ইন্সপায়ারিং স্টোরীঃ যে স্টোরী গুলো আপনাকে কাঁদাবে-ভাবাবে, আপনার হতাশাকে দূর করে হারানো উৎসাহ ফিরিয়ে দেবে!

কিছুদিন আগে ফেসবুকে এক বড় ভাইয়ের সাথে চ্যাট হচ্ছিল।

একটা পর্যায়ে তিনি তার কষ্টের কথাগুলো আমাকে বলে হালকা হতে চাইলেন।  দুঃখ-কষ্টের কথা আসলে এমন ই একটা জিনিস যা শুনতে বেশিরভাগ মানুষের ই ভাল লাগে না, শুনলেই মন খারাপ হয়ে যায়। তারপর ও আমি মন দিয়ে শুনলাম তার কথাগুলো।

শুধু ঐ বড় ভাই ই নন, আমার পরিচিত অনেকেই মাঝে-মাঝে তাদের দুঃখ-কষ্টের কথাগুলো আমাকে আপন ভেবে শেয়ার করেন যেগুলো শুনে মন টাই খারাপ হয়ে যায়।  তারপর ও তাদের কথাগুলো মন দিয়ে শুনি, কারন আমি মনে করি আল্লাহ আমাকে আমার আশে-পাশের অনেক মানুষের থেকে অনেক-অনেক ভাল রেখেছেন। তাই এটা আমার মানবিক দ্বায়িত্ব আমার আশে-পাশের মানুষদের কে ভাল থাকতে সহায়তা করা, তাদের দুঃসময়ে পাশে থাকা।

হোক সেটা আর্থিকভাবে, মানসিকভাবে, হোক সেটা কথার মাধ্যমে অথবা এই সামান্য লেখাটির মাধ্যমে...

জীবনে এমন কিছু মূহুর্ত আসে যার কোন ব্যাখ্যা আমাদের এই জাগতিক পৃথিবীতে পাওয়া যায় না। এমন কিছু ঘটনা ঘটে যা আপনি আমরা ডেজার্ভ করি না। কিন্তু আমরা চাই বা না চাই, ডেজার্ভ করি বা নাই করি-এমন কিছু মূহুর্ত বা ঘটনার সম্মুখে আমাদের প্রত্যেকের ই দাড়াতে হয়...

আমরা প্রায় ই হিসাব মেলাতে বসি- কি পেলাম, কি পেলাম না।

কি ছিলাম, কি হয়েছি, কি হবার কথা ছিল অথবা কেন হলনা অমন...

কেন অমুকের এত অঢেল টাকা, দামি গাড়ি-বাড়ি আর সুন্দরী স্ত্রী রয়েছে কিন্তু কেন আমার নেই!

কেন অমুকের এত সুন্দর চেহারা-আর সালমান খানের মত ফিগার আছে কিন্তু আমার কেন নেই!

কেন অমুক গুগল এডসেন্স আর ফ্রিল্যান্সিং করে এত টাকা কামাচ্ছে আর আমি কেন এত কষ্ট করে ও স্বচ্ছলতার মুখ দেখি না!

কেন সোহান রাহাত-বিল্লাহ মামুন-নাবিল আমিন-হাসিব-হাসান জোবায়ের ভাই এত সুন্দর টিউন লিখে কিন্তু আমি কেন ওদের মত পারি না!

কেন অমুক এত সুন্দর স্মার্টলি নেটিভ ইংরেজী বলে অথচ আমি এমনকি বাংলা ও ঠিকমত বলতে পারি না!

এরকম অনেক “কেন” এর উত্তর খুজে চলি আমরা প্রতিনিয়ত আর হীনমন্যতায় ভুগে হতাশ হয়ে থাকি...

কিন্তু সব “কেন” এর  উত্তর মেলে না এত “কেন”র উত্তর খুজতে গিয়ে আরো হতাশ হয়ে পড়া টা কোন কাজের কথা নয়।

আমরা অনেকে সময় নষ্ট করি এই ভেবেঃ
কি পেলাম-কি হারালাম-কি পাবো না...
কিন্তু মূল কথা হচ্ছে যেটুকু পেয়েছি, যেটুকু আছে তার কতটুকু কাজে লাগাতে পারলাম!

আমার ১ কোটি টাকা আছে কিন্তু সেটা কে যদি কোন কাজে না লাগিয়ে অপচয় করি তো সেই ১কোটি টাকার কোন মূল্যই নেই।
আবার যদি ১০০০টাকা থাকে এবং সেই টাকা কোন কাজে লাগাতে পারি তো সেটাই সার্থক...

