ডাউনলোড করে নিন অন্যতম একটি জনপ্রিয় বাংলা ফন্ট “আবির্ভাব”

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

আমার পরিচিত এক ছোট ভাই কিছুদিন আগে বেশ সুন্দর একটি বাংলা ফন্ট ডিজাইন করে। বেশ অল্প দিনেই ফন্টটি অনেক জনপ্রিয় হয়ে উঠে। যেহেতু আমাদের বাংলা ফন্টের সংখ্যা খুবই কম তাই এই ধরণের বাংলা ফন্ট তৈরি আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। তাই আবির্ভার ফন্ট নিয়ে বিস্তারিত শেয়ার করলাম। নিচের অংশটি আবির্ভাবের অফিসিয়াল লিঙ্ক থেকে নেয়া।

 

 

আমাদের প্রাণের ভাষা বাংলা। এই ভাষায় আমরা কথা বলি, গান গাই, খোশগল্পে মেতে উঠে মনের ভাব প্রকাশ করি। আর এই ভাষায় মনের ভাব লিখিত রূপে প্রকাশ করতে আমরা ব্যবহার করি আমাদের বর্ণমালা। বই থেকে শুরু করে সিনেমার টিউনার সব জায়গায় নানা রঙে আমারা সাজাই আমাদের বর্ণমালা কে। আর সেসব কাজে ব্যবহৃত বর্ণ গুলো দেখতে যাতে একঘেয়ে না লাগে তার জন্য ডিজাইনাররা বাংলা লিপির মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে নানাভাবে ডিজাইন করে উপস্থাপন করেন আমাদের প্রিয় এই বর্ণমালাকে। এই রকমের এক সেট ফন্ট ডিজাইন কে ইংরেজিতে বলে ফন্ট ফ্যামিলি। বাংলায় আমরা সহজভাবে বলতে পারি ‘বর্ণ পরিবার’।

দুঃখজনকভাবে পৃথিবীর অন্যান্য বহুল প্রচলিত ভাষার তুলনায় আমাদের বাংলা ভাষার জন্য এই রকম পরিপূর্ণ ফন্ট ফ্যামিলি তৈরি খুব একটা হয়নি। কিছু কিছু প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্র্যান্ডিং এর জন্য হয়তো করেছে কিন্তু সেগুলো জনসাধারণের নাগালের বাইরে। এর পেছনে অন্যতম অন্তরায় হচ্ছে বাংলা টাইপসেটিং কিংবা ফন্ট এর জন্য আনুষ্ঠানিক নীতিমালার অভাব ও কঠিন কারিগরী প্রক্রিয়া।

সকলের জন্য উন্মুক্ত এবং পরিপূর্ণ ফন্ট ফ্যামিলি যে কয়টা আছে তার সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তবে এই স্বল্পতা ঘুচাতে ইতোমধ্যে এগিয়ে এসেছেন কয়েকজন স্বেচ্ছাসেবক টাইপোগ্রাফার।

সম্ভাবনাময় বাংলা টাইপোগ্রাফি শিল্পকে উৎসাহিত করতে স্টুডিও অ্যারাইভাল উন্মুক্ত করলো একটি সম্পূর্ণ নতুন বাংলা টাইপফেস, আবির্ভাব।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ও এই টাইপফেসের ডিজাইনার তৌহিদুল ইসলাম হিমেল বলেন বাংলা ভাষা ও প্রকাশনা শিল্পের প্রতি ভালোবাসা ও দায়িত্বের অংশ হিসেবেই তার এই নতুন টাইপফেস তৈরির প্রকল্পে হাত দেয়া, যার ধারাবাহিকতায় প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে এই প্রকল্পে কাজ করে একটি টিম। এই টাইপফেসটি তিনি উৎসর্গ করেছেন ভাষার জন্য সংগ্রাম করা সকল বীর সৈনিককে।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ফন্টের কারিগরী দিক সম্পর্কে জানানো হয়, আনসি এনকোডেড ফরম্যাটে ৬টি ভার্সনে ফন্টটি মুক্তি দেয়ার কথা। ভার্সনগুলো হচ্ছে লাইট, লাইট ইতালিক, রেগুলার, ইতালিক, বোল্ড ও বোল্ড ইতালিক।

 

এই ফন্টের ব্যবহারের সম্ভাব্য বিস্তৃতি সম্পর্কে জানতে চাইলে স্টুডিও অ্যারাইভাল এর মুখপাত্র জানান মূলত প্রকাশনা শিল্প ও ডিজিটাল মিডিয়াকে লক্ষ্য করেই ফন্টটি তৈরি করা। আনসি ফরম্যাটের কিছু কারিগরী সীমাবদ্ধতার কারনে আপাতত ফন্টটি ওয়েব ও কিছু ডিভাইসে পুরোপুরি সমর্থন করবে না। এর উত্তরণের লক্ষ্যে ওয়েব-ফ্রেন্ডলি ইউনিকোড ভার্সনও খুব শীঘ্রই মুক্তি দেয়া হবে।

স্টুডিও অ্যারাইভাল এর পক্ষ থেকে বাংলা ভাষাকে প্রতিবছর একটি করে নতুন টাইপফেস উপহার দেয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।

 

 

ফন্টটি পাওয়া যাবে নিচের ঠিকানায়ঃ http://studioarrival.com/abirvab/

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ যোবায়ের ভাই

ধন্যবাদ যোবায়ের ভাই