হুম সম্ভব!!! আপনার স্লো পিসির স্পিডকে Boost Up করুন 300% পর্যন্ত, “Speed It Up Extreme v3.7” দিয়ে।

আশা করি সবাই ভালো আছেন। আজ আবারো আপনাদের কাছে হাজির হলাম আরেকটি চরম কাজের সফটওয়্যার নিয়ে। আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই। স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বিশেষ করে র‍্যামের কম স্পিডের কারনে পছন্দের গেম গুলো খেলতে না পারা। অনেক সময় দেখা যায় গেমস গুলোতে যে পরিমান র‍্যামের কথা বলা হয় সে পরিমান র‍্যাম আপনার পিসিতে আছে, গেমসটিও চলছে বাট স্লো মোশনে। তখন মাথার চুল ছিড়তে ইচ্ছা করে। ভাই দরকার নাই এই চুল ছিড়াছিড়ির। যাই হোক আমি আপনাদের দেবো একটি সফটওয়্যার যার সাহায্যে আপনারা কিছুটা হলেও এই যন্ত্রনা হতে মুক্তি পেতে পারবেন। বিভিন্য কারনে আমাদের পিসির স্পিড স্পেশালি র‍্যামের স্পিড কমে যায়। সফটওয়্যারটি সেসব কারন গুলোকে অপ্টিমাইজ করে আপনার পিসির স্পিড বৃদ্ধি করে দিবে সর্বোচ্চ ৩০০% পর্যন্ত। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন সফটওয়্যারটির কোম্পানি কি বলে...........

তবুও যদি বিশ্বাস না হয় তবে নিচে আমার পিসির প্রমান  দেখতে পারেন, আর  তারপরেও বিশ্বাস না হলে নিজে ইউজ করে দেখুন তবে বিশ্বাস করুন।

১. এই হল সফটওয়্যারটির মেইন মেনু, স্পিড আপের আগে দেখুন র‍্যামের অবস্থা।

২. স্পীড আপের পর দেখুন র‍্যামের অবস্থা আর স্পীড। অপশন মেনুর সাহায্যে কনফিগার করে নিন সফটওয়্যারটি।

৩. আরো পারবেন অপ্রয়োজনীয় ইন্টারনেট ফাইল ক্লিনআপের মাধ্যমে ইন্টারনেটের স্পীডআপ করতে।

এই হল মোটামুটি লাইটওয়েট সফটওয়্যারটির সচিত্র বর্ননা। তো একবার ইউজ করেই দেখুন না সফটওয়্যারটি। ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে। প্যাচ ফাইল সাথে দেওয়া আছে। প্রথমে প্রোগ্রামটি ক্লোজ করে প্যাচ ফাইলটি কপি করে যে ফোল্ডারে প্রোগ্রামটি ইন্সটল হয়েছে সেখানে পেস্ট করুন আর ডাবল ক্লিক করুন। সাথে সাথে  $40 অর্থাৎ ২৮০০৳  মুল্যের সফটওয়্যারটি হয়ে যাবে শুধুই আপনার।

** প্যাচ ফাইলটিকে আপনার এন্টিভাইরাস ট্রোজান হিসাবে ডিটেক্ট করতে পারে, ভয় নেই, এটি কোন ভাইরাস, ট্রোজান অথবা কোন ম্যালওয়ার নয়। **

ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice tune! Test kore dekhi?

    আপনাকেও অনেক ধন্যবাদ জুয়েল ভাই।

ভালো টিউন…ধন্যবাদ আকাশ ভাই 😀

    ধন্যবাদ ইশতিয়াক।

Level 0

আকাশ ভাই বরাবরের মতই এই টিউনটা ও ভাল হয়েছে । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    ধন্যবাদ রিপন ভাই।

Level 0

মনে হচ্ছে সত্তিই কাজের জিনিস ।ধন্যবাদ শেয়ার করার জন্য

    অবশ্যই কাজের জিনিস

Level 0

ধন্যবাদ না দিলে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে ।ধন্যবাদ

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

দারুন 😀

    ধন্যবাদ তানভীর।

চমৎকার টিউন

    অনেক ধন্যবাদ মঈনউদ্দিন ভাই।

Level 0

great vai, great tune…help.. bangla likhte problem…

    ধন্যবাদ। অভ্র ইউজ করুন, সহজেই বাংলা লিখতে পারবেন।

ভাই ভাল লাগল জট্টিল জিনিস। কিন্তু সিস্টেম এর কোন সমস্যা দেখা দিবে না তো পরে ? আপনি কতদিন ধরে ব্যবহার করছেন একটু বলবেন প্লিজ ?

    ধন্যবাদ প্রিন্স ভাই, সিস্টেমকে সমস্যার হাত থেকে বাচানোই এর কাজ, সো সমস্যার প্রশ্নই আসেনা। আমি ইউজ করছি ১৫-২০ দিন ধরে।

Level 0

THANK U

Level 0

valo jinis vai,,,,dhonno bad

    আপনাকেও অনেক ধন্যবাদ।

ভাই আমাকে বলবেন কি কিভাবে রেজিষ্ট্রি করবও।।প্যাচ ফাইল তও খুজে পাচ্চি না…[email protected]

    ডাউনলোড করার আগে এন্টিভাইরাসের প্রোটেকশন অফ রাখুন, এন্টিভাইরাস প্যাচ ফাইল খেয়ে ফেলে।

অনেক অনেক ধন্যবাদ আপোনকে। এমন ধরনের খোজতে ছিলাম, ট্রাই করে দেখি।

    দেখেন ট্রাই করে, আর ধন্যবাদ মনির ভাই।

Level 0

many thanks………..plz tell me more about hacking and how i crack any software

ভাই অ্যান্টিভাইরাস ফেলে দেওার পর তো পাতছ ফাইল পাচ্ছি না… কি করি উপায় বলেন তো…। কয়েকবার ডাউনলোড ও করেছি…

    প্রথমে এন্টিভাইরাসের প্রোটেকশন পজ করুন, তারপর ডাউনলোড করে প্যাচ করুন, আশা করি হয়ে যাবে।

মনে হচ্ছে কাজের জিনিস। অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ সুপার ম্যান।