উইন্ডোস-৭ থেকে উপভোগ করুন ম্যাক স্নো লেপার্ড (১০.৬) এর মজা !

আজকের পোস্টটি একটা ট্রান্সফরমেশন প্যাক (STP)নিয়ে । এটা ব্যাবহার করে উইন্ডোস ৭ থেকে ম্যাকের স্নো লেপার্ড (Mac OSX 10.6) ফীল পাওয়া যাবে। আমি এর আগেও উইন্ডোসের সকল ভার্সন এর জন্য ম্যাক লুক আনার থীম নিয়ে পোস্ট করেছিলাম । এখন এটা ব্যাবহার করার পর আর ঐটা ভালো লাগে না।

এটা ইন্সটল দিলে যা করবেঃ

১) থীম ,আইকন স্নো লেপার্ডে পালটে দিবে।


২) লেখার ফন্ট আরো মসৃণ (Smooth) করবে।


৩) তাড়াতাড়ি কোন লোকেশনে বা সফটওয়্যার চালু করার জন্য একটা ডক প্যালেট থাকবে যা রকেট ডক নামে পরিচিত।


৪) Y’z শ্যাডো আনবে।এটা আপনি চাইলে আলাদা ডাউনলোড করতে পারেন (শুধু ডক প্যালেট)


৫) নোটিফিকেশন সাউন্ডে পরিবর্তন আনবে।

আর এসবকিছু দেখতে হলে আপনার পিসিতে উইন্ডোস ৭ ইন্সটল থাকতে হবে। আর ইন্সটলের সময় যে চারটা মুড আসবে সেখানে Complete দিয়ে নিবেন । আর এটা যেহেতু একটা ট্রান্সফরমেশন প্যাক মাত্র তাই একেবারে ম্যাক আশা করটা অনুচিত হবে। যেমন ম্যাকে ক্লোস বাটন উবুন্তুর মত বামে থাকে আর এটায় থাকে উইন্ডোসের মত ডানে।আর অনেকেই পিসি স্লো হওয়া নিয়ে দুশ্চিন্তা করেন। আমার পিসিতে ২ জিবি র‍্যামে সাধারণভাবে চলার সময় ২৭% কাজ করত আর এটা ইন্সটলের পর প্রায় ৩২% মেমোরী নেয় । পিসি এখনো আগের মতই চলে। কোন সমস্যা হয় না।

২ টা ব্যাপার খেয়াল রাখতে হবে:

১. ইন্সটলের সময় অবশ্যই কন্ট্রোল প্যানেল থেকে user account control কে disable করে দিতে হবে। এরপর একটা রিস্টার্ট দিন।

২. ইন্সটল দিতে শুরু করলে প্রথমেই আপনার কাছে যে উইন্ডোটা আসবে সেখানে স্নো লেওপার্ড কে ডিফল্ট ব্রাউজার হিসেবে রাখা হবে এমন একটি চেক বক্স আসবে। অবশ্যই টিক চিহ্ন টা উঠিয়ে দিতে হবে।

ডাউনলোড করতে নীচের ফ্লো-চার্ট দেখুন ।নীচের ডাউনলোড লিঙ্কে ক্লিক > ফ্রী ইউসার ডাউনলোড > ৩০ সেকেন্ড অপেক্ষা > create download link > ডাউনলোড ।

ডাউনলোড

মন্তব্যে মত জানাতে ভুলবেন না !

আর একটা কথা

পে-পাল, মানি বুকার্স ডলার বিক্রী ও অ্যালার্ট পে ডলার কিনতে চাই ।

লেনদেন চাইলে সরাসরি করা যাবে। সেক্ষেত্রে সাইন্স ল্যাব আসতে হবে । আর সরাসরি না চাইলে আগে পে করতে হবে পরে আমি পে করব।

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর tune. Thanks.

ভালই , কাজে লাগবে………..

এ নিয়ে আগেও একটা টিউন হয়েছিল। সে টিউনের আলোকে আপনি দু'টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেননিঃ

১. ইন্সটলের সময় অবশ্যই কন্ট্রোল প্যানেল থেকে user account control কে disable করে দিতে হবে। এরপর একটা রিস্টার্ট দিন।

২. ইন্সটল দিতে শুরু করলে প্রথমেই আপনার কাছে যে উইন্ডোটা আসবে সেখানে স্নো লেওপার্ড কে ডিফল্ট ব্রাউজার হিসেবে রাখা হবে এমন একটি চেক বক্স আসবে। অবশ্যই টিক চিহ্ন টা উঠিয়ে দিতে হবে।

Level 0

.dll could not be opened……………..sese asa asai msg dey…….ki korte hobe ,bolben ki?

    আপনি কি সিস্টেম কেয়ার সফট ইউস করেন?

ভাই আপনার নাম আর আমার নাম একই। টিউনে মিল {https://www.techtunes.io/download/tune-id/62455/ } হলে ঝামেলা হয়ে যাবেনা? যা হোক এই রকম টিউন আরো করুন।

Level 0

Intel PC te direct mac install kora jay… Check
wiki.osx86project.org

Level 0

file ta akhon nai…notun akta link den pls.

link ta kaj kore nah