রিক্সা চালান আপনার এন্ড্রয়েড ফোনে। যারা এই গেমস টি খেলেন নি, তারা মিস করেছেন। আর মিস করবেন না। ভাল লাগবে

আসসালামু আলাইকুম

মুসলমান হিসেবে আমাদের সকলের ই উচিত সালাম দেওয়া এবং নেওয়া।

টিউনের শুরুতে একটু কুশল বিনিময় করি, কেমন আছেন? আমি ভাল আছি আল্লাহ্‌র মেহেরবাণীতে।

টিউন করার জন্য আসলে মন মানসিকতা থাকা দরকার। অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার।

আমার মনে হয় আমার দুটোই আছে। তাই যেকোন সময় যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন, আমি আছি আপনাদের সেবায়।

এবার আমার টিউনের বিস্তারিত আলোচনা করছি,

টিউনের শিরোনাম শুনে আগেই আন্দাজ করতে পেরেছেন আজ আমি কি শেয়ার করতে যাচ্ছি।

আজ আমি দিব এক টা রিক্সা গেম। আপনি রিক্সা চালাবেন। যারা bmx খেলেছেন তারা বুঝতে পারছেন কেমন মজার একটা গেমস। তাই আজ আমি দেলাম। আকা বাকা রাস্তায় রিক্সা চালাবেন। আর আন লিমিটেড টাকা পাবেন। ১০০/২০০ করে ৩/৪ সেকেন্ড পপ্র পর। অনেক কঠিন রাস্তাও আছে। খেলে অনেক মজা পাবেন। খেলতে খেলতে মোবাইল কাত করে খেলবেন। হা হা মজা করলাম।

Name of Apps: Rickshaw Racer

Size: 3.6 mb

Link of Download  go here 

 

(ডাউনলোড করতে যদি কোন সমস্যা ফেস করেন, তাহলে   এই ভিডিও টি দেখুন )

 

কষ্ট করে টিউন লিখি, শুধু আপনাদের কিছু টা উপকার করার জন্য। আমার টিউন পড়ে আপনার বিন্দুমাত্র ভাল লাগে/উপকার হয়, তবেই আমার কষ্ট সার্থক।

আমার মনে হয় আমরা সকলে যেটুকু জানি সেটুকুই যদি আমরা সকলের সাথে টেকটিউনস্সে শেয়ার করি তাহলে সবাই শেখার/ জানার সুযোগ পাই।

তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ একে অপরের প্রতি হিংসা করবেন না।

আমরা তো সকলেই বন্ধু, তাই না?

লে যাওয়ার মুহুর্তে আরেকটি কথা বলতে চাই, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।

আল্লাহ্‌ হাফেজ।

 

 

 

Xperia লক স্ক্রিন, Awesome Lock, না দেখলেন তো মিস করলেন

সর্বকালের, সর্বযুগের স্রেষ্ট বাংলা ডিকশনারি (এখন না নিলে পরে আর পাবেন না)

নিজেই বানাবেন এন্ড্রয়েড এর এপ্স, একটি এপ্স দিয়েই পারবেন। জাস্ট ফাকা ঘরে আপনি এপ্সের নাম, লিংক বসিয়ে দিবেন। ব্যাস কাজ ওকে।

 

Level 0

আমি রানা ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই বাবা বলছে Exam এ ফেল করলে রিক্সা-ই কিনে দিবে। তখন সেটাই চালাব।