জেনে নিন কিভাবে মুভি ডাউনলোড করবেন একদম ঝামেলা ছাড়া [দারুন ওয়েবসাইট]

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

কি খবর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।  অনেকদিন পর টিউন লিখতে বসলাম।  আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো দারুন একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইটের সাথে, যেখান থেকে আপনারা খুব সহজে Full HD কোয়ালিটিতে মোবাইলে দেখার জন্য (ছোট ফাইল সাইজ) অথবা পিসিতে দেখার জন্য (বড় ফাইল সাইজ) উভয়ই ডাউনলোড করতে পারবেন তাও আবার সুপার স্পীডে। আশা করি টিউনটি মন দিয়ে পড়বেন, তাহলে পুরো বিষয় সম্পর্কে খুব ভালো একটি ধারনা পাবেন।

প্রতি বছরই বিশ্বে বলিউড-হলিউড থেকে শুরু করে প্রত্যেকটি মুভি ইন্ডাস্ট্রিতেই অসংখ্য মুভি রিলিজ হয় এবং প্রায় সব মানুষই বলিউড এবং হলিউডের সিনেমা পছন্দ করেন। আমাদের দেশের মুভি ইন্ডাস্ট্রিরও একসময় সোনালী যুগ ছিলো কিন্তু এখন সেই মুভি ইন্ডাস্ট্রি বলতে গেলে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই দূরবস্থার কারন দুর্বল স্ক্রিপ্ট ও ভালো গল্পের অভাব আর হলের পরিবেশের কথা না হয় বাদই দিলাম। সারা দেশে হয়তো হাতে গোনা ২-১ টা মাল্টিপ্লেক্স পাওয়া যাবে যেখানে ফ্যামিলি বা বন্ধু-বান্ধব নিয়ে ছবি উপভোগ করার মতো পরিবেশ আছে। বাকি হল গুলোর তো খুবই করুন অবস্থা। এমন অবস্থায় আমরা প্রায় সবাই ঘরে বসে বলিউড বা হলিউড এর মুভিগুলো অনলাইন থেকে ডাউনলোড করে নিজের মোবাইল বা পিসিতে দেখতে বেশি স্বাছন্দ্যবোধ করে থাকি। তবে এক্ষেত্রে ইন্টারনেটে যেসকল ওয়েবসাইট লিগ্যালভাবে মুভি স্ট্রিমিং সার্ভিস দিয়ে থাকে তার সবগুলোই পেইড সাবস্ক্রিপশনের উপর ভিত্তিতে সার্ভিস প্রোভাইড করে। কিন্তু আসল সমস্যা হচ্ছে ঐসকল ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে হওয়ায় আমাদের দেশের জনসাধারনের জন্য ঐ সাবস্ক্রিপশন কিনে মুভি দেখা অনেকটাই দুসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের মতো মুভি প্রেমী জনসাধারনদের বিভিন্ন ধরনের ফ্রি মুভি ডাউনলোডিং ওয়েবসাইটের উপর ভরসা করে মুভি দেখতে হয়। কিন্তু এই ফ্রিতে ডাউনলোড করতে গিয়েও আবার হরেক রকম বিড়ম্বনার শিকার হতে হয়। যেমন ধরুন গুগলে গিয়ে মুভির নাম সার্চ করে ফ্রি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলেই দেখবেন হয় মুভির ডাউনলোড লিংক এ সমস্যা, না হয় Download Now বাটনে ক্লিক করার পর শর্ট-লিংক আর পপঅ্যাডস এর এমন এক মায়াজালে আপনাকে ফেলবে যেখান থেকে বেরিয়ে এসে আপনার কাঙ্ক্ষিত মুভির ডাউনলোড লিঙ্ক খুঁজে পেতে বেশ খানিকটা বেগ পেতে হবে। ভাগ্যক্রমে যদি ডাউনলোড লিংক পেয়েও যান তারপর আবার দেখবেন বেশিভাগ ক্ষেত্রেই ডাউনলোড স্পীড এতই স্লো যে এক মুভি ডাউনলোড হতে প্রায় একদিন সময় লেগে যায়। এই সকল সমস্যার সমাধান করতে আজকে আমি আপনাদের জন্য এই টিউনটি নিয়ে হাজির হলাম।

