আমার ৫০তম টিউনের কিছু উপহার

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুনাময় আল্লাহ্‌র নামে আজকের টিউন শুরু করছি।

সবাই কেমন আছেন ?

আশা করি  সবাই আল্লাহ্‌র রহমতে ভালই আছেন।

আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ্‌র রহমতে ভালো আছি।

দেখতে দেখতে আজ আমি আমার ৫০তম টিউন করে ফেলছি। আসলে আমি যে এত দ্রুত ৫০টি টিউন করে ফেলবো টা ভাবিনী।

আমি প্রথমে টিটির একজন নিয়মিত ভিজিটর ছিলাম প্রথম অবস্থায় টিউন করার অনেক চেষ্টা করেছি কিন্তূ সাহসে কুলায়নি।

কিন্তু একদিন সাহস করে প্রথম টিউন। আমার প্রথম টিউনটি দেখতে  এখানে ক্লিক করুন

প্রথম টিউনে আমি আপনাদের সাপোর্ট পেয়ে ধীরে ধীরে টিউন করতে করতে আজ ৫০তম টিউন করতে বসলাম।

আপনাদের সাপোর্ট না পেলে আমার এতটুক আশা সম্ভব হত না।

যাক আর বেশি কথা না বলে আজকের টিউন শুরু করছি।

আজ আমি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি।

আসুন তাহলে শুরু করা যাক।

আপনার Windows এর করাপটেড এবং ড্যামেজ ফাইল রিপাইয়ার করুন

বিভিন্ন সময় আমরা ভুল করে , ভাইরাসের কারনে বা অন্য কোন কারনে Windows এর কিছু ফাইল করাপটেড এবং ড্যামেজ হয়ে যায়।

এতে করে আমাদের বেশ কিছু সময় এবং তার সাথে এবার প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার ঝামেলায় পড়তে হয়।

আপনি চাইলেই সহজেই সেই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন

এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা।

জাস্ট  File Repair নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করে কাজ করতে হবে।

এটি একটি ফ্রী সফটওয়্যার।

এটি দিয়ে আপনি যা যা রিপাইয়া করতে পারবেন।

Using File Repair, you can repair:

  • corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
  • corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
  • corrupted Zip or RAR archives (.zip, .rar)
  • corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
  • corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
  • corrupted PDF documents (.pdf)
  • corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
  • corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
  • corrupted music (.mp3, .wav)

তাহলে এর দেরি না করে ১ এমবির এই সফটওয়্যারটি  এখান থেকে ডাউনলোড করে নিন

এটি যে ভাবে ব্যবহার করতে হবে :

  • প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করার পর ওপেন করুন
  • তারপর নিচের ছবিটির দেখানো জায়গায় ক্লিক করুন

  • তারপর আপনি নিচের ছবির মত একটি উইন্ডো দেখতে পাবেন এবং তারপর আপনি আপনার যে ফাইলটি রিপাইয়ার করতে চান সেই ফাইলটি সিলেক্ট করে দেন

  • তারপর নিচের ছবির মত Start বাটনে ক্লিক করুন

এখন আপনার ফাইলটি অটোমেটিকলি  রিপাইয়ার হওয়া শুরু হয়ে যাবে

হুম আপনার কাজ শেষ এর কিছুই করা লাগবেনা।

নিয়ে নিন ফ্রীতে ১০ জিবি স্পেস

এটি একটি ফ্রী সাইট এখানে আপনি লগ ইন করার সাথে সাথে পাবেন ১০ জিবি ফ্রী স্পেস এবং রেফার করলে প্রতি রেফারে পাবেন ৬ জিবি স্পেস।

তাহলে আর দেরি কেন এখনই ইচ্ছে মত ফাইল আপলোড করা শুরু করেন।

আর জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা জাস্ট আপনাকে এই লিংকে গিয়ে সাইন আপ করে লগ ইন করতে হবে।

একেবারেই সহজ পারবেন তাই স্ক্রীনশট দিলাম না।

খুব সহজেই ডাউনলোড করুন আপনার ফেইসবুকের সকল ট্যাগ করা ছবি

আপনি কি চাচ্ছেন আপনার ফেইসবুকের সকল ট্যাগ করা ছবি ডাউনলোড করতে ???

যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য।

প্রথমে এই লিংকে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

  • সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন।
  • তারপর নিচের ছবির মত LOg In এ ক্লিক করুন

  •  তারপর নতুন একটি উইন্ডো ওপেন হবে এবং একটি ফেইসবুক অ্যাপ্লিকেশান Allow করতে বলবে। Allow  করুন সমস্যা নাই।
  • তারপর " I Want To Download" ক্লিক করুন
  • তারপর  আপনার ফ্রেন্ড লিস্টের নাম আসবে এখন যার ছবি ডাউনলোড করতে চান তার নাম সিলেক্ট করুন

তারপর আপনি  কোথায় সেইভ করবেন টা সিলেক্ট করে দেন। এখন ডাঊনলোড হওয়া শুরু করবে। ডাঊনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

আজ এই পর্যন্তই সবাই দোয়া করবেন যাতে টেকটিউনসে আমার টিউনের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

কোন ভুল হলে মাফ করবেন।

আর আমার লেখার কোথায়ও বুঝতে সমস্যা হলে মন্তব্য করতে এবং ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো তাহকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির )

আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks…………

৫০তম টিউনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। এখন কার টিউন গুলো ভালো হচ্ছে। লেখার মাধুর্যতার দিকে খেয়াল রাখতে হবে। আর মান সম্মত টিউন ই এক জন টিউনারের পরিচয়, সুতরাং এ সব দিক খেয়াল রেখে এগিয়ে যাও সম্মুখ পানে…

Level 0

এগিয়ে যান, অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা…….

Level 0

ভাই আপনারে দেইখা আজকে সাহস করলাম।ভাই সফটওয়্যার টা জটিল ।টিটিতে এটাই আমার প্রথম কমেন্ট ।

Level 0

Vai corrupted word document recover kora jai na. onno kisu try kora dakhi nai. ar sahoj kono samadhan thakla bolben mail a [email protected]

Level 0

Nice tune, thanks.

৫০তম টিউনের শুভেছা গ্রহন করুন। টিউনটিও অনেক সুন্দর হয়েছে।

সুন্দর !

Level 0

না ভাই ওয়ার্ড ডকুমেন্ট রিপেয়ার করা যায় না

Level 0

শুভেচ্ছা এবং ধন্যবাদ 🙂

এভাবেই এগিয়ে যান ভাই। শুভ কামনা রইল… 🙂

শুভ কামনা রইল, go ahead………

হাফ চেইন চুরি … 😀

হাফ সেনচুরি
great n go on……. until u off

Level 0

৫০তম টিউনে অনেক শুভেচ্ছা রইলো।

৫০তম টিউনে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য

Level 0

জব্বর হইছে !!! এই রকম জিনিস আরো চাই!!! চমৎকার হয়েছে। খুব সুন্দর লেখার স্টাইল। ৫০তম টিউনটির জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।

    ধন্যবাদ ভাই । দোয়া করবেন যাতে সামনে আরও ভালো ভালো টিউন নিয়ে আসতে পারি@jewel6710:

হুম, ভালো ভালো। চালিয়ে যান। শুভ কামনা রইল 🙂

Level 0

সাব্বির ভাই,10 GB Free Space এর লিন্কে ঢুকতে পারছি না।Server not found লেখা আসে।