এবার স্লো পিসিতে উপভোগ করুন অন্যরকম এক গেমিং এক্সপিরিয়েন্স যা আপনি আগে কখনো পাননি, এসে গেছে “IObit Game Booster Premiam 2.2”

গেম খেলতে আমরা প্রায় সবাই ভালোবাসি।  কিন্তু বিশেষ করে আমাদের, যাদের পিসি একটু স্লো , র‍্যামের কম স্পিডের কারনে পছন্দের গেম গুলো খেলতে না পারার কারনে অনেক দুঃখ হয়। অনেক সময় দেখা যায় গেমস গুলোতে যে পরিমান র‍্যামের কথা বলা হয় সে পরিমান র‍্যাম আপনার পিসিতে আছে, গেমসটিও চলছে বাট স্লো মোশনে। তখন মাথার চুল ছিড়তে ইচ্ছা করে। ভাই দরকার নাই এই চুল ছিড়াছিড়ির। এবার এসে গেছে একটি অসামান্য সফটওয়্যার যেটি আপনাকে দিবে এক অন্যরকম গেমিং এক্সপিরিয়েন্স যা আপনি আগে কখনো পাননি, তা আপনার স্লো পিসি ই হোক অথবা ফাস্ট!!!!
সফটওয়্যারটির নাম "IObit Game Booster Premiam 2.2" । এটি আপনার গেম খেলার সময় চালু রাখলে অপ্রয়োজনীয় সকল প্রোসেস বন্ধ রাখে এবং হিউজ পরিমান র‍্যাম উদ্ধার করে। এছাড়া এক বিশেষ উপায়ে পিসির গেমিং পারফরমেন্স অপ্টিমাইজ করে। এছাড়া আছে আরও অনেক অনেক গেমিং অপশন!! যা একটু পরে আপনাদের বিস্তারিত বলবো। আমি বাজি ধরে বলতে পারি, আপনি যদি গেমার হোন আর এটি যদি আপনি একবার ইউজ করেন তবে আর ছাড়তে চাইবেন না।
তো আর কথা নয়, সরাসরি চলে যাবো বর্ননায়, নিজ চোখেই অবলোকন করুন এর অসামান্য ফিচার গুলি।
.
১. সফটওয়্যারটির মেইন মেনু এটি।
২. কাস্টমাইজ এ ক্লিক করুন।
৩. চিত্রের মত সেটিং করুন মানে সব গুলাতে টিক দিন।
৪. Go!!!!
৫. এর পর "System Tweaks" এ যান এবং "Top Performance" সিলেক্ট করুন!!
৬. চিত্রের মত সেটিং করে জাস্ট "Optimize"!!!!!
😉

x3 হার্ডওয়্যার সমগ্র :: ইচ্ছামত লেখার খাতা   র‍্যাম [পর্ব ০৩] | Techtunes আপনার পিসি এখন সম্পুর্ন গেমিং মুডে,  মানে এক্সট্রিম গেমিং এর জন্য পুরোপুরি প্রস্তুত!! প্রোগ্রামটি মিনিমাইজ করে পছন্দের গেমটি খেলা আরম্ভ করুন, আশা করি স্লো মোশন সমস্যা সহ সকল ছোট খাটো সমস্যার সমাধান হয়ে যাবে।। 😀 😀

😉

৭. গেম খেলা শেষ হলে রিস্টোর ক্লিক করুন, পিসি চলে আসবে নরমাল মুডে।

৮. গেমিং ড্রাইভার গুলোকে নিয়মিত আপডেট রাখতে পারবেন।

৯. প্রয়োজনীয় গেমিং সফটওয়্যার গুলো আপডেট, আপগ্রেড বা ডাউনলোড করতে পারবেন, আপনার পিসিতে ইন্সটলকৃত গেম গুলোর দরকার অনুসারে এটি আপনাকে একটি লিস্ট দেখাবে।

১০. পছন্দের গেম গুলোকে স্পেশালি ডিফ্রেগ করতে পারবেন যার ফলে গেমিং হবে আরও ফাস্ট এবং আনইন্ট্রেপ্টেড!!

