আজ থেকে যতোটুকু ডাউনলোড করবেন ততটুকুই দেখবেন সব মনের মত। ৯৯% ডাউনলোড হয়ে যাওয়া মুভিকে ৯৯% পর্যন্তই দেখুন, ডিলিট করা লাগবে না আর

 

 

আল্লাহ মহান

সবাই কেমন আছেন জানাবেন।

আজকের টিউন, ডাউনলোড করা ফাইল এর প্রবলেম নিয়ে।

 

 

কেমন লাগে যখন কোন ভিডিও ৯৯.৯% হয়ে নষ্ট যায়।

ধরুন ১ বা ২ জিবি'র কোন মুভি ডাউনলোড দিলেন আর সেটা ঠিক ৯৯% পর্যন্ত হয়ে নষ্ট হয়ে যায় তা হলে কেমন লাগবে আপনার, মনে হবে কম্পিউটার ডারে ভাঙ্গিলা আর মাথার চুর গুলা ছিরালা।

ওয়েট আজ থেকে আর মাথার চুল ছিঁড়তে হবে না। সমাধান আমি দিছি।

 

 

 

প্রথমে,

১ RUN Dialoge Box ওপেন করুন। [ Win Logo Button + R চাপলেই RUN Dialoge Box ওপেন হবে। সেখানে %appdata% লিখে Enter চাপুন।

২ এবার যে Window ওপেন হবে সেখান থেকে IDM নামক ফোল্ডারটি খুজে ওপেন করুন।

৩ তারপর DwnlData পরিশেষে Administrator (আপনার পিসির ইউজার নেম দিয়ে তৈরী হওয়া ফোল্ডার, যেমন আমার ইউজার নেম MAK) ফোল্ডারটি ওপেন করুন।

৪ এই ধাপে আপনাকে নিজের বুদ্ধি খাটাতে হবে। এখানে আপনি আপনারIDMদিয়ে আংশিক ডাউনলোড হওয়া প্রত্যেকটি ফাইলের জন্য একটি করে ফোল্ডার পাবেন।IDMএর ডাউনলোড তাহলে এখানে আপনিGOOGLEবাYOUTUBEঅথবা ডাউনলোড করা ফাইলের নামে একটা ফোল্ডার

লিষ্ট থেকে আপনি আংশিক ডাউনলোড হওয়া ফাইলগুলো ডিলেট করে দিলেও এখানে সব ফাইলগুলোর ডাটা সঞ্চিত থাকে।

৫ আপনার কাঙ্খিত ফোল্ডারটি খুজে সেটা ওপেন করলে সেখানে Extension ছাড়া অনেকগুলো

ফাইল দেখতে পাবেন। সেখান থেকে Extension ছাড়া প্রথম ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন। Windows আপনার কাছে কোন প্রোগ্রাম দিয়ে ফাইলটি ওপেন করতে হবে তার পারমিশন
চাইবে। এখানে যেকোন ভালো একটা প্লেয়ার সিলেক্ট করে OK করুন।

ব্যাস আপনার কাজ শেষ। সবকিছু ঠিকঠাক করে থাকলে আপনার কাঙ্খিত ভিডিও আপনার সামনে

হাজির হবে।

অডিও ফাইল ও চলবে।

 

 

 

সবাই ভাল থাকবেন।

Level New

আমি আশিক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস