বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিনের ব্যবধানে টেকটিউনস-এ টিউন করছি। আজ শেয়ার করবো আমার নিজের তৈরী একটি সফটওয়্যার। যার সাহায্যে আপনি যে কোন তারিখে আপনার বয়স কত তা বের করতে পারবেন। নিচের লিংক-এ ক্লিক করে ডাউনলোড করুন। এটি পোর্টেবল সফটও্য়্যার। তাই সেটআপ করার ঝামেলা নেই। সফটওয়্যারটি ড্রপবক্সে আপলোড করা। ডাউনলোড করার সময় সাইন ইন বা সাইন আপ করার অপশন আসলে একদম নীচের লিংক-এ ক্লিক করলে, সফটওয়্যারটি ডাউনলোড হবে।
ডাউনলোড করার সময় যে ডায়ালগ বক্স আসবে তার সবচে নীচের লিংকটিতে ক্লিক করতে হবে। নিচে চিত্রের সাহায্যে দেখানো হলো:
এর ব্যবহার পদ্ধতি খুব সহজ। ডান পাশের ঘরগুলোতে আপনার জন্ম তারিখের দিন, মাস ও বছর (চার অংকে) দিন এবং ক্যালকুলেট বাটনে ক্লিক করুন। আপনি ইচ্ছে করলে যে কোন তারিখ থেকে যে কোন তারিখের ব্যবধান্ও এর মাধ্যমে বের করতে পারবেন। সে ক্ষেত্রে বাম দিকের তারিখ ও ডান দিকের তারিখ ইচ্ছেমত পরিবর্তণ করে ক্যালকুলেট করুন। আপনি বাম ও ডান পাশে যে তারিখ দিবেন, সে তারিখ কী বার তাও প্রদর্শন করবে। ইচ্ছে করলে যে কোন তারিখ কী বার তা’ও এর মাধ্যমে জানতে পারবেন। আপনাদের পরামর্শ ও টিউমেন্টে ভিত্তিতে এতে সংযোজন বা পরিমার্জন করা হবে। সফটওয়্যারটি এতটাই ইউজার ফ্রেন্ডলি যে, তেমন ব্যাখ্যা দেয়ার দরকার ছিল না। কিন্তু টেকটিউনস-এ 200 শব্দের কমে কোন টিউন দেয়া যায় না। তাই বাধ্য হলাম এতটা বিশ্লেষণ করতে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্যে দুঃখিত। সবার মঙ্গল কামনা করছি।
সবাই ভালো থাকবেন - এই কামনা।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...