১১. এছাড়া আছে কিছু গেমিং টুলস যা গেম কনফিগারের কাজে লাগবে।

১২. আর আছে একটি গেম বক্স যার মধ্যে গেম গুলোর শর্টকাটস রাখতে পারবেন এবং পাবেন ওয়ান ক্লিক গেমিং লঞ্চিং সুবিধা!!

১৩. মনের মত সেটিং করে নিন প্রোগ্রাম টি।

আমার মনে হয় না এত সুবিধা আর কোন সফটওয়্যার এ পাবেন। একবার ইউজ করেই দেখুন, আশা করি উপকার পাবেন ই পাবেন।

চলুন এক নজরে দেখা যাক এই ভার্সনের সমস্ত সুবিধা গুলি।

আর কথা নয়, দেরি না করে এক্ষুনি ডাউনলোড করুন $9.99 বা প্রায় ৭০০ টাকা মুল্যের প্রিমিয়াম ভার্সনটি একেবারে বিনামুল্যে!!!!!! আছে ১০০% মানিব্যাক গ্যারান্টি, হেঃ হেঃ হেঃ 😀 🙂 😉

প্যাঁচ ফাইল সাথে দেওয়া আছে। ইন্সটলের পর সিস্টেম ট্রে থেকে প্রোগ্রামটি ক্লোজ করুন, এরপর প্যাচ করুন। ডেস্কটপের আইকন ডিলিট করে ইন্সটলেশন ফোল্ডার থেকেই প্রোগ্রামটি চালু করুন।

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজ হলে আপনাকে হাজার ধন্নবাদ। আমার জন্য খুবি উপকারি

প্রথমেই টিউনার কে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে, মেইন সাইট http://www.iobit.com এ গিয়ে গেম বুস্টার ফ্রী ভার্ষনটি ডাউনলোড করে নিন। আর http://www.mediafire.com/?o1k5g7an0nqhnnj থেকে সিরিয়াল কী ডাউনলোড করে এ্যাক্টিভ করে নিন। আপডেট করবেননা। আপডেট ব্লক করে রাখুন। মজা করে গেম খেলুন। বিঃদ্রঃ এটি ২.২ এবং ২.৩ ভার্সনে কাজ করে। ৩টি সিরিয়াল আছে ২ টি আমি চেক করে দেখেছি এবং ভ্যালিডিটি লিখে রেখেছি।

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এটা ফুল ভার্সন। প্যাচ করলে সিরিয়াল কী এর দরকার হয়না।

    ধন্যবাদ সিয়াম ভাই।

আমি তো ভাই এইতাই খুজতেসিলাম । আমার মত যারা মারাত্তক গেইম খেলেন তাদের জন্য তো এটা আশিরবাদ ।
আকাশ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এত কাজের এক্তা সফটওয়্যার উপহার দেয়ার জন্য ।

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

আমি তো ভাই এইতাই খুজতেসিলাম । আমার মত যারা মারাত্তক গেইম খেলেন তাদের জন্য তো এটা আশিরবাদ ।
আকাশ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এত কাজের এক্তা সফটওয়্যার উপহার দেয়ার জন্য ।

হুম আমি যদিও গেমস খেলি না, তবে ছোট-ভাইয়ের জন্যে কালেকশনে রাখা যেতে পারে… 😀

    হুর মিয়া, এইটাই তো গেম খেলার বয়স, পড়াশুনার এত চাপের পরও আমারই তো সপ্তাহে গেম খেলা পরে ২০-২৫ ঘন্টার উপর।

ভালো লাগলো ধন্যবাদ

    ধন্যবাদ রাসেল ভাই।

এইবার খবর আছে 😉 । গেমের কয়দিন আর আমার কয়দিন, দেখে নেব গেমকে 😀 ।

    অনেক ধন্যবাদ সাইফুল, গেমকে এখনই দেখে নেওয়ার সময় !!!

সরাসরি প্রিয়তে। আচ্ছা ভাই আমার কম্পুর কনফিগারেশন হলো:-
১ জিবি র‍্যাম,প্রসেসর ইন্টেল জি৩১,মাদারবোর্ড ডুয়েল কোর ২,৫০,গ্রাফিক্স ২৫৬ বিল্ট ইন। এটা দিয়ে কি জিটিএ-৪ খেলা যাবে আপনার সফটটি দিয়ে?

