আসসালামু আলাইকুম,
এটি আমার প্রথম টিউন। টিউনে কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তাহলে চলুন পরম করুনাময় আল্লাহর নামে শুরু করি।
মাতৃভাষা বাংলা হওয়ার কারণেই হোক কিংবা অজ্ঞতার কারণেই হোক, ইংরেজিতে আমাদের দক্ষতা অনেকেরই কম। যারা ভাল ভাবে জানেন এই ভাষা তাদেরও প্রায়ই ভুল হয় কিছু লিখতে। এই ভুল এমনকি আপনার অজান্তেও হয়।
আমাদের সবারই কমবেশি কিছু না কিছু লিখতে হয় ইংরেজিতে মাঝে মাঝেই। এটা হতে পারে ইমেইল কিংবা আপনার ফেসবুক এর কোন স্ট্যাটাস। অনলাইনে যারা লিখালিখি করেন তারা ভালোভাবেই জানেন, আপনার লিখার ভুল আপনাকে কতটা বিপদে ফেলতে পারে। এছাড়া কিছু কিছু সেনসিটিভ লিখার কাজ তো আছেই। যেমনঃ আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার জব অ্যাপ্লিকেশানটিতে ভুল থাকুক।
আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়্যার যা আপনার সকল লিখার ভুল গুলো ধরিয়ে দিবে মুহূর্তেই। এর নাম Grammarly যারা লিখালিখির কাজের সাথে জড়িত তারা চিনে থাকবেন এটি।
আমাদের দৈনন্দিন অনেক কাজে ইংরেজী ব্যবহার করতে হয়। কিন্তু সমস্যা টা হলো আমরা বেশির ভাগ বাঙ্গালি ইংরেজী ভালো পারি না। এবং যারা কিছু কিছু পারে তাদের ভুলের সীমা নেই। বানানে ভুল, Grammar এ ভুল আরো ইত্যাদি। আমরা বেশির ভাগ মানুষ Facebook ব্যবহার করি। ফেসবুকে Status লিখার ক্ষেত্রে বানান এবং Grammar ভুল এর ফলে সহ্য করতে হয় বুন্ধুদের অপমান এবং বিভিন্ন কথা। ফ্রিলান্সারদের প্রতিদিন ক্লাইন্টদের সাথে কথা বলা এবং কাজের জন্য বিড করার প্রয়োজন হয়। কভার লেটারে ভুল হলে সেই কাজ পাওয়াটা কষ্টকর হয়ে যায়। আমারা আমাদের ইংরেজী ভুল সংশোধনের জন্য Grammarly ব্যবাহর করতে পারি।
Grammarly free এবং Premium ভার্সন দুটোই আছে। আমরা খুব সহজেই Grammarly এর ফ্রি ভার্সনটা ডাউনলোড করতে পারি। ফ্রি এর মধ্যেও দুইটি সফটওয়্যার আছে। একটি ওয়েব ব্রাউজারে ব্যবহারের জন্য এবং অন্যটি MS Office এ ব্যবহার করার জন্য। তাই ডাউনলোড করে নিয়ে এর দুর্বলতা দূর করুন।
প্রথমে এই লিংক থেকে Cookie ফাইল কপি বা ডাউনলোড করে নিন।
Google Chrome ব্রাউজার ওপেন করে গুগল ওয়েব স্টোর থেকে EditThisCookie Extension অ্যাড করে নিন।
এরপর Grammarly ওয়েভ পেইজ এ যান, যদি লগ ইন করা থাকে তাহলে লগ-আউট করে দিন।
পুনরায় লগইন এ ক্লিক করুন।
মেনু বার থেকে EditThisCookie অ্যাড করা Extension ক্লিক করুন।
এরপর ডিলিট এ ক্লিক করুন।
এই রকম দেখাবে।
এখন Import এ ক্লিক করুন।
ডাউনলোড করা বা কপি করা ফাইলটি past করে দিন।
এই রকম দেখাবে
এখন ওয়েব পেজ রিফ্রেশ করুন।
এখন ম্যাজিক দেখুন আর premium ভার্সন এর মজা নিন।
আপনাদের বুঝতে সমস্যা হলে ভিডিও টি দেখে বুঝে নিতে পারেন
সবাই ভাল থাকবেন।
আমি শোয়েব রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
প্রিয় শোয়েব রাব্বি,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।