
একজন ডিম বিক্রেতার ঝুড়িগুলোর কয়েকটাতে আছে মুরগীর ডিম আর বাকীগুলোয় হাঁসের ডিম।ডিমের সংখ্যা গুলি যথাক্রমে ৫,৬,১২,১৪,২৩ এবং ২৯।
বিক্রেতা বলল,"এই ঝুড়িটা যদি বিক্রি করি তাহলে আমার কাছে থেকে যাবে -হাঁসের ডিমের দ্বিগুণ সংখ্যক মুরগীর ডিম।"কোন ঝুড়িটার কথা বলল সে?
যে ঝুড়িটায় ২৯ টি ডিম আছে সেটা ।মুরগীর ডিম ছিল যে ঝুড়িগুলিতে ডিমের সংখ্যা ২৩,১২ আর ৫। হাঁসের ডিম ছিল ১৪ আর ৬ সংখ্যক ডিমের ঝুড়িতে।
উত্তরটা যাচাই করে দেখা যাকঃ
২৩+১২+৫=৪০টি মুরগীর ডিম এবং ১৪+৬=২০ টি হাঁসের ডিম
তাহলে মুরগীর ডিমের সংখ্যা হাঁসের ডিমের সংখ্যার দ্বিগুণ।
আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না যেন।
আমি Mr.SK Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হু……….