হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই। আজ অনেক দিন পর হাজির হলাম। আশা করি সবাই ভাল আছেন।
অমীশ ত্রিপাঠি এর রামচন্দ্র ধারাবাহিক এর দ্বিতীয় বই সীতা মিথিলার যোদ্ধা। সীতা কে মনে করা হয় ভারতীয় ইতিহাসের আদর্শ নারী হিসেবে। তিনি ছিলেন রামের স্ত্রী। তিনি এক দিকে ছিলেন আদর্শ নারী এবং অন্যদিকে ছিলেন একজন বীর যোদ্ধাও। সীতার বনবাসের বীর গাথা নিয়ে অমীশ ত্রিপাঠির বই এটি। এটি একটি ধারাবাহিক কাহিনী। এর প্রথম বই ছিল রাম কে নিয়ে। ইতিমধ্যে আমরা আপনাদের কে প্রথম বইটি দিতে পেরেছি। আজ তাই দ্বিতীয় বইটি নিয়ে হাজির হলাম। লেখকের এই সিরিজের তৃতীয় বই রাবণকে নিয়ে। বইটির অনুুুবাদ এখনও, অনুবাদ হলেই আমরা আপনাদের কাছ পৌছে দেব। এই সিরিজের বই গুলো অনুবাদ করেছেন ঈস্পীতা মজুমদার। বইটির মোট পাতার সংখ্যা ৩৮০ টি। ২০১৭ সালে বইটি প্রকাশিত হয়।
বইটি নিচের ডাউনলোড লিংক থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। যাদের দরকার তারা এখনই বইটির পিডএফ নিয়ে নিন।
আশা করি বইটি আপনি খুজতেছিলেন এবং পেয়েও গেলেন।
আমি দ্বীপ শিখা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।