
আস্সালামুআলাইকুম, প্রথমে সবাই আমার সালাম গ্রহণ করবেন, আপনারা নিশ্চয় জানেন সালাম দেয়া সুন্নাত আর সালামের উত্তর দেয়া ওয়াজিব। আশা করি সালামের উত্তর দিয়েছেন। আমি জানি না এরকম টিউন আগে হয়েছে কি না, যদি হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে যে সফ্টওয়্যারটি সম্পর্কে বলব তা দ্বারা খুব সহজেই যে কোন ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
প্রথমে সফ্টওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন, তার পর যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সফ্টওয়্যারটি সে ফোল্ডারের ভিতরে রাখুন এবং সফ্টওয়্যারটির উপর ডাবল ক্লিক করুন।
লাল চিহ্ন দেয়া বক্স এ ক্লিক করে Next এ ক্লিক করুন।
লাল চিহ্ন দেয়া ট্যাব থেকে Browse করে (Files of tipe থেকে আপনি যে Formet এর পিকচার দিবেন সে Formet সিলেক্ট করুন) আপনার পছন্দের পিকচারটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
তার পর Finish এ ক্লিক করুন।
এবার আপনার ফোল্ডারটি রিফ্রেশ করুন, দেখুন আপনার সিলেক্ট করা পিকচারটি ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড এ চলে এসেছে।
আল্লাহ সবাইকে ভাল রাখুন।
আমি H.M.DELOUAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ফোল্ডার এর আইকনে ছবি দিতে সফটওয়্যার লাগে না। ফোল্ডার এ Rhigt Baton>Properites> Customize> change Icon>এ গিয়ে ফোল্ডার এ ছবি দিতে পারবেন। সময় নাই বলে বিস্তারিত লিখতে পারলাম না।