 

এখন আশাকরিয়ে দিবো যাতে করে উপরে উল্লিখিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

এই ওয়েবসাইটটির নাম হচ্ছে :  ActionBD.Net

আমার জানামতে ওয়েবসাইটের যে সুবিধাগুলো আছে তা নিচে দেয়া হলোঃ

১) এই ওয়েবসাইটের সকল মুভির ডাউনলোড লিংক কার্যকর।

২) মোবাইল (কম মেগাবাইট) এবং পিসির (বেশি মেগাবাইট) ফাইলের আলাদা আলাদা ডাউনলোড লিংক।

৩) ডাউনলোড না করে ইউটিউবের মতো সরাসরি অনলাইনে দেখার সুবিধাও রয়েছে।

৪) শর্ট-লিংক সার্ভিস ব্যবহার করলেও মাত্রাতিরিক্ত অ্যাড বা পপঅ্যাডস এর ঝামেলা নেই।

৫) নিজস্ব ডেডিকেটেড সার্ভার ব্যবহার করায় সার্ভার ডাউন না হবার সম্ভাবনা ৯৯%।

৬) বিশ্বের প্রায় ১০+ কান্ট্রিতে তাদের সার্ভার থাকায় সার্ভার স্লো হওয়ারও কোনো সম্ভবনা নেই।

৭) সার্ভারে 10 Gbps Bandwidth ব্যাকআপ থাকায় প্রত্যেকে নিজ নিজ অপারেটরের স্পীড অনুযায়ী সর্বোচ্চ স্পীড পাবেন।

৮) BDIX Connected ব্যবহারকারীদের জন্য থাকছে আলাদা BDIX Sever (সর্বোচ্চ 100 Mpbs পর্যন্ত)।

৯) আপনার কাঙ্ক্ষিত কোনো মুভি সাইটে না থাকলে তাদের অনলাইন সাপোর্ট সেকশনে রিকুয়েস্ট সাবমিট করতে পারবেন।

১০) যেকোনো বিষয় জানতে বা কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের লাইভ সাপোর্টে যোগাযোগ করলে সমাধান পেয়ে যাবেন।

এই হলো এই ওয়েবসাইটের সুবিধা। একটি বিষয় বলে রাখা ভালো যে আমি এই ওয়েবসাইটের কোনো কার্যক্রমের সাথে জড়িত না তবে বলতে গেলে ওয়েবসাইটের একজন নিয়মিত ভিজিটর। কারন আমি মুভি দেখতে খুবই পছন্দ করি। এক কথায় মুভি প্রেমী একজন মানুষ। টেকটিউনস এ মুভি ডাউনলোডিং সাইট নিয়ে ইতিমধ্যেই অনেক সাজেশন ভিত্তিক টিউন করা হয়েছে কিন্তু কোনোটাই এতটা নির্ভরযোগ্য মনে হয়নি তাই আজকে আপনাদের জন্য এই টিউনটি করে ফেললাম। আশা করি টিউনটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে টিউনটি শেয়ার করুন পাশাপাশি নিজ নিজ মতামত টিউমেন্ট সেকশনে জানাতে দ্বিধাবোধ করবেন না।

সর্বশেষ একটি কথা বলতে চাই সেটি হচ্ছে দয়া করে বাংলাদেশে যখন কোনো ভালো মানের কোনো মুভি যেমনঃ ঢাকা অ্যাটাক, আয়নাবাজি, পোড়ামন-২, দহন ইত্যাদি এই ধরনের মুভিগুলো রিলিজ হয় তখন অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে না দেখে হলে গিয়ে দেখে আসার অনুরোধ রইলো সকলের প্রতি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। দেখা হবে আবার অন্য কোনো এক টিউনে. 🙂

Level 0

আমি মাহমুদ গাজনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

It does not matter how slowly you go as long as you do not stop. -- Mahmud Ghazni


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস