ডাউনলোড করুণ “TuneUp Utilities 2012″ + ফ্রী প্রিমিয়াম ফাইলসনিক অ্যাকাউন্ট…

আজকে আপনাদের জন্য গুরুত্বপুর্ন একটি সফটওয়্যার নিয়ে এসেছি। সফটওয়্যার এর নাম হয়তো শিরোনাম দেখেই বুঝে গেছেন আর কেউ কেউ চমকে গেছেন ” যে TuneUP 2012 এখনো রিলিজ হয়নি” ভেবে, তবে হ্যাঁ TuneUp 2012 এখনো রিলিজ হয়নি এটা সত্য কথা। আজ আমি আপনাদের জন্য TuneUP 2012 বেটা রিলিজের মধ্যে সবচেয়ে নতুন বেটা ৬ সংস্করণটিই নিয়ে এসেছি।

 ডাউনলোড করুণ TuneUp  Utilities  2012 + ফ্রী প্রিমিয়াম ফাইলসনিক অ্যাকাউন্ট... || Bangla technology, tutorial, tips and tricks web site

কি কাজ করে এই TuneUP সফটওয়্যার?

অনেকেই জানেন TuneUP এর কাজ কি, তারপরেও যারা নতুন ব্যবহারকারী তাদের জন্য কিছু আইডিয়া দেয়ার জন্যই কিছু লিখলাম।  পিসির স্বাস্থ্য চর্চার জন্য TuneUP এর ব্যবহার করা, এই সফটওয়্যার দিয়ে উইন্ডোজ এর সকল ধরনের সমস্যার সমাধান করা যায়।

যেমনঃ

০১) পিসির হার্ডডিস্ক এর খোঁজ খবর

০২) উইন্ডোজ এর গতি বৃদ্ধি করা

০৩) উইন্ডোজ এর রেজিস্ট্রি পরিষ্কার করার

০৪) অহেতুক জমা হয়ে থাকা অপ্রয়োজনীয় ফাইল গুলকে মুছে ফেলা বা পরিষ্কার করা

০৫) থিমের কালার, আইকন, লগইন স্ক্রিন পরিবর্তন সহ উইন্ডোজ কে কিছুটা কাস্টমাইজ করা

০৬) উইন্ডোজ এ ইন্সটল কৃত সফটওয়্যার সমূহ আন-ইন্সতাল্ল/মুছে ফেলা

০৭) হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করা

০৮) কাস্টম রেজিস্ট্রি এডিটর যার সাহায্য সহজেই রেজিস্ট্রি এডিট করা

০৯) ডিস্কএক্সপ্লোরার ব্যবহার করে হার্ডডিস্কের সকল ফাইলের খোঁজ খবর রাখা।

১০) উইন্ডোজ রিপ্রিয়ার করা

সহ আরও বিশেষ কিছু সুবিধা আছে যা ব্যবহার করা কালে বুঝতে পারবেন।

ইন্সটল পদ্ধতিঃ

যদিও এটা পোর্টেবল তাই ইন্সটল এর ঝামেলা নাই তারপরেও একটু আধটু প্রয়োজন হয় শুধু ভাষা নির্বাচন করার জন্য। তাই কয়েকটা স্ক্রিনশত দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে এটা ইন্সটল করতে হবে।

সফটওয়্যার টি ডাউনলোড করার পর ওপেন করুণ তারপর নিচের ছবির মত ইংলিশ (English) ভাষা নির্বাচন করে “Next” বাটনে ক্লিক করুণ।

TU20122 ডাউনলোড করুণ TuneUp  Utilities  2012 + ফ্রী প্রিমিয়াম ফাইলসনিক অ্যাকাউন্ট... || Bangla technology, tutorial, tips and tricks web site

এখন আপনি যে ফোল্ডারে সফটওয়ারটি সংরক্ষণ করতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করুণ এবং “Install” বাটনে ক্লিক করুণ, ১০ -১৫ সেকেন্ড এর মধ্যে সফটওয়্যার ইন্সটল সফল হবে।

TU20123 ডাউনলোড করুণ TuneUp  Utilities  2012 + ফ্রী প্রিমিয়াম ফাইলসনিক অ্যাকাউন্ট... || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার ইন্সটল কৃত ফোল্ডার থেকে “TuneUpPortable.exe” নামক ফাইলটি ওপেন করুণ এবং লুফে নিন নতুন সংস্করণ TuneUp 2012 এর সকল সুবিধা।

tun ডাউনলোড করুণ TuneUp  Utilities  2012 + ফ্রী প্রিমিয়াম ফাইলসনিক অ্যাকাউন্ট... || Bangla technology, tutorial, tips and tricks web site

TU2012 ডাউনলোড করুণ TuneUp  Utilities  2012 + ফ্রী প্রিমিয়াম ফাইলসনিক অ্যাকাউন্ট... || Bangla technology, tutorial, tips and tricks web site

তাহলে আর দেরি না করে এক্ষনি নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করেনিন মাত্র ৪০ মেগাবাইটের সফটওয়্যার টি। এই সফটওয়্যার টি বর্তমানে বেটা ৬ রিলিজে রয়েছে যদিও কিছুদিন পরে ফাইনালি রিলিজ হবে তারপরেও অপেক্ষা করার সময় নাই। সফটওয়্যার টি বহনযোগ্য তাই ইন্সটল এর ঝামেলা নাই।

ফাইলসনিক থেকে ডাউনলোডঃ এখানে ক্লিক করুণ

বোনাস : ফাইলসনিক প্রিমিয়াম অ্যাকাউন্ট (ফ্রী)

টিউনআপ ২০১২ কে ফাইলসনিকে আপলোড করা হয়েছে, আর সবাই তো ফাইলসনিক থেকে সব কিছু ডাউনলোড করতে পারেনা, যদিও ফ্রি আকারে ডাউনলোড করা যায় তবে সেইভাবে রিজিউম সাপোর্ট করে না। তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফাইলসনিকের প্রিমিয়াম অ্যাকাউন্ট যা ব্যবহার করে যখন তক্ষণ ফাইলসনিক থেকে ফুল স্পিডে যেকোনো ফাইল ডাউনলোড করতে পারবেন।

Username: [email protected]
Password: stab00

মনে রাখবেনঃ যেকোনো ফাইল ডাউনলোড করার আগে লগইন করবেন তারপর যেকোনো ফাইল ডাউনলোড করবেন।

 

প্রথম প্রকাশঃ বিডিরঙ.কম

সবাইকে আমন্ত্রণ বিডিরঙ.কম ব্লগে 

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tune up এর আগের ভার্সন এর মত। আমার মনে হয়না আগেরটা থেকে কোন তফাৎ আছে।

vai jodi paren hotfile er diyen khub upokar hobe

Level 0

Thanks Aj Ratae File Sonic Theke Try Korbone Amr Onek File Downloader Opekkhai Ache. Jode Kono Karone IDM Theke Download Na Hoi Porobortite I Mean 1 Din Pore Jode Resume Dae Tahole Ke Kaj Korbe ?…

ধন্যবাদ শেয়ার করার জন্য।

প্রায় এক মাস পর টিউন করলেন, এত দিন ছিলেন কই মিয়া ভাই ! TuneUP সফটওয়্যার টা আসলেই খুব কাজের। টিউনটা পরে বেশ ভালো লাগলো।

Level 0

ধন্যবাদ কিন্তু আমার কোন কাজে আসলো না।সাপর্ট করেনা।

Mediafire Link den Vaijan….

Level 0

আমি প্রথমে সফল হয়েছিলাম।আমার মনে হয় পাসওয়ার্ড কেও পরিবর্তন করেছে