**দেখি তো আপনার কত বুদ্ধি !!নিজেকে যাচাই করে নিনঃ-৩(গানিতিক যুক্তি)**

হ্যালো টিউনারগন,আপনারা সবাই কেমন আছেন ।আমি এই সাইটে নতুন।আমি আপনাদের সামনে গনিতের কিছু দারুন মজাদার সমস্যা নিয়ে আলোচনা করব।আশা করি আপনাদের ভালো লাগবে।আপনাদের নিয়মিত সাড়া পেলে আমি নিয়মিত এই বিষয়ে টিউন করে যাব। তাহলে আর কথা না বাড়িয়ে আমার কাজ শুরু করি।

সমস্যা একঃ

একই অংক আটবার ব্যাবহার করে ১০০০ লিখতে পারেন কি?সেটা করার সময় আপনি অংকগুলি ছাড়াও যোগ,বিয়োগ,গুন ও ভাগের চিহ্নগুলিও ব্যবহার করতে পারেন ।

সমাধানঃ

৮৮৮+৮৮+৮+৮+৮=১০০০

সমস্যা দুইঃ

নিচের উদাহরনটি ভালোভাবে খেয়াল করুনঃ

৪৮*১৫৯=৭৩৬২

আগ্রহ জাগাবার মত ব্যাপার হল যে নয়টি অংক তার প্রত্যেকটাই ভিন্ন ।এই রকম আরো কতগুলো উদাহরন আপনি দিতে পারেন কি?এইরকম আরো কিছু গুন যদি থাকে তবে কতগুলো আছে?

সমাধানঃ

এই ধরনের যে নয়টি উদাহরন বের করা যায় তা হলঃ

১২*৪৮৩=৫৭৯৬,                     ৪৮*১৫৯=৭৬৩২

৪২*১৩৮=৫৭৯৬,                     ২৮*১৫৭=৪৩৯৬

১৮*২৯৭=৫৩৪৬,                      ৪*১৭৩৮=৬৯৫২

২৭*১৩৮=৫৩৪৬,                      ৪*১৯৬৩=৭৮৫২

৩৯*১৮৬=৭২৫৪

আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না যেন।

Level 0

আমি Mr.SK Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সমাধানের কিছুই বুঝলাল না। একটু বিস্তারিত বুঝিয়ে বলেন। কোনটা কিভাবে হলো?

Level New

চরম হয়েছে । চালিয়ে যান ।

Level New

আচ্ছা ভাই আপনি ছবি দিয়ে যে অংকটা দিয়েছেন সেটার উত্তর কি ২০ হবে ??

Level 0

yes 20

    Level New

    @Mr.SK Saha: ধন্যবাদ আর পরের পর্বের জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি লিখুন ।

Level 0

vaia amk math valo lage but pati gonit mathay dhuke na,