
অন্যান্য ভাষার মত হিন্দি ভাষার জনপ্রিয়তা কম নয়। আর আমাদের দেশ ভারতের পাশাপাশি হওয়ায় এর জনপ্রিয়তা আরো বেশি। কিন্তু আমরা অনেক সঠিকভাবে ও শুদ্ধ হিন্দি বলতে পারি না। তাই আধুনিক ও কম্পিউটার পদ্ধতিতে মাত্র ৩০ দিনে কিভাবে হিন্দি শিখবেন, হিন্দি শিখার সহজ কৌশল ও দ্রুত হিন্দি শিখার উপায় নিয়ে রচিত "কম্পিউটার পদ্ধতিতে ৩০ দিনে হিন্দি শিখুন" বইটি নিয়ে হাজির হলাম। সোহাগ বুক ডিপো প্রকাশিত বইটি সংগ্রহে রাখলে ৩০ দিনে হিন্দি শিখতে পাবরেন ই ইনশাআল্লাহ।
বইটিতে হিন্দি স্বর বর্ণ, ব্যঞ্জণ বর্ণ, প্রয়োজনীয় শব্দের হিন্দি, আত্মীয়, মশলা, শাকসবজি, ফল, রোগের নাম, পোশাক, গাছ, শিক্ষা সংক্রান্ত শব্দ, জাতি, যানবাহন, ডাক ও তার, টেলিফোন, দোকান, মাস, দিন, সপ্তাহ, বছর, ভবিষ্যৎ, সম্পর্ক, পাখি, কীটপতঙ্গ, রং, খেলাধুলা, মাছ, মানুষ, বাস গৃহ, শব্দার্থ সহ রয়েছে বাক্যে অনুশীলন যা আপনাকে সঠিক ভাবে হিন্দি শিখতে সাহায্য করবে।
সাথে সাথে প্রতিটি শব্দ ও বাক্যের বাংলায় উচ্চারণ ও অনুবাদ দেয়া আছে যাবে উচ্চারণ করতে ও অর্থ বুজতে সমস্যা না হয়।
যাদের বইটি দরকার তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেনঃ
আমি শাহান রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশকে বিজয়ী করতে প্রয়োজন আপনার ভোট। প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম কি একবার সাড়া দেবে ? এসো সবাই মিলে বিজয়ী করি বাংলাদেশকে। বিশ্বকে জানিয়ে দেই আমরাই চ্যাম্পিয়ন
https://www.techtunes.io/tech-talk/tune-id/438763