উইন্ডোজ ১০ এর আপডেটের জন্য বিরক্ত ? সমাধান এক ক্লিকেই

সালাম সকল টেকটিউনস এর সম্মানিত ভাই ও বোনদের,

আমি টেকটিউনস এ বিগত ৫ বছর এর ও বেশি সময় ধরে গ্রাহক, অনেক কিছু শিখেছি এখান থেকেই। তাই আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ দিতে চাই।

আজকে আমার এই টিউন টি তে আমি আমার নিজের তৈরি একটি সফটওয়্যার শেয়ার করতে চাই। আমার বন্ধুদের ভিতর অনেকেই উইন্ডোজ ১০ এর আপডেটের কোন অফিসিয়ালি টার্ন অফ অথবা বিরতির অপশন রাখেনি বলে চিন্তা করলাম তাদের জন্য এই ধরনের কিছু বানিয়ে ফেলি। এবং ঘাটা ঘাটি করে সফল হলাম। এই ধরনের প্রবলেমে জারাই আছেন তাদের মধ্য মুলত পাইরেটেড উইন্ডোজ ১০ ইউজার এবং দুর্বল সংযোগ ধারি ব্যবহার কারি বার বার একই আপডেট ইন্সটল ফেইল এর কারনে বেশি সমস্যায় পড়ে থাকেন। এছাড়াও যখন আপডেট ফাইলস ডাউনলোড হতে থাকে তখন বান্ডউইথ টানতে থাকে ফলে ফাইলটা পুরপুরি ডাউনলোড না হওয়া পর্যন্ত ইন্টারনেট অনেক স্লো মনে হয়। এখন একটি মাত্র ক্লিক করেই আপনি কনট্রোল করতে পারবেন আপডেট রিসিভিং অন অফ। এবং সকল বিরক্তি হতে মুক্তি পান।

অবশ্যই আপনারা ব্যবহার করে টিউমেন্ট করবেন। কোন আপগ্রেড সাজেশন থাকলে জানাবেন। এবং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

ডাউনলোড লিঙ্ক ঃ https://drive.google.com/open?id=0Bx1wHGrxo32obmh3cUs5R3VQTEU

প্রিভিউঃ

Level 0

আমি আরিফুজ্জামান প্রান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সংগ্রহে রেখে দিলাম যদিও আমি win 7 use করি 🙂 ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂 🙂