জনপ্রিয় ৫টি অ্যাপ্লিকেশন স্যুইট বেছে নিন আপনারটি

ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে আমরা অনেক অ্যাডভান্স পর্যায়ে চলে এসছি। এমন এক সময় ছিল যখন ডাটা বহন করতে হিমশিম খেতে হত। ফ্ল্যাশ ড্রাইভ আবির্ভাবের পূর্বে ফ্লপি ডিস্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত ডাটা বহনের ক্ষেত্রে। আমরা সেই সব সময় অনেক পেছনে ফেলে এসছি। এখন হচ্ছে আধুনিক ফ্ল্যাশ ড্রাইভের যুগ। প্রয়োজনীয় সব ডাটা আমরা পেনড্রাইভে সংরক্ষণ করে রাখি। আমার মত অনেকেরই একটা সমস্যা প্রচুর পোহায়। এক্সপির যদি বারোটা বেজে যায় তাহলে নতুন করে এক্সপি সেটাপ দিয়ে দরকারী সব সফটওয়্যারগুলো রি-ইন্সটল করতে হয়। আচ্ছা যদি এমন হত আমি আমার সব সফটওয়্যারগুলো নিজের হাতে মুঠোয় একটা অ্যাপ্লিকেশন স্যুটের মধ্যে পেতাম তাহলে কতই না ভালো হত!

আপনারা হয়তবা আঁচ করতে পেরেছেন আমি কিসের কথা বলতে চাইছি। অ্যাপ্লিকেশন স্যুইট আসলে কি অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে। অ্যাপ্লিকেশন স্যুইট হল এমন এক সফটওয়্যার যার মধ্যে জনপ্রিয় ও প্রয়োজনীয় সব সফট প্যাক করা অবস্থায় পাবেন অর্থাৎ সফটওয়্যারটি ইন্সটলের পর প্রয়োজনীয় সব সফটওয়্যার আপনি হাতের নাগালে পাবেন। এই একটি অ্যাপ্লিকেশন স্যুইট পেনড্রাইভে সংরক্ষণ করে রাখলে সারা কম্পিউটার সফটওয়্যার ইন্সটলের চো চো করে বেরাতে হবে না। এটি আপনার কম্পিউটার ব্যবহারকে আরো সহজ করবে। আপনি চাইলে এটি পেনড্রাইভে বা হার্ডডিস্কে ইন্সটল করে রাখতে পারেন। আজ আমি আপনাদের জন্য জনপ্রিয় কয়েকটি অ্যাপ্লিকেশন স্যুইটের বিবরণ তুলে ধরব।

. PortableApps Suite

পোর্টেবল অ্যাপস স্যুইট অ্যাপ্লিকেশন স্যুইট গুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়। আপনার প্রয়োজনীয় সকল রকম সফটওয়্যারের পূর্ণ সমগ্র রয়েছে এই স্যুইটিতে। আর সবচেয়ে বড় সুবিধা হল সমস্ত সফটওয়্যারগুলো পোর্টেবল সংস্করণে রাখা আছে। ওয়েব ব্রাউজার,অফিস স্যুইট,চ্যাটিং সফট,ই-মেইল ক্লায়েন্ট প্রভৃতি। আপনি চাইলে একটি করে সফটওয়্যার পোর্টেবল অ্যাপ্লস.কম থেকে নামিয়ে নিতে পারেন। স্যুইট ব্যবহারে কোন সমস্যার সম্মুখীন হলে এদের সচল ফোরাম বা সাপোর্ট সেন্টারে জানাতে পারেন। তাছাড়া মূল সাইটে স্যুইট ইন্সটলের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেওয়া আছে।

২. WinPenPack

উইন পেন প্যাকের মূলত পাঁচটি ভিন্ন প্যাকেজ রয়েছে। অধিকাংশ সফটওয়্যারগুলো ফ্রিওয়্যারের পোর্টেবল ভার্সন। পাঁচটি প্যাক ২ জিবি,এসেন্সিয়াল,স্কুল,ওয়েব,গেম ছাড়াও একটি পার্সোনাল প্যাক রয়েছে। এই পার্সোনাল প্যাক দিয়ে আপনি চাইলে নিজেই নিজের প্রয়োজনীয় সফটওয়্যার গুলো দিয়ে অ্যাপ্লিকেশন স্যুইট তৈরী করতে পারবেন।

স্যুইট সুন্দর ইন্টারফেস ও ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই সফটওয়্যার গুলোর একসেস নিতে পারবেন। নিজস্ব অ্যাপ্লিকেশন স্যুইট কিভাবে তৈরী করা যায় সেটা নিয়ে পরবর্তীতে পোস্ট লেখার চেষ্টা করব।

৩. LiberKey

লাইবারকি এর ইন্টারফেস যতটা না সিম্পল ঠিক ততটাই কার্যকর বটে। ফাংশনাল মেন্যু ও বিভাগভিত্তিক সফটওয়্যারের ভরপুর। বর্তমানে অ্যাপ্লিকেশনটির তিনটি স্যুইট আছে-বেসিক,স্ট্যান্ডার্ড ও আল্টিমেট। অ্যাপ্লিকেশনটিতে ২৫০টিরও বেশী সফটওয়্যারের এক মহাসংকলন রয়েছে। সফটওয়্যারটি বৈশিষ্টের দিক থেকে অনন্য। নিজের ইউজার লেভেল অনুযায়ী সঠিক স্যুইটি ইন্সটল করে নিন।

