Android Apk ডাউনলোড করার জন্য ২০২০ সালের নিরাপদ এবং সেরা ওয়েবসাইটগুলো দেখে নিন এক নজরে

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

আমরা সবাই Android এর সাথে পরিচিত কারন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এই কার্নেল। আর এর জন্য রয়েছে অসংখ্য Android Apk রয়েছে Play Store এ যা দিয়ে আমরা খুব সহজেই আমাদের অনেক জটিল কাজ করে ফেলতে পারি। তাহলে চলুন জেনে নেই Play Store ব্যতীত এমন কিছু সাইট সম্পর্কে যেখান থেকে আপনি Safe Apk গুলো ডাউনলোড করতে পারবেন।

আমরা সবাই জানি যে গুগল প্লে থেকে ডাউনলোড করলে মোটামুটি ভাবে নিরাপদ APK পাওয়া যাবে। তবে এর সাথে আমি সহমত নই প্লে স্টোরেও পাওয়া যাবে Malware কিংবা Virus যুক্ত App.

যেখানে প্লে স্টোরেও এমন Apk পাওয়া যায় তবে Alternative সাইট গুলোতে তো কথাই নেই।

তবে Alternative Site গুলোতে আপনি যে কোন ডিভাইস থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। শুধু জানতে হবে Alternative সাইট গুলো নিরাপদ কিনা। আর তাই আজকের টিউনে কিছু সাইট উল্লেখ করবো যা থেকে আপনি সহজে এবং নিশ্চিন্তে ডাউনলোড করতে পারবেন।

APK Mirror:

Apk Mirror একটি টপ রেটিং সাইট যা গুগলের সকল Policy মেনে চলে আর এই সাইট থেকে ডাউনলোড করাও সহজ আর এখানে আপনি কম বেশী সকল Apk পেয়ে যাবেন যা আপনি গুগল প্লে স্টোরে পেতেন তাই আপনি যদি যে কোন ডিভাইস থেকে ডাউনলোড করতে চান তবে দেখতে পারেন Apk Mirror  লিংক।

Apk Pure:

আপনাদের অনেকের হয়তো পছন্দের এই Apkpure. আমারো পছন্দের সাইট এটা এখানে আপনি পাবেন অসংখ্য Apk ফাইল যা আপনার ডাউনলোড এর জন্য প্রয়োজন হতে পারে। শুধু তাই নয় আপনার পছন্দের গেমস গুলো খুঁজে নিতে পারবেন এখান থেকে। এই সাইটের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে যে কোন Apk এর OLD Version এখান থেকে খুঁজে নিতে পারবেন যদি ডিভাইসে নতুন আপডেট সাপোর্ট না করে থাকে তবে।

ApkPure  অনেক জনপ্রিয় সাইট আর এর ডিজাইন টাও ইউজার ফ্রেন্ডলী তাই আপনি যদি ভিজিট করতে চান তবে ApkPure Link.

APk-DL

আপনি পেয়ে যাবেন Play Store এর কম বেশী সকল আপডেট এখানে। আর এই সাইটের মূল ফিচার হলো আপনার Play Store এর APK লিংক সার্চ বারে পেস্ট করার মাধ্যমে আপনি পাবেন তার ডাউনলোড লিংক। Apk-dl এর ডাটাবেসে অসংখ্য Apk পেয়ে যাবেন তাই আপনি যদি ভিজিট করতে চান তবে APK-DL Link.

APK4Fun

Apk4Fun আমার কাছে পছন্দের একটি সাইট এর কিছু ফিচারের জন্য। এখানেও আপনি খুঁজে পেতে পারেন আপনার দরকারী Android APk কিংবা Games. আর APK কিংবা Games এর জন্য আলাদা ক্যাটাগরি আছে। Play Store এর মত রয়েছে Editor Choices এবং Top APK/Games ক্যাটাগরি। তবে আপনি যদি ঘুরে আসতে চান তবে APK4FUN Link.

ApkBucket:

এই সাইট টি মূলত Play Store এর Grabber সাইট এখানেও মিলবে কম বেশী সকল আপডেটগুলো। আর আপনি খুঁজে নিতে পারবেন সকল ইনফরমেশন APK ফাইলের জন্য এছাড়াও এখানে সকল Manner মেনে চলে তাই আপনি এই সাইট ব্যবহার করতে পারেন নিরাপদ ডাউনলোড এর জন্য ভিজিট করতে চাইলে APKBucket.

Softpedia:

এই সাইট টি অনেক জনপ্রিয় কারন এখানে শুধু Android নয় আপনি পিসি সহ আরো অনেক প্লাটফর্মের জন্য সফটওয়্যার, গেমস ডাউনলোড করতে পারবেন। এখানেই সমাপ্তি নয় কিন্তু আপনি এখানে Android কিংবা অন্যান্য প্লাটফর্মের App, Games, Software এর সম্পর্কে দরকারী তথ্য পাবেন।

আর এটা অনেক পুরাতন একটি সাইট আর অনেক Trusted তাই আপনিও যদি ভিজিট করতে চান তবে Softpedia Link.

Aptoide:

এটা গুগল প্লের বিপরীতে যদি কিছু খুঁজে থাকেন তবে এর কথা বলতেই হবে। এর  চেক লিস্টে আপনি পেয়ে যাবেন সকল আপডেট Apk গুলো। আর সাথে আপনি খুঁজে পাবেন সকল ইনফরমেশন আপনার APK সম্পর্কে। আর জনগনের কাছে এটা অনেক জনপ্রিয় সাইট। আর এর officila Apk ব্যবহার করে দেখতে পারেন ইউজার ফ্রেন্ডলি। এর ডাটাবেসে খোঁজ মিলবে পুরাতন থেকে নতুন সকল এপ এর ইনফরমেশন তাই আপনি যদি ভিজিট করতে চান তবে Aptoide Link.

তাহলে এটা রইলো আমার লিস্টে থাকা নিরাপদ Apk ডাউনলোড করার সাইট তবে আপনি যদি মনে করেন এখানে কোন সাইট মিস হয়ে গেছে তবে টিউমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন।

এরকম হয়তো হাজারো কিংবা লক্ষ সাইট মিলবে APK ডাউনলোড করার জন্য তবে সব গুলো Safe নয় বলে তালিকাতে জায়গা পায় নাই। আর Safe বলতে বোঝাতে চেয়েছি যে এসব সাইট থেকে ডাউনলোড করলে Malware কিংবা Virus এর জ্বালা যন্ত্রনা সহ্য করতে হবে না তাই আর পাশাপাশি আপনি থাকবেন Secured.

তাহলে শেষ পর্যায় এসে পড়েছি যদি ভালো লেগে থাকে তবে লাইক, টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে গরীবের ছোট্ট সাইট থেকে ঘুরে আসতে পারেন http://www.DarkMagician.Xyz.

সৌজন্যেঃ সাইবার প্রিন্স 

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস