ফেসবুকে যে যে কাজ গুলো আমাদের করা উচিত না

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন তরুন তরুনী খুজে পাওয়া ভার। অদুর ভবিষ্যতে আমাদের ডিজিটাল পরিচয় টা হবে হয়তো ফেসবুক এর একটা আইডি। এই ফেসবুক এর পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের কিছু কিছু কাজ ফেসবুক এ না করাই ভাল হবে।

  • ১. বিব্রতকর ছবি ট্যাগ দিবেন না কখনই। এতে করে আপনি ধীরে ধীরে ফেসবুকেই একা হয়ে যাবেন একদিন।
  • ২.কোনো গ্রুপ এ বা গেমস এ যোগ দেওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত অনুরোধ পাঠাইবেন না কাউকে।এটা খুবই বিরক্তিকর।
  • ৩.সদ্য নবজাতকের ছবি দিয়ে আপনার প্রোফাইল এর ছবি পরিবর্তন করবেন না। এতে আপনি হয়তো নিজেই বলে দিলেন আপনি বয়স্ক হয়ে গেছেন। তাছাড়া, যাদের বাচ্চা নেই তারা এতে ইমোশনাল আঘাত পাইতে পারেন।
  • ৪. সবসময় দুঃখের স্ট্যাটাস দিবেন না।কারন, কেও না কেও আপনার স্ট্যাটাস টা অবশ্যই পরবে এবং আপনার এই হতাশা টা তাদের মাঝেও বিরাজ করবে।
  • ৫. কাউকে ছোট করার জন্য কোনো রকম স্ট্যাটাস, কমেন্টস করবেন না। যদি করেন তাহলে একই পরিস্থিতে আপনাকেও একদিন পরতে হবে।
  • ৬.আত্বীয়স্বজন কে বন্ধু করার জন্য অনুরোধ করবেন না। ফেসবুকে আপনি আপনার বন্ধুদের সাথে গল্প করতে পারেন এবং এটাও আপনি চাইবেন না যে আপনাদের গল্প আপনার বাবা মা ভাগ্নে ভাগ্নি রা জানুক।
  • ৭. সাবেক প্রেমিক প্রেমিকার পিছু নিবেন না ফেসবুক এ।আপনার সাবেক প্রেমিক প্রেমিকার বর্তমান গতিবিধি লক্ষ করতে কখনই ফেসবুক কে ব্যবহার করবেন না। আপনার জীবন টা পুড়ে ছারখার হয়ে যাবে।
  • ৮. দুর্বোধ্য স্ট্যাটাস দিবেন না কখনই। এতে আপনার পান্ডিত্য প্রকাশ হয় না। বরং নিজেরে ছোট করা হয় সবার সামনে।
  • ৯.রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করে কাউকে কষ্ট দিবেন না। মান অভিমান সবার ই আছে। তাই বলে খুব সামান্য একটা বিষয়ে নিজেরে সিঙ্গেল বলে অন্যকে কষ্ট দিবেন না।
  • ১০. একদম অপরিচিত কাউকে বন্ধু বানানোর জন্য অনুরোধ করবেন না।
  • ১১. ফেসবুক কে কখনই নিজের পরিবারের পরিপুরক ভাববেন না। পর্যাপ্ত সময় ফেসবুকের পরিবর্তে নিজের পরিবার কে দেন। সত্তিকারের সুখ শান্তি পাবেন।
  • ১২. নিজের জীবনের গুরুত্তপুর্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেসবুক কে ভিত্তি করবেন না অথবা ফেসবুক এর মাধ্যমে গুরুত্তপুর্ন সিদ্ধান্ত নিবেন না। জীবনটা নষ্ট হয়ে যাবে।
  • ১৩.  সবারই আলাদা আলাদা পলিটিকাল ভিউ আছে। তাই কাউকেই হেন করার জন্য অশ্লীল ভাষাতে কিছু লেখবেন না। আপনার ছোট ভাই-বোন টিও হয়তো আপনার লেখাটি পরতেছে। এতে করে আপনার সম্পর্কে তার মনে একটা খারাপ অনুভুতির জন্ম নিবে।

আশা করি মেনে চলবেন এগুলো ফেসবুক এ। এটা আমার তৃত্বীয় টিউন্স। ভাল লাগলে জানাবেন।

আমার আগের টিউন্স পরতে এখানে ক্লিক করুন।

আমাকে ফেসবুকে পাবেন এখানে।

 

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিছু কিছু পয়েন্ট আপত্তিকর

খুব ভালো লাগল।

৩,৪,৯,১০,১১ আর ১২ নাম্বার পয়েন্টে দ্বিমত পোষণ করছি টিউনের জন্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ। আমাদের এগুলি মানা উচিত।

Level 2

syrup@ এটা আপনার চিন্তাধারা।

Level 2

ধন্যবাদ@ তায়ফুর

Level 2

দেখবো ভাই@ মুরাদ

Level 2

আমি আমার মতবাদ বলছি ভাই@ অচেনা

    @Mathapocha: আসলে আমরাও তাই করছি।সব পয়েন্ট এ সবার মিল হতেই হবে এমন না আর সবার ভালো বা খারাপের মাপকাঠিও এক না তাই এটা ঠিক আছে।টিউনের জন্য ধন্যবাদ

Level 2

ধন্যবাদ@ দাস

Level 0

valo likhechen dada, thanks.

Level 0

খুব সুন্দর হএছে…ধন্নবাদ