ব্যাপারটি শুধু টাকার ক্ষেত্রেই নয়, জীবনের সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

ডেল কার্নেগীর প্রতিপত্তি ও বন্ধুলাভ নামক বইটিতে সুন্দর একটি কথা আছে যা আমার ভীষন প্রিয়। আপনাদের ও ভাল লাগবে-

“জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা”

আমরা বেশিরভাগ সময়গুলোতে শুধু না পাওয়ার হিসাব ই মেলাতে থাকি, তাই কি পেয়েছি বা কি আছে সেটা ভুলে যাই।

আপনার আশে-পাশে একটু তাকিয়ে দেখুন। অনেক মানুষ পাবেন যারা আপনার থেকে ও অনেক খারাপ অবস্থানে আছে। সৃষ্টিকর্তার শোকর করুন যে তিনি আপনাকে তাদের থেকে ভাল অবস্থানে রেখেছেন।

অর্ধেক পানিতে ভর্তি একটি গ্লাস দেখে আমরা কেউ বলি, এটা অর্ধেক খালি।

আবার কেউ বলি গ্লাসটি অর্ধেক পানিতে ভর্তি!

ফারাক টা আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনার কিছু যদি না ও থাকে তাতে ও ঘাবড়াবার কিছু নেই, আপনি শুন্য থেকেই সবকিছু শুরু করুন।

জীবন টাকে আমরা একটি বহুতল ভবনের সাথে তুলনা করতে পারি। আমরা এক লাফে শেষ মাথায় পৌছানোর চেষ্টা না করে বরং সিড়ির প্রথম ধাপে পা দেবার মাধ্যমেই আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি...

আর কথা বাড়াচ্ছি না কারন তাহলে টিউনের দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে।

এবার আসুন আমরা কিছু ইন্সপায়ারিং স্টোরী দেখি...

যে স্টোরী গুলো আপনাকে কাঁদাবে-ভাবাবে, আপনার হারানো উৎসাহ-উদ্দীপনা ফেরত দিবে। আপনার কষ্টগুলো ফিকে হয়ে আসবে।

আপনাদের জন্য অন্তর্জাল ঘেটে বিভিন্ন ইন্সপায়ারিং স্টোরীর লিঙ্ক গুলো সংগ্রহ করলাম। অনেকে ডাউনলোড করে দেখতে বিরক্ত বোধ করেন তাই ভিডিও গুলোর ইউটিউব লিঙ্ক দিলাম সরাসরি দেখার সুবিধার্তে। তবে আমি ডাউনলোড করে দেখার পরামর্শ দিবো, কারন প্রতিটি ভিডিও ই সংগ্রহে রাখার মত...

টিউন টি আমার মানবিক দ্বায়িত্ববোধ থেকে করা। কারো যদি বিন্দুমাত্র ও ভাল লাগে এবং কারো কষ্ট যদি সামান্য টুকু ও ফিকে হয়ে আসে এই টিউনের মাধ্যমে-তাহলে আমি বুঝবো আমার কষ্ট সার্থক...

সবাই ভাল থাকুন!

নিচের লিঙ্ক গুলো থেকে সরাসরি দেখুন অথবা ডাউনলোড করে নিন, এবং যদি ভাল লাগে ফেসবুকে শেয়ার দিন। হয়ত আপনার শেয়ার দেবার মাধ্যমে আপনার কোন একজন বন্ধুর মন টা আপনি ভাল করতে পারেন...

ইন্সপায়ারিং স্টোরী  ১
ইন্সপায়ারিং স্টোরী  ২
ইন্সপায়ারিং স্টোরী  ৩ 
ইন্সপায়ারিং স্টোরী  ৪ 
ইন্সপায়ারিং স্টোরী  ৫
ইন্সপায়ারিং স্টোরী  ৬
ইন্সপায়ারিং স্টোরী  ৭
ইন্সপায়ারিং স্টোরী  ৮
ইন্সপায়ারিং স্টোরী  ৯
ইন্সপায়ারিং স্টোরী  ১০

সাথে বোনাস হিসাবে আরো দুইটি দিলাম...

বোনাস ১

বোনাস ২

লেখা টি সর্বপ্রথম ফেসবুকের DownloaD ZonE গ্রুপে প্রকাশিত হয়েছে।

Level 0

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনটির জন্য

Level 0

dhonnobad. prio te add korlam

Level 0

স্টোরী গুলো আমাকে কাঁদাবে-ভাবাবে, আর আমার হতাশাকে দূর করবে কিনা জানিনা, তবে মনের কষ্ট গুলো দূর কারার জন্য আপনার লেখাটুকুই যথেষ্ট । ভাল থাকবেন, আর চালিয়ে যান।

    @sbn5233:
    অনেক ভাল লাগলো আপনার মন্তব্যটি পড়ে! 🙂
    আপনি ও ভাল থাকুন। শুভ কামনা রইলো…

Level 0

ভাইয়া আপনি বরাবরই ভাল টিউন করেন । আপনার এই লেখাটা অসম্ভব ভালো লেগেছে।
Nick Vujicic’র স্টোরিটা আগে ন্যাশনাল জিওগ্রাফি অথবা ডিস্কোভারিতে দেখেছিলাম

    @billi:
    আবারো টিউন করার প্রেরণা পেলাম আপনার মন্তব্য পড়ে! 🙂
    হ্যা, সম্ভবত জিওগ্রাফিতে।
    কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ…

Level 0

bhaloi hoyche

Level 0

খুব খুব খুব ভালো লাগলো!

কেন সোহান রাহাত-বিল্লাহ মামুন-নাবিল আমিন-হাসিব-হাসান জোবায়ের ভাই এত সুন্দর টিউন লিখে কিন্তু আমি কেন ওদের মত পারি না!

