হাই, বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে লিখতে বসলাম আজকে। একে একটা কোর্সের প্রেজেন্টেশান রেডি করতে হবে তার উপর দুই দুইটা কুইজ। পড়াশোনার ফাকে তাই একটু লিখতে বসলাম মুডটা পরিবর্তনের জন্য। খারাপের খারাপ হলে যা হই গ্রুপের স্লাইড বানানোর দায়িত্ব পড়েছে আমার উপর। যথারীতি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম। একটা স্লাইড থিম পছন্দ হইতেছিল না। তো এক বড় ভাইয়ের পরামর্শে Prezi নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। এক কথায় জোস!!!!!!!!!!!!!!
আপনি যদি ইউনিক একটা প্রেজেন্টেশান বানায়ে সবাইকে অবাক করতে চান তবে আপনার জন্য হল Prezi। থিম, স্লাইড রটেশন এক কথায় দারুণ। নিচের ইউটিউব লিংক থেকে একটি Prezi র প্রেজেন্টেশান এর উদাহরণ দেখে আসুন।
<a [টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন] Classic Tutorial: My first prezi
এখানে আপনাকে Prezi র সরাসরি ওয়েবসাইট থেকে প্রেজেন্টেশান কিভাবে বানাবেন দেখানো হয়েছে। ওয়েবসাইট এ লগিন করা সম্পূর্ণ ফ্রী তবে আপনি যদি অনেক থিম চান তবে প্রিমিয়াম মেম্বার হতে হবে। প্রেজেন্টেশান বানানোর পর এটি আপনি অফলাইনে ব্যবহার করার জন্য সেভ করতে পারেন অথবা অনলাইনেও ব্যবহার করতে পারবেন। সরাসরি ওয়েবসাইট থেকে Prezi ব্যবহার করতে চাইলে এই লিংকে যান।
তবে আজকে আমি আপনাদের জন্য Crack ফাইল সহ Prezi ডাউনলোড এর লিংক নিয়ে এসেছি। এটি থেকে আপনি সরাসরি ওয়েবসাইট না গিয়ে কাজ করতে পারবেন। আমি ব্যবহার করছি তবে আপনারা কেন করবেন না, আশা করি কোন সমস্যা ছাড়ায় কাজ করবে। তো দেরি না করে, Prezi ব্যবহার করে আপনিও হতে পারবেন প্রেজেন্টেশানের বস।
ডাউনলোড লিংক ঃ Prezi Version 5.1.1 + Crack
আমি মাহমুদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।