আর নয় এক কালার ফোল্ডার ব্রাকগ্রাউন্ড, এবার আপনার পছন্দের পিকচার দ্বারা ফোল্ডার ব্যাকগ্রাউন্ডকে সাজিয়ে নিন।

আস্‌সালামুআলাইকুম, প্রথমে সবাই আমার সালাম গ্রহণ করবেন, আপনারা নিশ্চয় জানেন সালাম দেয়া সুন্নাত আর সালামের উত্তর দেয়া ওয়াজিব। আশা করি সালামের উত্তর দিয়েছেন। আমি জানি না এরকম টিউন আগে হয়েছে কি না, যদি হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে যে সফ্‌টওয়্যারটি সম্পর্কে বলব তা দ্বারা খুব সহজেই যে কোন ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।

প্রথমে সফ্‌টওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন, তার পর  যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সফ্‌টওয়্যারটি সে ফোল্ডারের ভিতরে রাখুন এবং সফ্‌টওয়্যারটির উপর ডাবল ক্লিক করুন।

লাল চিহ্ন দেয়া বক্স এ ক্লিক করে Next এ ক্লিক করুন।

লাল চিহ্ন দেয়া ট্যাব থেকে Browse করে (Files of tipe থেকে আপনি যে Formet এর পিকচার দিবেন সে Formet সিলেক্ট করুন) আপনার পছন্দের পিকচারটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

তার পর Finish এ ক্লিক করুন।

এবার আপনার ফোল্ডারটি রিফ্রেশ করুন, দেখুন আপনার সিলেক্ট করা পিকচারটি ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড এ চলে এসেছে।

আল্লাহ সবাইকে ভাল রাখুন।

Level 0

আমি H.M.DELOUAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই ফোল্ডার এর আইকনে ছবি দিতে সফটওয়্যার লাগে না। ফোল্ডার এ Rhigt Baton>Properites> Customize> change Icon>এ গিয়ে ফোল্ডার এ ছবি দিতে পারবেন। সময় নাই বলে বিস্তারিত লিখতে পারলাম না।

    thik bolecen MAMUN

    MD.AL MAMUN ভাই, আমি ফোল্ডারের আইকনের কথা বলছি না, আমি ফোল্ডারের ভেতরের ব্যাকগ্রাউন্ড এর কথা বলছি।

    Level New

    ভাই এটা icon change করার সফটওয়ার না । ব্যাকগ্রাউন্ড change করার ।

    মামুন ভাই ওনি টিউনটি করেছিন ফোল্ডার ব্যাকগ্রাউন্ড এর উপর আর আপনারা বলছেন ফোল্ডার আইকনের কথা।
    ফোল্ডার ব্যাকগ্রাউন্ড আর ফোল্ডার আইকন ভিন্ন জিনিস।
    ধন্যবাদ

    MD.AL MAMUN ভাই আপনি যেটা দেখাতে চেয়েছেন সেটা এখানে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/74574/

Level 0

win 7 e hoy na vi

Level 0

ভাই এটা কি বললেন , যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব সফটওয়্যারটা সেই ফোল্ডার এ রাখবো । তাহলে আমি ১০ টা ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাইলে কি ১০ জায়গায় সফটওয়্যারটা রাখবো ? এটা কি হাস্যকর হয়ে গেল না ?

    Repon ভাই, ব্যাকগ্রাউন্ড দেয়ার পর সফ্‌টওয়্যারটি ডিলিট করে দিতে পারেন। ধন্যবাদ।

    ভাই এই টার ব্যপারে অনেক বার এখানে লেখা হয়েছে তাই এখানে আমি লিখিনি তবে আমি আর এক জাগায় এ ব্যপারে লিখেছি দেখতে পারেন এক বার সেটাপ দিলেই হবে বিস্তারীত এখানে….. http://www.pchelplinebd.com/?p=5762

Level 0

win7 এ কাজ করবে কি??

তেমন ভালো লাগলো না। আমার কাছে ঝামেলার মনে হইল…
সফ্‌টওয়্যার রাখতে হবে আবার সফ্‌টওয়্যারটি ডিলিট করতে হবে।
তবু ও ধন্যবাদ আপনাকে ভাই।

ধন্যবাদ সফটি শেয়ার করার জন্য।
আপনি কিন্তু প্রশ্ন করার পরও বল্লেন্না সফটি কোন কোন উইনডোজে কাজ হবে।

    আমি Windows XP তে ব্যবহার করেছি, অন্য Windows এর কথা বলতে পারি না। যারা অন্য Windows ব্যবহার করেন তারা ট্রাই করে দেখতে পারেন, সফ্‌টওয়্যারটির সাইজ মাত্র 76 KB| ধন্যবাদ আতাউর রহমান ভাই।

Level 0

a gula common amon kisu ase ki je soft wear a desktop adresso thakbena karon ata sohojei poriborton kora jai–akta desktop format edit kora jai alada softwear lagena

Level 0

vhi , my computer open korar por je window ase tar jolsap hisabe amar pics thakbe somvob ki na bolben

Level 0

win 7 e kaj kore na…………..