আপনার উইন্ডোজ 7 কে নিয়ে যান উবুন্টুর বিউটিপার্লারে ;)

আমরা অনেকেই উইন্ডোজ 7 এ বিভিন্ন থিম ইউজ করি, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে তেমনি একটি থিমের। এটি মুলত একটি transformation packযা আপনার উইন্ডোজ 7 কে পুরোপুরি উবুন্টু ১১.০৪ এর রুপ দিবে, কিন্তু কাজে-কর্মে উইন্ডোজ 7 ই থাকবে । আসুন দেখে নেই এর রুপ

এখান থেকে ডাউনলোড করুন ৩৬ মেগাবাইটের এই transformation pack টি।ইন্সটল করুন, ইন্সটলের শেষের দিকে castro pack নামাতে বলবে, কোনও দরকার নাই, cancel korun, ওটা ফারদার কাস্টোমাইজেশনের জন্য।

* এখানে বলে রাখা ভালো অনেকেরি অভিযোগ transformation pack ইউজ করলে পিসি স্লো হয়ে যায়। আপনারা transformation pack টি ইন্সটল করার পর এই কাজগুলু করবেন তাহলে ার পিসি স্লো হবার সম্ভাবনা নেইStart menu তে ক্লিক করে সার্চের যায়গায় টাইপ করুন msconfig এবং Enter চাপুন, ছবির মত

এবার System Configuration tool থেকে Startup সিলেক্ট করে ওখান থেকে Rain meter, Smart flip, Virtuawin, Yod3m এগুলু থেকে টিকমার্ক উঠিয়ে দিন, সোজা কথা এগুলু ডিজএবল করুন। OK ক্লিক করে Windows রিস্টার্ট করুন।এগুলো মুলত উবুন্টুর বিভিন্ন সুবিধা, যার সাথে আমরা জানালা ব্যাবহারকারিরা খুব একটা অভ্যস্ত নই।

* transformation pack টি ভালো না লাগলে নরমাল প্রোগ্রামের মতই আনইন্সটল করুন

* অবশেষে কিছু কথা। এটি উবুন্টু ১১।০৪ এর একটি transformation pack মাত্র। এটি ব্যাবহার করলেই বুঝতে পারবেন উবুন্টুর ইউজার ইন্টারফেইস জানালার চেয়ে কত ভালো , এবং উবুন্টু ফ্রী । আমরা অধিকাংশই জানালা ব্যাবহার করি ক্র্যাক করে, যা একরকম চুরি করা। আমরা পৃথিবীর অন্যতম প্রধান পাইরেটেড সফট ইউজার, যা লজ্জাজনক । এটি আমরা এখনো করতে পারছি ঠিকই, তার মানেযে আমরা অনেক চালাক তা কিন্তু না। সফটওয়্যার কোম্পানিগুলুও জানে আমরা ক্রাক করে ইউজ করছি। কিন্তু আমার জানা মতে একটি চুক্তি আছে যাতে আছে ২০১৩/১৪ সালের পর আমাদের এখানে কেউ পাইরেটেড সফট ইউজ করলে উক্ত কোম্পানি মামলা করতে পারবে। তাই আমাদের এখন থেকেই ওপেনসোর্স সফট ইউজ করে অভ্যস্ত হওয়া উচিত। উবুন্টুর চেহারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একসময় উবুন্টু OS ট্রাই করবেন। চেহারা ভালো লাগলে পারফরমেন্স অবশ্যই আরও ভালো লাগবে

শেষমেষ চান্সে আমার ডেস্কটপের ছবিটা আপনাদের দেখাইয়া দেই

পূর্বে আমার সামু ব্লগে প্রকাশিত

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশে ঝুলন্ত মামলাই হবে ।

    ভাইরে আমগো বাঙ্গালীরে বাল-ছাল দিয়া বুঝ দেওন যায়, বিদেশী কোম্পানিরে এইসব ঝুলন্ত মামলার মুলা দেখাইয়া বুঝ দেওন যায় না 🙁

ভাইজান খুব ভাল হইচে। আশা করি এরকম টিউন নিয়ে আসবেন। o:)

Level 0

ভাই সবই বুঝলাম-কিন্তু ১ টাই প্রবলেম Ubuntu তে- সেটা হল- MS office use করা যায় না-open office.org use করতে হয় আর ubuntu তে VLC ছাড়া অন্য কোন software install নাকি করা যায় না!
এগুলো কি সত্যি?
জেনে থাকলে জানাবেন।

    মাইক্রোসফট অফিস ইন্সটল করা যায়। ওপেন অফিসও করা যায়। ভিএলসি এর পাশাপাশি আরো অনেক মিডিয়া প্লেয়ার ইউজ করা যায়। চাইলে উইন্ডোজ এর গুলাও করা যায়। লিনাক্স এর মাঝে ভার্চুয়ালি উইন্ডোজ ৭ চালানো যায়। লিনাক্স এ আপাতত ওয়াইম্যাক্স ইউএসবি মডেম চালানো বাদে সবই করা যাচ্ছে বলে জানি 😀 এমনকি উইন্ডোজ এর গেইম ও খেলা যায় 😛

    উবুন্টু ভিতরেও MS officeএর বেশ কিছু ভার্শন ইউজ করা যায় wine এর মাধ্যমে, ইভেন wine দিয়ে উইন্ডোজের অনেক সফটই উবুন্টুতে চালানো যায় 😉

    ubuntu তে VLC ছাড়া অন্য কোন software install নাকি করা যায় না!- এই কথাতো প্রথম শুনলাম, উবুন্টুতে বহু সফট আছে এবং সেগুলু ফ্রি।

    একবারে উবুন্টুতে শিফট হতে কিন্তু আমি রিকমেন্ড করিনা, আপনি প্রথমে উইন্ডোজের সাথে উবুন্টু চালান, আস্তে আস্তে শিখুন কিভাবে ইউজ করতে হয়, যখন আপনি নিজেই উবুন্টুর প্রেমে পরে যাবেন, তখন আপনাকে কেউ বলতে হবেনা আপনি উবুন্টু ইউজ করেন, তখন নিজের আগ্রহেই ইউজ করবেন। 🙂 আর আমি নিজেও কিন্তু পুরুপুরি উবুন্টুর ইউজার না।কারন একটাই আমার কিউবির শাটল মডেম উবুন্টুতে সাপোর্ট করেনা 🙁

    আপনার কি ধরনের মিডিয়া প্লেয়ার লাগবে শুধু সেটা বলেন… 8)

এটি আমরা এখনো করতে পারছি ঠিকই, তার মানেযে আমরা অনেক চালাক তা কিন্তু না। সফটওয়্যার কোম্পানিগুলুও জানে আমরা ক্রাক করে ইউজ করছি। কিন্তু আমার জানা মতে একটি চুক্তি আছে যাতে আছে ২০১৩/১৪ সালের পর আমাদের এখানে কেউ পাইরেটেড সফট ইউজ করলে উক্ত কোম্পানি মামলা করতে পারবে।

এটা আসলে ঠিক না। সফটওয়্যার কোম্পানি গুলা আমাদের জন্য সফটওয়্যার বানায় না। তারা বানায় যাদের ১০০ ডলার দিয়ে মাথার চুল কাটা কিংবা ৫০০ ডলার দিয়ে গাড়ির টায়ার বদলানোর ক্ষমতা আছে। তারা ক্র্যাক সহ ধরে মামলা করলে আমাদের মত উন্নয়নশীল দেশের মানুষ কম্পিউটার এতভালোমত ব্যবহার করার সুযোগ পেতনা। আর তাহলে চায়না ইনটেল, ফক্সকন ইত্যাদি কোম্পানিগুলার লাভ হতনা।

