
আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ৩য় টিউন। আজ আমি আপানাদের সামনে নিয়ে হাজির হলাম Do Your Data Recovery Software টির Latest Paid Version। এটি উইন্ডোজ কম্পিউটার এর জন্য সবচেয়ে Powerfulল ফাইল Recovery Software। এটির মাধ্যমে আপনি কম্পিউটার থেকে হারিয়ে যাওয়া, ডিলিট হয়ে যাওয়া যেকোনো ফাইল রিকভার করতে পারবেন। এই সফটওয়্যার টির মধ্যে Built in কিছু Features আপনাকে মুগ্ধ করে দেবে যা অন্য কোন Software এ পাবেন না। তাছারা যেহেতু এটি Paid ভার্সন তাই মজাই মজা। এটি অন্য সব ফাইল Recovery Software থেকে তুলনামুলক অনেক Fast এবং অধিকাংশ ফাইল রিকভার করতে পারে। ভালো ভালো কিছু Features হল ঃ-
Do Your Data Recovery এর Pro Version Activate করার জন্য নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন -
১) প্রথমে Software টি Install করুন।
২) Install করে ওপেন করবেন না।
৩) তারপর যেখানে সফটওয়্যার টি install করেছেন দেওয়া Crack File টি শেই ফোল্ডার এ গিয়ে রিপ্লেস করুন
৪) এরপর Pro Version উপভোগ করুন।
আজ চলে যাচ্ছি তবে এখানেই শেষ নয়। পরে আপানাদের জন্য নিয়ে আসব আর কিছু চরম চরম জিনিস। তবে সেই সময় পর্যন্ত ভালো থাকবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।
আমি মাহমুদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল।