বাগত জানাচ্ছি। পাশে থাকব আপনার সাথে, ইংরেজী শিখনে।