    জিটিএ-৪ গেম যদি এমনিতে চালু হয় কিন্তু স্লো মোশনে চলে, এমন হলে চরম ভাবে খেলতে পারবেন।

    ভাই।আশা ছাইড়া দেন।হবে না।কমপক্ষে একটা মোটামুটি মানের গ্রাফিক্স কার্ড লাগান।নাহলে দিন দুনিয়া সব আন্ধার লাগবে। @imran

    😀 😀

আমি এইটা আগে ইউস করসি , খুব একটা বেশি পেরফরমেন্স ইম্প্রুভ হয় না …

    ধন্যবাদ, এইটা নতুন ভার্সন। আর কই ইম্প্রুভ হয় না? তবে ১জিবি র‍্যাম তো আর ২জিবি করা যাবে না। আমার তো বেশ চলে যাচ্ছে।

    ইম্প্রুভ হচ্ছে যে তার প্রমান দেন , fraps install করে দেখান যে কত fps বেশি পাচ্ছেন

আমার ইন্সটল করা আছে। আগে ব্যবহার করতাম। পরে পারফরম্যান্স এ কোন পার্থক্য না দেখে এখন আর ব্যবহার করি না। তবে মাত্রাতিরিক্ত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি থাকলে ইম্প্রুভমেন্ট পাবেন।

পেরফরমান্স জটি ইম্প্রভ হত তাইলে মানুষ এত টাকা খরচ করে আর হার্ডওয়ার আপডেট করত না

    এটি নিয়ে আপনার সাথে তর্ক করার ইচ্ছা নাই, যার ভালো লাগবে সে ইউজ করবে। ১০$ মুল্যের সফটওয়্যার নিশ্চয়ই ফাও নয়।

আমার গুগল সাইট এ হোস্টিং করা তারা দিয়ে কি হবে বলেন দেখি? যাই হোক, এই সফটওয়্যার কাল রাতে প্রিমিয়াম লাইসেন্স সহ পেয়েছি, গিভওয়ে তে ছিল 😛

১ ঘন্টা গেম খেললে মাথা কেন জানি প্রচন্ড ব্যাথা করে আর ঘুরায়। সহ্য করতে পারি না। তাই খেলি না।

    আমি জীবনে 3D গেম হাতে নেইনি (রেসিং ছাড়া)। জানিনা একটু পরেই মাথা ঘুরে আর অসুস্থ লাগে 🙁

    সর্বনাশ গেমিং ফোবিয়া!!!!

awesomely detailed tune…thumbs up!!

    using turbo mode on tune up utility…works for me. Lets see whats ahead on it…

    Thanks

nice

    ধন্যবাদ সাইদুল ভাই।

ভাই।চরম জিনিস দিলেন।কিছু খাওাইতে মন চাইতাসে আপনারে।বলেন।কি খাইবেন? 😀 😀 😀

    খাওয়ানো লাগবে না, আপনার কাজে লেগেছে এতেই আমি খুশি।

কাজের জিনিস। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

    ধন্যবাদ মালেক ভাই।

গেমস খেলা ছাড়ছি সেই ইন্টার এর সময় ২০০৬ সালের দিকে।
টান না ই বলতে গেলে…
তাঁর পর ও আপনার টিউনটা একবার করে দেখে নিলাম

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ ইশতিয়াক।

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য | এমন কিছু একটা খোঁচতে ছিলাম |

    ধন্যবাদ মনির ভাই।

ভাই Patch ফাইলেতো কোন লেখাই নাই | কেমনে প্যাচ করমু ?

ভাই হইছে, থ্যাঙ্কস |

    😀 😀 আবারো ধন্যবাদ।

Level 0

ভাল হয়েছে।

Level 0

vhai..pc fist korar jonno ai type ar kono ki soft ase……

Level 0

ভাই ফাইল টা রিমুভ করে দিয়েছে। আবার upload করে নতুন লিঙ্ক দেন 🙁