
একজন দোকানদার দুটি তরমুজ বিক্রি করতে বসেছে ।একটি তরমুজের ব্যাস অন্যটির চেয়ে এক চতুর্থাংশ বড়।কিন্তু বড়টির মূল্য ছোটটির মূল্যের দেড়গুন।আপনি কোনটি কিনবেন?


ছোট তরমুজের চেয়ে বড় তরমুজের আয়তন (১/৪)*(১/৪)*(১/৪)=১২৫/৬৪ গুন অথবা প্রায় দ্বিগুণ।
সুতরাং বড় তরমুজটি কেনা ভাল।এটার মূল্য মাত্র দেড় গুন বেশি কিন্তু শাঁস আছে দ্বিগুণ।
তাহলে আপনি জিজ্ঞাসা করতা পারেন দোকানদার দ্বিগুণ মূল্য না চেয়ে দেড়গুন চাইল কেন?কারন বেশিরভাগ দোকানদার জ্যামিতিতে তেমন অভিজ্ঞ নয়।ঠিক তেমনি ক্রেতারাও নয়।এই কথাটা সুনির্দিষ্ট ভাবে বলা যায় যে ছোট আকারের চেয়ে বড় আকারের তরমুজ কেনাই ভালো।কারন, বড় তরমুজের মূল্য সব সময় যা মূল্য হওয়া উচিত তার চেয়ে কম হয়ে থাকে-কিন্তু বেশিরভাগ ক্রেতাই সেটা সন্দেহ ই করে না।এই একই কারনে ছোট ডিমের চেয়ে বড় ডিম কেনা বেশি লাভজনক।
আপনাদের কেমন লাগল জানাবেন।
আমি Mr.SK Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“একটি তরমুজের ব্যাস অন্যটির চেয়ে এক চতুর্থাংশ বড়” এই লাইন টা ঠিক বুঝলাম না । কিসের ১/৪ বড়ো ?
প্লিজ REPLY DIYEN AMI EKHONO সমাধান অংশটি দেখিনি ।