হা হা এই লাইনটা পড়ে বেশ হাসি পেল। 😛 এমন ইচ্ছাও কারও হয় নাকি 😉
বরাবরের মতোই আপনার ভিন্ন স্বাধের টিউন। 🙂

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্):
    কে বলেছে করে না? 😛 ক’টা মানুষের অন্তরের খোজ তুমি রাখো হে! 😀
    …আমার নিজের ই ইচ্ছা করে তোমার মত করে যদি অমন গোছালো টিউন করতে পারতাম!
    অনেক ধন্যবাদ যোবায়ের! 😀

মাহবুব ভাই আপনার লেখাগুলো অনেকটা ভিন্ন ধাচের, বেশ আগ্রহ জাগানীয়া, লেখাগুলো পড়তে বেশ ভালো লাগে, মনোযোগ দিয়ে একাধারে পরে যেতে পারি… দারুণ লিখেছেন… অনেক অনেক ধন্যবাদ, আপনি টিটিতে নিয়মিত হলে বেশ খুশি হতাম… :mrgreen:

    @ডিজে আরিফ:
    তোমার এমন উৎসাহব্যঞ্জক মন্তব্য পেয়ে অনেক অনেক ভাল লাগছে! 🙂
    এমন মন্তব্য পেলে যে কোন টিউনারের ই পরবর্তী টিউনের উৎসাহ যোগাবে নিঃসন্দেহে!
    …সময়ের অনেক অভাব, তারপর ও ইনশাল্লাহ চেষ্টা করবো।
    তোমাকে ও অনেক অনেক ধন্যবাদ আরিফ!

Level 0

আমার যখন খুব মন খারাপ থাকে তখন আমি সবচে বেশি techtune পড়ি। আজ অনেক দিন পর techtune এ এসে ই এত সুন্দর একটা tune পড়লাম। এত সুন্দর একটা tune এর জন্য, হয়ত একটা thnks এ যথেষ্ট
নয়, কিন্তু এর চে বেশি আমি আর কিছু দিতে পারব না। thank u…

    @aniq12999:
    আপনার মন্তব্যটি পড়ে অসম্ভব ভাল লাগলো!
    কিছু কিছু সময় আছে যখন বহুমুল্য কিছু দিয়ে ও আসলে কিছু হয়না যা ছোট্ট একটি কথা দিয়ে হয়…
    আপনার ছোট্ট একটি কথা-ই অনেক কিছু আমার কাছে!
    ভাল থাকুন…

Level 0

Dhonnobad share korar jonno …

    @A.R.Bhuyan:
    আপনাকে ধন্যবাদ কষ্ট করে টিউন টি পড়ে মন্তব্য করার জন্য! 🙂
    ভাল থাকুন…

Level New

মাহবুব হাসান ভাই আপনি যে একটা কি!!! আমি জানিনা। আর যাই হোক আপনি কি আমি জানিনা । কিনতু শুধু এটা জানি, আপনি একটা অসাধারণ মানুষ। জি ভাই সত্যি বলছি আপনি আর সবার চেয়ে আলাদা। একদম ভিন্ন। এর আগে আপনি যতগুলো মুভি টিউন করেছেন, সেই সব মুভি হয়ত আপনি না থাকলে আমার দেখাই হোতনা। সেগুলো মুভি ছিলনা ভাই । সেগুলো শিল্প ছিল অথবা তার চেয়েও বড় কিছু। আর OLDBoy!!! অফফফফ! বিশ্বাস করবেন না ১৭ বার দেখেছি আমি। আর The Road Home, The Man from Now where ও কম জটিল ছিলনা। এই দুটো ছবিও খুবই ভাল লেগেছে আমার। আর আজ আমাকে দিলেন আরেকটা ধাক্কা। আমি ভাবতাম আপনি শুধু মুভি নিয়েই টিউন করেন। কিনতু আজকের টিউন দেখে আপনার আরও বড় শিষ্য হয়ে গেলাম আমি। কই পান ভাই আপনি এই সব ??? আমি ও আপনার মত হতে চাই ভাই। সত্যি বলছি আমিও আপনার মত অসাধারণ মানুষ হতে চাই।

    @সুমন:
    দীর্ঘ একটি সপ্তাহ ফুড পয়জনিং এর কারনে হাসপাতালে ছিলাম, এর মধ্যে ৩দিন সেন্সলেস অবস্থায় ছিলাম।
    গতকাল রিলিজ পেয়ে বাসায় ফিরলাম, তবে এখনো প্রায় সপ্তাহ দু’ইয়েক কমপ্লিট বেডরেস্টে কাটাতে হবে…
    আজ মেইল খুলেই আপনার মন্তব্য পেলাম।
    আপনার প্রতিটি মন্তব্যই আমাকে নতুন করে লেখার প্রেরণা জোগায়, তবে এই মন্তব্যটি এমন এক সময়ে পেলাম যে চোখের পানি ধরে রাখতে পারলাম না কেন জানি…
    ভাল থাকুন সুমন ভাই-অনেক অনেক ভাল থাকুন…