Glary Utilities Pro-একের ভিতর সব।পিসি অপটিমাইজেশন সফটওয়্যার।

আস-সালামু-আলাইকুম।

আবারো একটি টিউন নিয়ে হাজির হলাম।টেক্টিউন্স এর সমস্যার কারনে অনেক দিন টিউন করতে পারিনি।

আজ যে সফটওয়্যার আপনাদের শেয়ার করবো সেটা একটা অসাধারন সফত্বারে।আপনাদের সবার ভালো লাগবে।এবং এটি PRO ভার্সন।সাথে এর সিরিয়াল কী দেয়া আছে।

এটা নিয়ে আগে টিউন হইয়েছে কিনা আমি জানিনা।হয়ে থাকলে আমি দুঃখিত।

এবার আসি মুল কথায়।

Glary Utilities Pro দিয়ে আপনি আপনার পিসির বিভিন্ন সমস্যার সমাধান,পিসির স্পীড বাড়ানো,এবং পিসি কে সুরক্ষা দিতে পারবেন।এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসির অকেজো,অব্যবহৃত  ফাইল মুছতেঁ পারবেন।

এটি ডিস্ক ক্লিনার,রেজিস্ট্রি ক্লিনার এবং রিকোভার।

এর কিছু Features:

  • Automatic care in Background.
  • Protect your privacy and Security.
  • Block Spyware,trojans,malware.
  • SImple n Fast.
  • Easy nevigaion.
  • Multiple language.
  • Attractive user interface.

ব্যবহার করলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকারি।

ডাউনলোড লিঙ্ক ১

ডাউনলোড লিঙ্ক ২

সবাই কে ধন্যবাদ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা নিয়ে আগে ও টিউন হইছে……………………….তবে কাজের সফট ……………………ধন্যবাদ মুকুট ভাই

    Level 0

    আমার জানা ছিলোনা।

    আপনার জানা না থাকলে আপনি যেমন সবাইকে বলেন "টিউন করার আগে সে ব্যাপারে পু্র্বে কোনো টিউন হয়েছে কিনা তা একবার সার্চ করা উচিত" তাহলে আপনিও সার্চ করে দেখলেই পারতেন।

    Level 0

    farhan ভাই ঠিক বলছেন

প্রয়োজনীয় সফটওয়্যার, শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ,

আপনি যদি আজকে এই সফটওয়্যারটা সম্পকে জেনে থাকেন তাহলে বলবো ইন্টারনেটের সফটওয়্যার সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই । গত দুই বছরে প্রথম আলোয় প্রায় ৪০-৫০ বার এই সফটওয়্যারের এ্যড আসছে ।আমি দুই বছর ধরে ব্যাবহার করছি কোনো প্রকার রেজিষ্ট্রেশন বা আপডেট ছাড়াই

    Level 0

    আপনি যেটা ব্যবহার করছেন সেটা শুধুমাত্র Glary Utilities।কিন্তু আমি যেটা দিয়েছি সেটা Glary Utilities Pro.
    আমি কিন্তু উপরে বলেছি এইটা নিয়ে টিউন হয়ে থাকলে আমি দুঃখিত।কিন্তু আপনি মনে হয় আমার লেখা পড়েন নাই।

ধন্যবাদ মুকুট ভাই শেয়ার করার জন্য।

Level 0

আপনার পোষ্টের জন্য ধন্যবাদ । আমি "Advance system care" এই সফটওয়ার ব্যবহার করি । এই দুইটা কি একই রকম কাজ করে । জানালে খুশি হব ।

আমি অনেক আগে থেকেই এটা ব্যবহার করে আসছি ! মুকুট ভাইকে ধন্যবাদ চমৎকার এই সফটটির রিভিউ করার জন্য ! যারা এটা এখনো ব্যবহার করেননি তারা এখন এটা দেখে বুজবে যে তারা কি মিস করেছে !

প্র ভার্সনের জন্য স্পেশাল থ্যাঙ্কস !

আমি অনেকদিন ধরে ব্যবহার করি। ভালই কাজ করে। ধন্যবাদ টিউনের জন্য। ভাল থাকবেন।