ফেস ডিটেকশন সফটওয়্যার ডাউনলোড করুন (ফ্রী ফুল ভার্সন)

বর্তমানে অনেক ল্যাপটপ/নেটবুক এ দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপ/নেটবুক এর মূল্য ও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপ/নেটবুক এ ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য আজকে আমার জীবনের প্রথম টিউন এ নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন) যা উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।

ডাউনলোড করুন এখান থেকে

যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)
২. ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন।
৩. unzip করার পর folder টা ওপেন করে "LuxandBlinkProSetup" এ ডাবল ক্লিক করুন।
৪. এবার নিচের স্ক্রীন শট গুলা দেখেন-

খেয়াল করুনঃ সাভাবিক ভাবে কম্পিউটার এর সামনে বসেন এবং পর্যাপ্ত আলো যেন রুমে থাকে। আলোর উৎস আপনার পিছনে না হয়ে সামনে হলে খুবই ভাল হয়।

ডানে, বামে, সামনে, পিছনে আপনার মাথা নাড়ান... সবুজ বার টা পূর্ণ হওয়া পর্যন্ত।

এইবার পিসি রিস্টার্ট করুন... এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন ।

৫. unzip করা folder এর ভিতর pro settings এর জন্য user name আর serial key দেয়া আছে যা ব্যাবহার না করলেও অসুবিধা হবে না।

সবাইকে ধন্যবাদ, ভাল থাকবেন।

Level 0

আমি Tareque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ম টিউন হিসেবে অনেক সু্ন্দর হয়েছে..

Level New

এ সফটওয়ার টা অনেক দিন দরে খুঝতাচিলাম। আগে এ সফটওয়্যার টা ছিল ফাইল নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই খুব সুন্দর টিউন কিন্তু জিদ্দু থেকে ডাউনলোড করা খুব ঝামেলার পারলে মিডিয়াফায়ার বা ভাল কোন সাইডে ফাইলটি আপলোড করেন ।

Level 0

ধন্যবাদ দিতে পারলাম না। কারণ আপনার বলা উচিত ছিল Windows XP তে এটা চলবে না!! মিনিমাম Vista or Higher operating system লাগবে। 🙁 🙁 🙁

    Level 0

    দুঃখিত, খেয়াল করি নাই যে Windows XP তে চলে না! পোস্ট আপডেট করে দিয়েছি…! :-[

apna k dhonobad , nxt time zidu ta kichu diban na. Bst mediafire.

Level 0

অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙂

আমার মনে হয় রাজিব ঠিক বলেছে । mediafire-এ লিংক দিলে সব থেকে ভালো হয়।
Tareque ভাই আশা করি মনে রাখবেন । নিচে একটি লিংক দিলাম আশা করি কাজ করে কিনা জানাবেন।
আর Tareque ভাই মনের মত একটি tune করছেন। অনেক ধন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যবাদ।
http://www.mediafire.com/?d97x55zdbfopa

    Level 0

    ফাইল সাইজ ছোট করলেন কিভাবে? আমার টা তো 18 mb ছিল, আর এই লিঙ্ক এর টা তো দেখি 8 mb…!!!

      Level 0

      আমি এরপর থেকে নিজেই mediafire এ আপলোড করব ইনশাল্লাহ।

    রাগ করেন ক্যান ভাই। আমার ওয়েব ক্যাম নাই। তাই বলেছিলাম আশা করি কাজ করে কিনা জানাবেন। আমার ওয়েব ক্যাম নাই তাই আমি ডাউনলোড করিনাই । আর গুগ্লে-এ সাচ করে mediafire লিংক পাইছি। তাই দিছি।

জিদ্দু নিষিদ্ধ টেকটিউন্সে । তাড়াতাড়ি লিঙ্ক সরায়া নেন ।

আপনার প্রথম টিউন মনে হয় এবং
প্রথম টিউনই অনেক সুন্দর হইছে আর সফটাও ভাল।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
আশা করছি সামনেও আরো ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে।
**মিডিয়া ফায়ারে ডাউনলোড দিলে সবছেয়ে ভাল হয়*

Level 0

কেবল সুন্দর হয়েছে বললে আপনার টউনকে অবিচার করা হবে।কারণ চমৎকার একটা সফটওয়্যার ও চমৎকার একটা টিউন সত্যি চমৎকার ………………………..চালিয়ে যান ।আপনার আগামী টউনের অপেক্ষায় আছি ।

Level 0

অসাধারন…………………

ভাই আপনাকে মন থেকে ধন্যবাদ দিতে পারলাম না কারন ওই যে জিদ্দু !!! খুব জ্বালায়, ডাউনলোড হতেও অনেক টাইম নেয় আর মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায় ৮০-৯০% হবার পর। দয়া করে আর দেবেন না এরকম লিঙ্ক। তবে এটা বাদে সব কিছুই ভালো লেগেছে। আমাকে কয়েকদিন আগে একজন বলল যে সে নাকি কোথায় যেন ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন ল্যাপটপ দেখেছে যা শুনে আমার খারাপ লেগেছিল যদি আমারটাও এমন হত!! এখন ভাল লাগছে এর চেয়েও ভালো কিছু পাওয়াতে। পারলে মিডিয়াফায়ারের লিংক আবার দিন।

আমার কমেন্টটা গেল কোথায়???? এই সফট্‌ওয়্যারটা শুধু আপনার পাসওয়ার্ড প্রবেশ করানোর কাজ টা কমাবে। বাস্তবে আপনার কম্পিউটারের প্রটেকশন দিবে না। অন্য যে কেউ আপনার পাসওয়ার্ড জানলে সেও খুলতে পারবে। এটা নিয়ে আগেই টিউন হয়েছিল। ধন্যবাদ।

Level 0

bhai jodi log in na nai…..tahole ki alternativ option ache?

    Level 0

    চেহারা না চিনলে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

ziddu তে না দেয়াই ভাল , এমনিতে ভাল করেছেন দিয়ে thankss

vai purano tune abar notun kore korlen abar

    Level 0

    আমি তো অনেক খুঁজে ও এইরকম কিছু টেকটিউন এ পাই নাই… 🙁

    vai jan ami ai site theke jansi ai besoi and dwonload kore amar laptop a use kortes. jara purano member a site er tara bolte parbe. apana k thanks jara jane na tader k jana nor jonno.

তারেক ভাই আপনাকে অনেক ধন্যবাদ । সত্যি আপনি কাজের একটা সফট দেখালেন। টিউন করাও অনেক ভালো হয়েছে। আবারও ধন্যবাদ।

জটিল সফটওয়্যার তো ।

http://www.probarta.com

Level 0

khuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuub bhalo…………………
kintu 30 days trail dekhai je………
\

    Level 0

    user name & serial key দেয়া আছে, register করে নিন।

অসাধারন, ধন্যবাদ

Level 0

nice tunes

Level 0

Vi,
KeyLemon namay akti software achay, ja ai software thakay aro valo. Kintu amar kachay ar 2.4 version Crack file nai. Kaw janlay diban please.

Level 0

thank u vaia, ei software ta onekdin khujechi…

Level 0

vai amr kase software ta ase tobe serial key nai jodi sudhu serial deten……:D