এবার পিসির জন্য নিন CPU-Z [Portable+Full Version]

সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন,হাজির হলাম নতুন এক টিউন নিয়ে।

আমরা কম বেশি সকলেই এখন কম্পিউটার ব্যবহার করে থাকি,কম্পিউটারে কাজ করি বিভিন্ন।গান শুনি,মুভি দেখি,অফিসের কাজ করি,গ্রাফিক্সের কাজ করি,আরো অনেক অনেক কাজ করি।

কিন্তু কম্পিউটার শুধু ব্যবহার করলেই হবে?এর ভিতরে কি কি আছে,এর প্রসেসর কেমন,কত গিগাবাইট RAM হাছে,গ্রাফিক্স কার্ড কত,এগুলো জানা টাও কিন্তু জরুরী।

কেউ যদি কখনো জিজ্ঞাস করে যে আপনার পিসির প্রসেসর কি?RAM কত? তখন এগুলোর উত্তর না জানা থাকলে লজ্জার সম্মুখীন হতে হবে।

 

তাই এসকল তথ্য জানার জন্য নিয়ে এলাম একটি জনপ্রিয় এপ,যার মাধ্যমে জানতে পারবেন PC এর A-Z সকল তথ্য।

তাই আজ আপনাদের জন্য এমন এক এপ নিয়ে আসলাম,যার নাম হলো -CPU Z

অনেকেই হয়তো এন্ড্রয়েড এ এই এপ ব্যবহার করেছেন,আজ নিয়ে নিন এর পিসি ভার্সন...।

তো আর কথা না বাড়িয়ে নিচ থেকে চলুন ডাউনলোড করে নেই এপটি,তাছাড়া এর মধ্যে রয়েছে পোর্টবল এবং অরজিনাল ভার্সন।তাই আপনি ইন্সটল ছাড়াও এই এপ ব্যবহার করতে পারবেন।

 

 

Dawnload Link:

Click Here

 

 

তো কেমন লাগলো টিউনটি জানাতে ভুলবেন না,আর নতুন কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন,কেননা আপনাদের জন্যই আমার এই টিউন।আপনাদের সকল ভালো লাগা,মন্দ লাগা আমাকে জানাবেন।ভুল-ভ্রান্তি হলে ক্ষমা করবেন।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।

তো কেমন লাগলো টিউনটি জানাতে ভুলবেন না,আর নতুন কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন,কেননা আপনাদের জন্যই আমার এই টিউন।আপনাদের সকল ভালো লাগা,মন্দ লাগা আমাকে জানাবেন।ভুল-ভ্রান্তি হলে ক্ষমা করবেন।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 140 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কষ্ট করে ডাউনলোড লিংক টা চেঞ্জ করেন, এই সাইটে এডওয়ার প্রবলেম এর কারনে ডাউনলোড করতে বেশী প্রবলেম হয়। ইদানিং অনেকেই এই প্রবলেম সাইটে আপলোড কেন দিচ্ছে বুঝলাম না।