যাই হোক, উবুন্তুর ইউনটি আমার ভাললাগেনা। জিনোমই পছন্দ করি। কখনো জিনোম থিম পেলে পোস্ট কইরেন। ধন্যবাদ 🙂

apner desktop gadget gulo sei rokom…naam gulo chassi 🙂

    কেমনে কেমনে জানি নেট থেকে নামাইছিলাম, লিঙ্কু খুইজা বাইর কইরা তারপর টিউন দিমুনে ভবিষ্যতে, এক্স্যাক্ট নাম মনে নাই 🙁

উবুন্টু নিয়ে ধারাবাহি টিউটোরিয়াল দিলে টেকটিউনসের অনেক ভিজিটর আশা করি উবুন্টুমুখী হত। কথাটা বিবেচনায় রাখা দরকার বলে আমি মনে করি

    একমত।আমি নিজেও নতুন লিনাক্স ইউজার।যত ব্যবহার করছি ততই মুগ্ধ হচ্ছি।আশাকরি এক্সপার্ট লেভেলের কেউ এগিয়ে আসবেন টিউটোরিয়াল নিয়ে।

    আমিতো লিনাক্স ইউজ করার আগেই পটল তুলছি, কিউবি টা আমার এই পটল তুলার জন্য দায়ী, হাসিব ভাইয়ার সাথে ১০০% সহমত, উবুন্টু নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল হলে টেকটিউন্সেরও ভালো হত, তাহলে টেকটিউন্স শুধু পাইরেটেড/ ক্রাক সফট প্রমোট করে এই অপবাদ ঘুচত। হাসিব ভাই এবং নিশাচর নাইম ভাই দুইজনই আমার অনেক সিনিয়র ব্লগার। আমার পোস্টে এসে কষ্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😀

    নিশাচর নাইম ভাই আপনিতো একি নিকে সামুতে ব্লগিং করেন, রাইট? 😉

    হ্যা সব জায়গায় একই আইডি তে।সামুতে এখন যাই কম।নাস্তিকদের আখড়া হয়ে গেসে ওইটা।

    সহমত হাসিব ভাইয়ের সাথে।

নাইম ভাই…………… তানভীর……..ID:0961120126………
কি কন? প্যাক টা নামামু?

    নামাতে পারো তয় ৩৬ মেগাবাইট খেয়াল করসো নাকি। 😉 আমি দেখি ল্যাব থেকে নামাব পরশু।

    নাটবল্টু ভাই এইটা http://dpcdpc11.deviantart.com/art/Maverick-for-Win7-194347855 নামাইয়া দেখেন, সাইজ ছোট আছে (৫ মেগা মাত্র) , আমি আগে জানতাম না, ঘুরতে ঘুরতে পাইলাম, যদিও নিজে ইউজ করিনাই, বাট কমেন্ট পড়ে মনে হলও ভালোই, আর সাইজ যেহেতু ছোট তাই পিসি স্লো হবার ভয়ও নাই 🙂

শিরনামের মতন টিউনটাও অসাধারন হইছে,
অনেক অনেক ধন্যবাদ ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য।

এমনিই উবুন্তুতে ট্রান্সফার হচ্ছি তাই থিমটা অনেক সুন্দর হলেও আপাতত প্রয়োজন নাই।

Level 0

ভাই ভালো টিউনের জন্য ধন্যবাদ।কিন্তু ভাইয়া আপনারটা দেখতে কত সুন্দর।কিন্তু আমারটা এমন হল না কেন?আপনার বাম পাশে কত আইকন।একটু সাহাজ্য করেন।

    বাম পাশের অইসব আইকন হলও গেজেট, অগুলান আলাদা ভাবে ইন্সটল করা, শুধু শুধু এগুলু ইন্সটল করে পিসি স্লো করবেন কেন? আর এইটা ইন্সটল করার পর যেমনে যেমনে করতে কইছি করছেন? করলে আর পিসি স্লো হবেনা। অগুলু চাইলে অগুলাও দেয়া যাবে, এখন আমার কাছে ডাউনলোড লিঙ্কু সেইভ করা নাই, তাই খুজে বের করে তারপর দরকার হলে আলাদা টিউনই করে দিব, কমেন্টের জন্য ধইন্না।

