ডাউনলোড করে নিন WhatsApp এর লেটেস্ট ভার্সন কম্পিউটারের জন্য (৩২-বিট এবং ৬৪-বিট)

সুপ্রিয় টেকটিউনস বন্ধুগন, আশা করি সবাই ভাল আছেন। আমরা সবাই আমাদের অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে WhatsApp ব্যবহার করে থাকি এবং আমরা সবাই জানি WhatsApp এর ডেস্কটপ ভার্সন রয়েছে এবং আমরা অনেকেই তা ব্যবহার করি। আজকে আমি আপনাদের কাছে WhatsApp এর নতুন ভার্সন নিয়ে এসেছি।

ফিচার সমূহঃ

সহজ, নির্ভরযোগ্য বার্তা আদানপ্রদান

আপনার বন্ধু ও পরিবারের কাছে বিনামূল্যে* বার্তা পাঠান। WhatsApp আপনার ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বার্তা পাঠায় যাতে আপনি SMS ফি এড়াতে পারেন।

গ্রুপ এর সাথে যোগাযোগ রাখুনঃ

যে মানুষগুলো আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ তাদের সাথে যোগাযোগ রাখুন, যেমন আপনার পরিবার অথবা সহকর্মী। গ্রুপ চ্যাটের মাধ্যমে আপনি একবারে ২৫৬ জনের সাথে বার্তা, ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন। গ্রুপ এর নাম দিতে, পরিবর্তন করতে অথবা নিজের মত বিজ্ঞপ্তিগুলোকে কাস্টমাইজ করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন।

কথোপকথন চালিয়ে যানঃ
WhatsApp Web এবং ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে, আপনি আপনার সকল চ্যাট কম্পিউটারে ্সংরক্ষন করতে পারবেন যার ফলে আপনি আপনার সুবিধামত ডিভাইস ব্যবহার করে চ্যাট করা চালিয়ে যেতে পারবেন।

অবাধে কথা বলুনঃ

ভয়েস কলের মাধ্যমে আপনি আপনার বন্ধু ও পরিবারের সাথে বিনামূল্যে*কথা বলুন, যদি তারা অন্য দেশে থাকে তাও। এবং বিনামূল্যের* ভিডিও কলের মাধ্যমে আপনি তাদের সাথে মুখোমুখি কথা বলতে পারবেন যখন শুধুমাত্র কথা বলা বা বার্তা পাঠানোই যথেষ্ট নয়। WhatsApp আপনার ফোনের ভয়েস মিনিটের বদলে ফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে, যেন আপনাকে ব্যয়বহুল কল চার্জের চিন্তা করতে না হয়।

ডিফল্ট নিরাপত্তা ব্যবস্থাঃ

আপনার অত্যন্ত ব্যক্তিগত কিছু মুহুর্ত WhatsApp এ শেয়ার করা হয়, আর তাই WhatsApp এর সর্বশেষ সংস্করণে দুই দিক থেকে এনক্রিপশান পদ্ধতি তৈরী করেছি। যখন দুই দিক থেকে এনক্রিপ্টেড থাকবে, আপনার বার্তা এবং কলগুলো নিরাপদ থাকবে যার ফলে আপনি এবং আপনি যার সাথে যোগাযোগ করছেন সেই শুধু সেগুলো পড়তে অথবা শুনতে পারবে, মধ্যবর্তী কেউ নয়, WhatsApp ও না।

ডকুমেন্ট শেয়ার আরোও সহজ হয়েছেঃ

PDF, ডকুমেন্ট, স্প্রেডশিট, স্লাইড শো এবং আরোও অনেক কিছু পাঠান, ইমেইল অথবা কোন ফাইল শেয়ারিং অ্যাপ ছাড়াই। আপনি ১০০ এমবি পর্যন্ত ডকুমেন্ট পাঠাতে পারবেন, তারমানে আপনি সহজেই যার কাছ থেকে যেটা প্রয়োজন সেটা পেতে পারেন।

 

Download WhatsApp for Windows Pc 34-bit/64-bit

WhatsApp for Windows 0.2.5863 (32-bit)

WhatsApp for Windows 0.2.5863 (64-bit)

 

কম্পিউটারের সকল ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে pcsoftjar.com

Level 2

আমি হৃদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস