স্বপ্ন নয় সত্যিঃ কপি-পেষ্ট করুন দ্রুত গতিতে!!!

বিসমিল্লাহির রহমানীর রাহিম।  আমরা সবাই কম্পিউটারে কপি পেষ্ট এর কাজ করি। যেমন ধরা যাক, মেমোরী লোড অথবা পেনড্রাইভ থেকে কোন গান বা মুভি ডাউনলোড ইত্যাদি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুন সফটওয়্যার শেয়ার করবো। এই সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারে খুবই দ্রুতগতিতে কপি-পেষ্ট  করতে পারবেন। অনেকে হয়তবা বলবেন যে, কম্পিউটারে RAM বেশি থাকলে এই সব সফটওয়্যার এর প্রয়োজন কেন? আমার বিশ্বাস যাদের কম্পিউটার কম গতি সম্পন্ন তাদের কাজে আসবে। আমি নিজেই এই সফটওয়্যারটি ব্যবহার করে অবাক হয়েছি। সফটওয়্যার নাম হলো ট্যারাকপি (Tera Copy)।

undefined

এখন প্রশ্ন হলো এই সফটওয়্যারটি কিভাবে এত দ্রুত কাজ করে?

এই সফটওয়্যারটি দিয়ে যখন আপনি কপি/কাট করে পেষ্ট করবেন তখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের প্রসেসর এবং RAM এর উপর চাপ সৃষ্টি করে কপি এবং পেষ্ট দ্রুত হয়। আর একটা মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কপি-পেষ্ট পুছ (Pause) বা রিজুম (Resume) করতে পারবেন। এবং এর সাথে সাথে এটাও দেখতে পারবেন  প্রতি সেকেন্ডে কত মেগাবাইট গতিতে কপি/পেষ্ট হচ্ছে।

নিচের স্ক্রীনশট দেখলেই বুঝতে পারবেনঃ

undefined

undefined

ডাউনলোডঃ

undefined

ব্যবহার করে দেখুন। ইনসাআল্লাহ সফটওয়্যারটা আপনাদের পছন্দ হবে।
ধন্যবাদ,

Level 0

আমি এম এম কৌশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ব্যাবহার করি।সফটওয়্যারটা ভালই।

Level 0

amio use korsi but bishesh kono difference ashe na.Prai eki copy speed thake

যারা Full Version TeraCopy Pro 2.27 Download করতে চান, তার এই Link এ যান ।
http://h33t.com/details.php?id=2474e49761ee320c20e7af60e0be35c38ad9adb1&hl=%2BTeraCopy+%2BPro

Level 3

TeraCopy 1.22 ব্যবহার করতাম । এখন 2.27 ব্যবহার করবো 😀

আমিও ব্যবহার করছি অনেকদিন থেকে। খুব কাজের জিনিস বলেই মনে হয়েছে আমার।

ভাল সফটওয়্যার। দীর্ঘদিন ধরে ইউজ করতেছি। টিউনের জন্য ধন্যবাদ

Level 0

একটা বিষয় নিয়ে কত টিউন হবে?

Level 0

Dhur… Sob purano soft.. use korte korte 4jonmo periye galo

    @sanaul0004: @Bokachuda: একই বিষয়?আগে দেখুন সফটওয়্যার এর ভার্সন কত।সফটওয়্যার এমন একটা জিনিশ যেটা কয়েকদিন পর পর হালনাগাদ হয়।আপনাদের এমন মন্তব্যের কারনে কেউ টিউন করেনা আর আমরা আপডেট পাইনা।নিজে তো টিউন করেন না,তার উপর অপরকে নিরুৎসাহিত করতে থাকেন।

    সবার কালেকশনে নাও থাকতে পারে

“”””””””””””””কপি-পেষ্ট পুছ (Pause) বা রিজুম (Resume) “”””””””””””
মজা পেলাম।টিউনের জন্য ধন্যবাদ।

আমি মনে করলাম এটা ফুল ভার্সন……………।।ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে দেখি ট্রায়াল।দিলেন তো মন টা খারাপ করে।

এখান থেকে ফুল ভার্সন নিন।http://softmukut.blogspot.com/2011/11/free-faster-download-tera-copy-pro-212.html

Level 0

thanks bhaya