একটা হেল্প করেন।। Linux based OS গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশী দরকারি বা কাজের অথবা সুন্দর।। মানে আমি খাটি লিনাক্স ইউজার হব ১০ দিনের মধ্যে।। এর আগে পার্ট টাইম mint, ubuntu ইউজ করেছি।। কিন্তু বুঝতে পারতেছি না কোনটা ইউজ করলে আমার লাভ বেশী।

    আমি উবুন্টু ১০।১০ ইন্সটল করেছিলাম, বাট আমার কিউবি মডেমের কারনে ইউজ করতে পারিনি, এখন আবার ইন্সটল দিবো, গিগাসেট মডেম যোগার করেছি 😉

    আমার জানামতে নতুনদের জন্য উবুন্টু ১০।১০ বা লিনাক্স মিন্ট চালানো বেটার

কেউ একজন যদি ভরসা দেন যে, যেকোন বিপদে হাত বাড়িয়ে দিবেন তাইলে আজই উুন্টুতে ট্রান্সফার হইতে রজি। after all নিজের কাছে নিজে চোর হয়ে আর কত দিন থাকব।
এমন দয়ালু লোক থাকলে মেইল রিয়েল মেইল আইডি আমারে দিয়েন।

Level 0

ভাইজানেরা, আমি তো সেট আপ দিলাম, কিন্তু কোনও আওয়াজ তো দেয় না, আই মিন যে ৭ সেই ৭ ই থেকে গেসে… থিম change হচ্ছে না…।।সাহাজ্জের হাত বাড়িয়ে দিন……।।

Level 0

jose laglo………..vaia thanks

ভাই এটা কি xp তে চলবে?

ভাই আমি ইন্সটল করলাম আমার লেপিতে ,রিস্টার্ট ও দিলাম কিন্ত কোন পরিবর্তন হল না। 🙁
System Configuration tool থেকে Startup সিলেক্ট করে ওখানে গেলে Rain meter, Smart flip, Virtuawin, Yod3m
এই গুলা কিছুই আসে না আমার টায়।
কি করি 🙁

    ভাই আপনার উইন্ডোজ কি 7 ? আপনি সহ আরও একজন একই সমস্যার কথা বলল, এটা আমি নিজে ইউজ করি, এবং যেই পেইজে গিয়ে ডাউনলোড করেছেন সেখানেও কমেন্ট পরলে দেখবেন এটা খুবই জনপ্রিয় একটি থিম, আপনার সমস্যাটা কোনও সমাধান পেলাম না, আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখতে পারেন। পারলে সেইফ মূডে একটু ইন্সটল করে দেখবেন।

    আর না হলে ৫ মেগার এই ছোট http://dpcdpc11.deviantart.com/art/Maverick-for-Win7-194347855 থিমটাও নামাতে পারেন, এইটাও উবুন্টুর, এবং দারুন, সাইজ যেহেতু ছোট তাই পিসিও বোধহয় স্লো হবেনা।

ভাই কাজ হল। কিন্তু এখন একটা নতুন সমস্যা স্ক্রিন এর বামপাশে যে লিস্ট টা আছে ওইটা কিভাবে আনব?প্রথমে এসেছিল ঠিক ই, আমি কি যেন টিপেছি তাই চলে গেছে। প্লিজ একটু এইটা বলুন।

    ভাইয়া ওইটা ইউনিটি বলে, আপনি ওইটা ইউজ করবেন? করাটা একটু জটিল, আসলে আপনি আমার দেখানো পদ্ধতিতে Startup সিলেক্ট করে Rain meter ডিজএবল করছেন, আপনি চালাতে চাইলে একি পদ্ধতিতে ওখানে গিয়ে ওইটা ইনাবেল করুন, সমস্যা হলে জানাবেন।

