এইচএসসি রেজাল্ট ২০১২ আগামী ১৮ জুলাই: জেনে নিন দরকারী সব তথ্য

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৮ জুলাই বুধবার একযোগে প্রকাশিত হচ্ছে ১০ শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল  করবে ।

বৃহস্পতিবার আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।”

HSC and Equivalent Result will be Published on 18th July at 1.00pm

কিভাবে জানা যাবে এই ফলাফল:

মোট তিন পদ্ধতি তে এই ফলাফল জানা যাবে:

উপায় -১:

বরাবরের মত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ই রেজাল্ট এর প্রথম উত্স।

এখানে ক্লিক করে শিক্ষা বোর্ডের সাইটে আপনার রেজাল্ট চেক করতে পারেন.

উপায়-২:

এসএমএস এর মাধ্যমে

টেলিটক এই দায় দ্বায়িত্ব বহন করে। এবং এই মাধ্যমটিই বর্তমানে সবচেয়ে মোক্ষম। যে কোনও মোবাইল অপারেটর এর মধ্যমেই রেজাল্ট জানা যাবে। মোবাইল এর মেসেজ অপ্শন এ গিয়ে নিম্ন লিখিত ভাবে এসএমএস করুন।

For HSC Examinees:

HSC<space>First 3 letters of your board<Space>Roll no<space>year and send to 16222.

উধাহরণ:

hsc dha 122962 2012;

এখানে  dha হল  বোর্ডের নামের প্রথম অক্ষর এবং 131185 হল রোল।  বোর্ড নাম, রোল নং এবং সালের মাঝে স্পেস দিতে ভুল করা যাবেনা।

For Alim Examinees:

Alim<space>mad<space>rollno<space>2012

For Technical Board HSC Result:

hsc<space>tech<space>rollno<space>2012

উপায়-৩:

যার যার স্কুলেই একটা করে রেজাল্ট শীট যাবে। ওখান থেকেও রেজাল্ট জানা যাবে।

Check HSC Result 2012 Bangladesh Here:

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে তা ২২ মে শেষ হয়। ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ৯ লাখ ২৬ হাজার ৮১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন ছাত্র এবং ৪ লাখ ৩০ হাজার ৪১৯ জন ছাত্রী।

ছোট্ট একটা ভিডিও দেখুন  (42 Seconds and 1.00 MB)এইচএসসি রেজাল্ট পাওয়ার সব উপায় এখানে বাতলে দেয়া আছে।

সৌজন্যে: Education Resource

Level 0

আমি Mahmudul Hasan Monnaf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a 5th year MBBS student at Rajshahi Medical College, ex-student of Mirzapur Cadet College. I love blogging though i haven't written so much. Actually i love these tech blogs, forums and now trying to develop http://medinfo24.com/ for my own.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thankyou..

ধন্যবাদ আপনাকে।