
ম্যাজিক কথাটি শুনলেই হয়ত অনেকে ভয়ে কুকরে যা, কেউ আবার খুব এক্সাইটেড হন, কেউ কেউ আবার বলেন ম্যাজিক বলে কিছুই নেই। কেউ আবার নিজেই হয়ে যেতে চান গ্রেট ম্যাজিশিয়ান।
এবার আপনার ইচ্ছা পূরণেই আজকের টিউন। আপনি ও হয়ে যেতে পারেন যাদুকর পি সি সরকার এর মত বিখ্যাত যাদুকর। যাদুকর পি সি সরকার এর মত যাদুকর হতে হলে কি কি করতে হবে, কিভাবে দেখাবেন নানা ভেলকি বাজি, যাদুর কৌশলগুলো কি কি, এস নিয়ে যাদুকর পি সি সরকার লিখেছেন মজার একটি বই। বইটি পড়লে যে কেউ দেখাতে পারবে মজার মজার সব কৌশল আর যাদু।
তাহলে মজার সব কৌশল আর যাদু শিখতে ডাউনলোড করে নিন বিখ্যাত যাদুকর পি সি সরকার এর যাদু বিদ্যা ম্যাজিক শিক্ষা বইটি। ৯৬ পৃষ্ঠার এই বিখ্যাত বইটির সাইজ মাত্র ৩.৮৫ মেগাবাইট। এইচডি ফরম্যাট এ স্ক্যান করা বইটির লেখা পরিস্কার ও কোন ওয়াটার মার্ক নেই।
আমি শাহান রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