
একটি ছেলে একটা বাক্সের মধ্যে আটটি মাকড়সা আর গুবরে পোকা সংগ্রহ করে রেখেছে।সেগুলোর পা গুনে ছেলেটি দেখলো মোট ৫৪ টি পা।তাহলে বলুন তো সে কতগুলো মাকড়সা আর কতগুলো গুবরে পোকা সংগ্রহ করেছিল?
সমাধানঃ
প্রথমে আপনাদের জানতে হবে মাকড়সার কটি পা আর গুবরে পোকার কটি পা।উত্তর মাকড়সার ৮ টি পা আর গুবরে পোকার ৬ টি পা।সমস্যাটির সমাধানে আমরা ধরে নিতে পারি যে বাক্সে শুধু মাকড়সা ছিল ৮ টি। তাহলে আমরা পাই ৮*৮=৬৪ পা অর্থাৎ আমাদের উল্লেখিত সংখ্যার চেয়ে ১০ বেশি।একটি মাকড়সার বদলে একটি গুবরে পোকা রাখলে সংখ্যাটি ২ কমে যাবে।পায়ের সংখ্যা ৫৪ তে নামিয়ে আনার জন্য মোটমাট ৫ টি অনুরূপ বদল চাই। অর্থাৎ ৮ টি মাকড়শার মধ্য থেকে ৩ টি বাক্সে রেখে দিলে অন্যগুলোর বদলে গুবরে পোকা রাখব।
আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না যেন।
আমি Mr.SK Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
VERY NICE……………………………………………………..