আমরা বাংলাদেশিরা একটু বেশি আবেগপ্রবণ জাতি। সকল ক্ষেত্রেই আমরা তার প্রভাব দেখতেপাই। আমার কাছে এটা জেনেটিক্সগত সমস্যা মনে হচ্ছে। আমরা নিজের মতে অতিমাত্রায় বিশ্বাসী কিন্তু নির্ভর নয়, কেউ একজন তার মতো করে তার লজিক দিয়ে বুঝিয়ে দিলে আমরা নিজের নিজের মতটাককে ভুলে যাই। এমন কি সেই লজিক এর উপর ভর করে আমরা বিচার শক্তিও হারিয়ে ফেলি!
চলুন একটা উদাহারন দেওয়া যাক:-একবার ডঃ মোঃ জাফর ইকবাল স্যার এর উপর নাস্তিক বলে হামলা করা হয়েছিল!হামলাকারির লজিক ছিল"সে (জাফর স্যার)ভূতের বাচ্চা সোলেমান বইটি আমাদের সোলাইমান আঃ কে নিয়ে লিখেছে!আমার মতে হামলাকারি কে কেউ একজন নিজের মতো করে বুঝিয়ে দিয়েছে!আমরা অন্যের লজিক এর উপর এতটাই আস্তাশীল যে, বইটি আমরা একবার পড়েও দেখলাম না!
ধর্মের সাথেও আমরা আবেগটাকে মিশিয়ে ফেলেছি!আমি বলছি না আবেগ দেখানো ঠিক না, মানুষ আবেগ প্রবণ জাতী আবেগ বিহীন মানুষ হয় না। এমনকি SF রোবট এর ও আবেগ থাকবে! কিন্তু সেটা অন্যের লজিক এর উপর ভিত্তি করে?
আরেকটা উদাহারন দেওয়া যাক: মোসারফ করিম একবার এক অনুষ্ঠানে নারীদের পোশাক ও ধর্ষন বিষয়াক ব্যাপারে বলেছিলেন:"ধর্ষন এর জন্য পোশাক কোন ভাবেই দায়ী নয়, যদি ধর্ষন এর সাথে পোশাক এর সম্পর্ক থাকতো তাহলে ৭বছর এর মেয়েকে দর্শন হতে দেখতাম না! আমরা আমাদের ভেতর লুকিয়ে থাকা বিষাক্ত সাপ গুলোকে কন্ট্রোল করতে না পেরে দোষ দিচ্ছি পোশাক এর!"কিছু মানুষ করিম স্যার এর কথার মর্ম না বুঝেই তাকে নাস্তিক ট্যাগ দিয়ে দিল!এটি নিয়ে স্যারকে আবার ক্ষমাও চাইতে হলো!
তাদের উদেশ্যে বলা যারা ধর্ষন এখনো পোশাক কারন ভাবছেন তাদের উদেশ্যে আমার প্রশ্ন:- আপনাদের যদি ইউরোপ সফরে পাঠানো হয় তাহলে সেখানে গিয়ে আপনি কি করবেন? অনেকেই হয়তো মুচকি হেসে বলবে আমাদের কালচার আর ওদের কালচার কি এক?
হ্যা আমাদের কালচার আর ওদের কালচার এক নয় তাই আপনি চাইলেও পোশাকের অজুহাত দেখিয়ে ধর্ষন করতে পারবেন না। কারন ধর্ষন এর জন্য পরিবেশ এর প্রয়োজন হয় সেটা বাংলাদেশে নেই। আর সবচেয়ে বড় কথা হলো আমার সামনে দিয়ে একজন সুন্দরি রমনি হেটে যাচ্ছে উগ্র পোশাকে আমি চাইলেই তাকে ধর্ষন করতে পারবো না। ধর্ষন এর জন্য পূর্বপরিকল্পিত প্লান এর প্রয়োজন হয়, স্হান এর প্রয়োজন হয়, । তার মানে একটি ধর্ষন পূর্বপরিকল্পিত!
এখন প্র্শ্ন হতেই পারে তাহলে ধর্ষন এর জন্য কি দায়ী?আমাদের চরিএহীনা মনোবাসনা, ও মানবিক অবক্ষয়। আর হ্যা আমি নারীদের পোশাক নিয়ে একটাই কথা বলবো, "বোন এটা বাংলাদেশ নয় ইউরোপ, তোমাদেরকে তোমরাই রক্ষা করতে হবে।
কেননা আমরা পুরুষ সমাজ দিন দিন লালসা পূর্ণ হয়ে যাচ্ছি "
তবে মুসলিম হলে ইসলাম মোতাবেক চলাই শ্রেয়।
আমি এস আশিক ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।