৪. Lupo PenSuite

লুপো পেন স্যুইটে ২০০ টিরও বেশী প্রোগ্রাম ও পোর্টেবল অপ্টিমাইজড গেম রয়েছে। স্যুইটটির ইন্টারফেস অনেকটা পোর্টেবল অ্যাপস স্যুইটের মত। তবে স্যুইটের রয়েছে নিজস্ব সব সুবিধা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তিনটি অ্যাপ্লিকেশন স্যুইট, একাধিক ল্যাংগুয়েজ প্যাক,সহজ টিউটোরিয়াল ও আর্কষনীয় সব স্কিনের সমন্বয়ে স্যুইটটি তৈরী করা হয়েছে। ।

৫. SSuite Office

এসএসস্যুইট অফিস অন্যান্য অফিসগুলোর স্যুইটগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট। অফিস এডিটিং এর বেসিক সবরকম সফটওয়্যারই এতে আছে। আরো আছে স্পেডশীট এডিটর,ওয়ার্ড পেড,ফটো এডিটিং সফট।

অ্যাপ্লিকেশন স্যুইট ব্যবহারের সুবিধা

  • অন্তর্ভুক্ত সমস্ত সফটওয়্যারগুলো ফী।
  • সফটওয়্যারগুলো ভাইরামুক্ত।
  • সফটওয়্যারগুলো আপডেটেড।
  • পেনড্রাইভে বহনযোগ্য।
  • প্রতিটি সফটওয়্যার ইউজার ফেন্ডলী এবং অধিকাংশই আপনি ব্যবহার করেছেন

রিকোমান্ডেড স্যুইট

আমি প্রতিটিই ব্যবহার করে দেখেছি। মোটামুটি সবগুলোই আমার ভালো লেগেছে। আমাকে রিকোমান্ড করতে বলা হলে আমি অবশ্যই লাইবারকি ও পোর্টেবল অ্যাপস স্যুইটকে রিকোমান্ড করব। কারণ শক্তি দিক থেকে বিবেচনা করলে এই দুইটি স্যুইট খুবই সমৃদ্বশালী।

নিজস্ব অ্যাপ্লিকেশন স্যুইট তৈরী করতে চাইলে উইন পেন প্যাক ব্যবহার করতে পারেন। প্রতিটি স্যুইটের অফিসিয়াল সাইটে গেলে আপনি পূর্ণ সফটওয়্যারের লিস্ট পাবেন। সেখানে রয়েছে জানা অজানা শত শত সফটওয়্যার। ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশেন স্যুইট ব্যবহারে আমি তেমন কোন অসুবিধার সম্মুখীন হয়নি। আপনারা যদি কোন অসুবিধা চিহ্নিত করতে পারেন অবশ্যই মন্তব্য আকারে জানাবেন।

Level 0

আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল। ধন্যবাদ।

প্রিয়েত নিলাম ভাই।

এগুলো কি ফ্রী?

হুম………….দারুন জিনিষ

    পন্ডিত ভাই আপনাকে ধন্যবাদ।
    [অফটপিকঃ নিজের নতুন সাইট প্রযুক্তি বার্তা ProBarta.com পুরোদমে চালু করেছি। আমার প্রত্যাশা সাইটটি সবার কাছে ভালো লাগবে। সাইট সম্পর্কিত মূল্যবান ধারণা। সাইটটি কেমন লাগল বা কি ভালো না বা কি যোগ করার দরকার জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব নয়।]

    @খালিদ
    উপড়ে ড্রপডাউন মেনু দিলে ভালো হয় ……….

      ধন্যবাদ ভাইয়া। উপরে ড্রপডাউন দেওয়ার চিন্তা-ভাবনা অনেক দিন ধরেই আছে। কিন্তু ব্লগটি নতুন সব বিভাগে এখন পোস্ট আসেনি। আস্তে আস্তে সব বিভাগেই পোস্ট আসবে। এখন ড্রপডাইউন দিলে সবার তেমন উপকারে আসবেনা।

ধন্যবাদ শেয়ার করার জন্য……

    আপনাকেও ধন্যবাদ। সাথে থাকুন।

আমার মতে suite হিসেবে liber key is the best . এইটা যা যা দরকার সব সুবিধা আছে । এইটা মনে হয় না portable use করতেছি। ফাইল এসোসিয়েশন option টা চমতকার

    আমিও ব্যক্তিগতভাবে বর্তমানে লাইবারকী ব্যবহার করছি। দারুণ লাগে সফটওয়্যারটি আমার কাছে। মন্তব্যের জন্য ধন্যবাদ…

    ভাই,এ গুলো কিভাবে ব্যাবহার করব জানিনা, আপনি কি একটু সাহায্য করবেন?

    ভাই, এটা কিভাবে ব্যাবহার করব আমি জানিনা,আপনি কি আমাকে সাহায্য একটু করবেন?

Many many thanks for share………!

সত্যি বলতে কি, এর আগে কখনো এগুলো ব্যবহার করি নাই। এবার ব্যবহার করে দেখি কেমন লাগে। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার তো সব প্রফেশনাল সফট ব্যবহারের অভ্যাস, যেমন Adobe CS 5, Omnipage OCR, Office 2007, Adobe Audition, Corel pro X2, এসবের কোনো স্যুট কি পাওয়া যায়?

Level 0

ভাইয়া টিউনটা খুব সুন্দর হয়েছে।
আচ্ছা যে কোন software কে protable software এ
রুপান্তর করা যাবে এ রকম কোন
converter software জানা আছে কি?
যদি জানেন তবে একটু জানাবেন কি?
খুব দরকার please.

আমার কাছেও Liber Key টাই বেস্ট মনে হচ্ছে। কিন্তু আমাকে কি কেউ বলতে পারেন, কি করে আমি আমার আরো অন্য দুই একটা এপ্লিকেশানকেও পোর্টেবল করবো এবং খুবই অল্প সাইজের ভিতরে, তাহলে অফিস ২০০৭, ফটোশপ ইত্যাদিকেও করে নিতাম ???