**দেখি তো আপনার কত বুদ্ধি !!নিজেকে যাচাই করে নিনঃ-১(মাকড়সা ও পোকার লড়াই)**

হ্যালো টিউনারগন,আপনারা সবাই কেমন আছেন ।আমি এই সাইটে নতুন।আমি আপনাদের সামনে গনিতের কিছু দারুন মজাদার সমস্যা নিয়ে আলোচনা করব।আশা করি আপনাদের ভালো লাগবে।আপনাদের নিয়মিত সাড়া পেলে আমি নিয়মিত এই বিষয়ে টিউন করে যাব। তাহলে আর কথা না বাড়িয়ে আমার কাজ শুরু করি।

সমস্যাঃ

একটি ছেলে একটা বাক্সের মধ্যে আটটি মাকড়সা আর গুবরে পোকা সংগ্রহ করে রেখেছে।সেগুলোর পা গুনে ছেলেটি দেখলো মোট ৫৪ টি পা।তাহলে বলুন তো সে কতগুলো মাকড়সা আর কতগুলো গুবরে পোকা সংগ্রহ করেছিল?

সমাধানঃ

প্রথমে আপনাদের জানতে হবে মাকড়সার কটি পা আর গুবরে পোকার কটি পা।উত্তর মাকড়সার ৮ টি পা আর গুবরে পোকার ৬ টি পা।সমস্যাটির সমাধানে আমরা ধরে নিতে পারি যে বাক্সে শুধু মাকড়সা ছিল ৮ টি। তাহলে আমরা পাই ৮*৮=৬৪ পা অর্থাৎ আমাদের উল্লেখিত সংখ্যার চেয়ে ১০ বেশি।একটি মাকড়সার বদলে একটি গুবরে পোকা রাখলে সংখ্যাটি ২ কমে যাবে।পায়ের সংখ্যা ৫৪ তে নামিয়ে আনার জন্য মোটমাট ৫ টি অনুরূপ বদল চাই। অর্থাৎ ৮ টি মাকড়শার মধ্য থেকে ৩ টি বাক্সে রেখে দিলে অন্যগুলোর বদলে গুবরে পোকা রাখব।

আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না যেন।

Level 0

আমি Mr.SK Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

VERY NICE……………………………………………………..

Level 0

Apni to b0llen je 8ti mak0rsha s0ngroho k0rce,aikhane to makorsar sonkha dauai ase.

ভাল লাগল ।

ধরি মাকড়সা ছিল xটি আর গুবরে পোকা ছিল yটি । তাহলে আমরা পাই x+y=8 and 8x+6y=54. solving the two equations, আমরা পাই x=3 and y=5. তাহলে মাকড়সা ছিল ৩টি আর গুবরে পোকা ছিল ৫টি ।

সুন্দর হয়েছে
সম্পূর্ণ বাংলা ভাষায় কম্পিউটার সহ প্রযুক্তির সব ধরনের টিপস এবং ট্রিকস http://www.sothikvabna.blogspot.com

এটা কেমন কথা? আমার কমেন্ট মুছে দেয়া হল কেন? আবার একই কমেন্ট করলাম ।
আপনি ৩টা মাকড়সা আর ৫টা গুবড়ে পোকার কথা বলছেন ।৬টা মাকড়সা আর ১টা গুবড়ে পোকা রাখলেও তো হয় ।সমাধান শুরু করেছেন মোট পোকার সংখ্যা ৮ ধরে ।কেন?

Level 0

মোট মাকড়সা+পোকা=৮ (দেওয়া আছে)

Level 2

সহজ হিসাব………!!!!!!

Level New

ভালো হয়েছে তবে এর থেকে আরও কঠিন চাই । এটা x+y = 8 আর 6x+8y = 54 ধরে সল্ভ করে ফেলেছি ।

Level New

আর একটা কথা আমার মনে হয় যদি আপনি সমাধান x আর y ধরে তাহলে আরও বেশি গাণিতিক হত (যদিও আমার অংক সম্বন্ধে অত বেশি জ্ঞান নেই )