Level 0

নবেলু ভাই, সিস্টেম কম্পিলিট…….. আমার পিসি উবুন্টুর পার্লার থেকে নয়া ঢঙ নিয়া হেভভি ভাবে আছে।।কিন্তু সমস্যা টা হল, কিছু টুং টাং আওয়াজ দিচ্ছে, ফোল্ডার ওপেন, মিনিমাইয, close এই শময়ে…জাহা আমার মত হেড ফোন ব্যাবহার কারির কানের ১২ টা বাজাতে সক্ষম…ভাই এই টুং টাং আওয়াজ কিভাবে বন্ধ করুম,??????

    ভাইয়া এই টুং টাং আওয়াজ বন্ধ করার জন্য আমি যা বলে লক্ষ্মী ছেলের মত করেন

    start থেকে control panel এ যান, সেখানে Appearencs and Personalization সিলেক্ট করুন, যেই পেইজটা আপনার সামনে আসলো সেখানে দেখুন লেখা আছে Personalization ওখানে Change the sound effects এইটা সিলেক্ট করে নতুন যেইটা আসবে সেখানে Sounnds এ দেখেন Sound scheme একটা অপশন আছে, সেউটা ড্রপ ডাউন করে no sounds/আপনি যেইটা চান, সিলেক্ট করুন, ওকে দিন, কাজ শেষ এরপর আর কোনও সাউন্ড দিবে না। পড়ে মনে হচ্ছে অনেক কঠিন? কাজ কিন্তু সহজ, একেবারে বিস্তারিত বললাম তাই বড় হয়ে গেলো, সমস্যা হলে জানাবেন।

Level 0

তেনকু তেনকু শিকু ভাই ( ছবিটা সিসিম্পুরের শিকুর মত) …কাজ টা মোটেই কঠিন না, কিন্তু সমস্যা ছিল যে জানতাম ই না, জানানোর জন্য তেনকু তো আগেই দিয়া ফেলসি…………।

ভাই বামপাশে লিস্ট এ ফায়ারফক্স র নিচে THUNDERBIRD এই অপশন টার কাজ কি? এটা কিভাবে ওপেন করব? এটা ত ওপেন হচ্ছে না।
আর ভাই আপনার ডেক্সটপের ছবি টায় দেখলাম তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে, এটা কোন সফট এর কায? অথবা কায টা কিভাবে করব? একটু বিস্তারিত বলবেন কি প্লিজ ।

    THUNDERBIRD একটি মেইল ক্লায়েন্ট যা দারা আপনি আপনার মেইল একাউন্ট মেনেজ করা, মেইল পড়া এগুলু করতে পারবেন, এটা ইউজ করতে হলে আলাদা ভাবে ডাউনলোড করতে হবে, ডাউনলোড এখানে-http://www.mozillamessaging.com/en-US/thunderbird/download/ , ডাউনলোড করে ইন্সটল করুন। আপনার মেইল একাউন্ট দিলেই হবে, আর কিছু মেনুয়ালি করার দরকার হবেনা।

    তাপমাত্রা পরিমাপেরটা একটা ডেস্কটপ গেজেট যার ডাউনলোড লিঙ্ক এখন আমার কাছে নেই, খুজে বের করে ভবিষ্যতে টিউন করবো, অথবা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, সমস্যা হলে জানাবেন, আর আপনাদের দুইজনের থিমটা নিয়ে সমস্যা হচ্ছিল, দুইজনেরি সমাধান হইছে, ভালো লাগতেছে। 🙂

ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি মনে হয় প্রজন্ম ফোরাম এ আছেন। সেখানে আপনার একটা গোপন বার্তা আছে, আশা করি পরবেন, সাহায্য করার জন্য আপনাকে অঅঅঅনেক ধন্যবাদ। 🙂

Level 0

ধইন্না……………………….ভালা হইচে………..:p

Level 0

nice tune……..