আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি টেকটিউনসের সাথেই আছেন এবং টেকটিউনসের আশীর্বাদে ভালই আছেন। মাফ করবেন কিছুই একটা মজা করলাম। মাত্র কয়েক ঘন্টা আগে টিউন করে কাজে গিয়েছিলাম আর এখন আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আসলে টেকটিউনসের সাথে এতই জরিয়ে গেছি যে সব টিউনের সব কিছুই আমার আসলেই প্য়ারা লাগনে লাগা হে।
আমি প্রথমে টেকটিউনসকে কে ধন্যবাদ জানাচ্ছি, এ কারনে যে টেকটিউনসকে পুনরায় রেজিস্ট্রেশন খুলে দেয়ার জন্য। নতুনদের জন্য এটা আশার বানি হবে।
যাই হোক।
আমরা অনেক সময় ভুলক্রমে অনেক জরুরী ফাইল Delete করে ফেলি। recycle bin থেকে delete করার পর তা ফিরে পাবার কোন উপায় থাকে না। তখন
আফসোস করা এবং মাথার চুল ছেড়া ছাড়া আর কোন উপায় থাকে না।
আজকে আমরা দেখব কিভাবে আপনার জরুরী ফাইল ডিলেট করে ফেলার পর একটি Software দিয়ে ফিরে পাবো।
তো চলুন, প্রথমে এই লিঙ্ক থেকে একটি সফটওয়্যার
ডাউনলোড করুন। Download Here
Software টির সাইজ মাত্র 2.29 মেগা বাইট। সুতরাং চিন্তার কোন কারন নেই। ডাউনলোড করার পর ফাইলটি আন জিপ করুন।
এবার সেটাপ করে নিন। এটি ওপেন করলে নিচের উইন্ডো টি আসবে।
তারপর যেকোন একটি Drive সিলেক্ট করে Search-এ ক্লিক করতে হবে। তারপর Delete করা ফাইল খুজে বের করা শুরু করবে। এবার যে ফাইলটি Recover করতে চান সেটা সিলেক্ট করে Recover এ ক্লিক করতে হবে।
এবার Undelete Path Select করুন। মানে আপনি কোথায় ফাইলটি Save করতে চাচ্ছেন, তা দেখিয়ে দিন। এভাবে যেকোন ফাইল Recover করা যায়। দেখুন মজা!! ফাইল রিকভার হবেই, না হয়ে উপায় নাই।।
আশাকরি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।

![পিসির প্রয়জনিও সফটওয়্যার এর সমাহার [পর্ব 1] এখন থেকে আপনাকে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না পাসওয়ার্ড মনে রাখবে Apps। আপনার পিছির Automatic হাং হওয়া বা Solo হওয়া থেকে বাঁচার জন্য নিয়ে নিন Ram Booster পিসির প্রয়জনিও সফটওয়্যার এর সমাহার [পর্ব 1] এখন থেকে আপনাকে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না পাসওয়ার্ড মনে রাখবে Apps। আপনার পিছির Automatic হাং হওয়া বা Solo হওয়া থেকে বাঁচার জন্য নিয়ে নিন Ram Booster](https://dnc.techtunes.io/tDrive/tuner/kundusondip/454326/2016-07-11_022717.jpg)

![নিয়ে নিন Du Meter Pro তাও আবার ফ্রীতে ফুল ভার্সন করার পদ্ধতি সহ [লেটেস্ট] নিয়ে নিন Du Meter Pro তাও আবার ফ্রীতে ফুল ভার্সন করার পদ্ধতি সহ [লেটেস্ট]](https://dnc.techtunes.io/tDrive/tuner/kundusondip/446827/2016-06-12_001414.jpg)
