আপনার কম্পিউটার টি বন্ধ করুন Timer CLOCK এর সাহায্যে

প্রিয় টিউনার ভায়েরা অনেক দিন পর টেকটিউন আমাদের মাঝে ফিরে এসেছে । তাই সেই খুশিতে আমিও আপনাদের মাঝে এলাম ছোট্ট ও দরকারি জিনিস নিয়ে আমরা অনেক সময় আমরা কম্পিউটার এ বিভিন্ন কাজ করতে দিয়ে অন্যথা চলে যাই কিন্তু দেখা যায় কাজ শেষ হওয়ার পরেও কম্পিউটার চলতে থাকে। কিন্তু আপনি ইচ্ছে করলে কম্পিউটারকে টাইমারের সাহায্যে নির্দিষ্ট সময়ে বন্ধ করতে পারবেন। আজ আমি সেই ধরনের একটি সফটওয়্যার আপনাদের মাঝে উপহার দেব সফটওয়্যার টি মূলত একটি ডেক্সটপ ক্লক । আর সফটওয়্যার টি মাত্র ৬০০ KB  এবং registration কী generator সহ দেয়া আছে । প্রথমে নিচের লিঙ্ক থেকে Download করে নিয়ে install দিন।

DOWNLOAD

ওপেন করলে নিচের মত দেখাবে।

সেখান থেকে সেটিং এ জাবার জন্য লাল তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন । নতুন একটি window ওপেন হবে নিচের মত

সেখান থেকে Timer এ ক্লিক করুন উপরে

এবার এ রকম আসবে

এবার টাইম সেট করার জন্য Select Time এ ক্লিক করে সময় ঠিক করুন

এবং সবশেষে Ok আবার Ok করে বেরিয়ে আসুন । ডেক্সটপ এ লক্ষ করে দেখবেন আপনার দেয়া সময় আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সঠিক সময়ে কম্পিউটার টা বন্ধ হয়ে যাবে । তাছাড়া সফটওয়্যার টি তে আরও অনেক অপশন  রয়েছে আপনারা চালো করলে দেখতে পারবেন ।

সবার কাছে একটা সাহায্য চাইলাম কেউ পারলে আমাকে একটা হেল্প করেন আমার কম্পিউটার E ড্রাইভ টা ভাইরাস এর কারনে ক্ষতি হয়েছে ডাবল ক্লিক এ খুলেনা আমি সারা কম্পিউটার স্ক্যান করে শুধু autorun ভাইরাস পেয়েছি । এবং টা ডিলিট করে দিয়েছি এখন ও ড্রাইভ টা খুলেনা । আমি জানি যে  পার্টিশন ভাংলে ঠিক হয়ে যাবে কিন্তু আমার পক্ষে পার্টিশন ভাঙ্গা সম্ভব না তাই আমি অন্য কোন উপায় খুজছি কেউ জানলে আমাকে জানাবেন দয়া করে।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

TIMER CLOCK
এত দিনেও চিনলে না আমায়;
বুঝলে না তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত অসহায় এই আমি।

    সহমত, আমি আগে থেকেই ব্যবহার করছি রাতে কম্পিউটার চালু রেখে ঘুমিয়ে যাওযার অভ্যাস আছে তো

এই লিং থেকে প্রোগ্রামটা ডাউনলুড করে অপেন করে start বাটন কিলিক করে ok করে restart করে দেখুন কাজ হবে
E ড্রাইভ অপেন হচ্ছে
http://www.mediafire.com/?jqeg1lh89og65wu

এটা তো 15 দিনের জন্য। এটা ফুল ভার্সনাটা দিলে অনেক উপকার হত।
যদি কাউর কাছে ফুল ভার্সন থাকে তাহলে লিংকটা দিয়ে দিবেন।
আপনাকে ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য

    আরে ভাই ১৫ দিনের হলেও সমস্যা নাই কারন মেয়াদ শেষ হয়ে গেলেও এটি চলে এবং তার সব অপশন সক্রিয় থাকে ।
    আর তাছাড়া আমি তোঁ রেজিস্ট্রেশান করার জন্য KEYGEN দিয়ে দিয়েছি। ভাল করে খেয়াল করে দেখুন জীপ ফোল্ডার এ দুইটা ফাইল আছে। একটা সফটওয়্যার অন্যটা সিরিয়াল।

সুন্দর টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধন্যবাদ মতামতের জন্য

হাসান ভাই এর softwear এ কাজ না হলে বলবেন। আরও একটি সহজ সমাথান আছে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

mp3 গান চলা অবস্থায় wmp এর ডান পাশে ফেটো/গান তৈরী প্রতিষ্ঠানের পিরিচির ছবি দেওয়া হয় তা কীভাবে কারো জানা থাকলে জানালে উপকার হবে

খুব ভালো একটি টিউন উপকারে আসবে

    উপকারে লাগলেই আমি খুশি আমার এইটা সবচেয়ে কাজে লাগে কারন আমি রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই ।

Level 0

MANY MANY THANKS BHAIYA, SATTIE KAJER JINIS, TOBE ERTHEKEO ONEK ONEK VALO HOIECHE APNAR POST TA, ONEKEI SUDHU SOFTWEAR DAI, KINTU KIVABE USE KORTE HOBE SETA BOLE NA. PHOLE ICCHE THAKLEO USE KORTE PARI NA, THANKS AGAIN.

via e drive na khul le amake plz mail koro [email protected] e. Thank You.

    thanks vaiya drive ta khule gese HASAN VAI er tips tatei kaj hoyeche

dhonnobad vai ami WINDS XP use kori ar ta sara amar drive ta khule gese

ধন্যবাদ আপনাকে। সফ্যটওয়ারটি ছিল কিন্তু এত বড় সুবিধাটা উপোভোগ করতে পারিনি। এখন করবো………..