হাজার হাজার ছবি রিসাইজ করুন মুহূর্তের মধ্যে ! আপনার জীবনের কিছু কাজকে সহজ করার জন্য একটি টুলসই যথেষ্ট !

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি দারুন সফটওয়্যার। বর্তমানে বিভিন্ন কাজে আমাদের ছবিকে মডিফাই বা রিসাইজ করার প্রয়োজন পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনি একই সাথে অনেক ছবিকে মডিফাই বা রিসাইজ করতে চাচ্ছেন কিন্তু এই কাজটি নতুন দের জন্য করা একটু কষ্টকর। এছাড়া ফটোশপ দিয়ে এই কাজ করতে গেলেও কিছুটা সময়ের প্রয়োজন। আজকে আপনাদের কাজকে সহজ করার জন্য একটি দারুন টুল শেয়ার করছি। তবে চলুন পরিচিত হয়ে যাই টুলটির সাথে।

 

সফটওয়্যারটির বাজার মূল্য ২৯.৯৫ ডলার ! তো চলুন দেখা যাক সফটওয়্যারটির কি কি ফিচার আছে

একই সাথে একাধিক ছবি সিলেকশন এমনকি ফোল্ডার সহ ইমেজ সিলেকশন

আছে ছবিতে ফ্রেম এড করার সুবিধা

চাইলে দিতে পারবেন ছবিতে ওয়াটার মার্ক

এছাড়া আর আছে ছবিকে সুবিধা মত রিসাইজ করার সুবিধা। বিভিন্ন ফরমেটেও সেভ করতে পারবেন ছবি।

যারা প্রতিনিয়ত অনলাইনে ওয়েব এর কাজ করেন বা নিজের সাইট চালান বা বিভিন্ন ব্লগে লেখেন তাদের জন্য দারুন কাজের সফটওয়্যার এটি। তাছাড়া ইউজার ইন্টারফেস অনেক সহজ এবং ফ্রেন্ডলি একটা সফটওয়্যার এটি।

তো দেরি না করে ডাউনলোড করে নিন নীচের লিঙ্ক থেকে ৩ এম্বির এই দারুন সফটওয়্যারটি।

Batch Photo Factory [Download]

 

আজকে এখানেই শেষ করছি। পরের টিউন এ ফিরে আসব নতুন কোন লেখা নিয়ে। টিউনটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজ থেকে

ভালো থাকুন সবাই। বিদায়

 

 

 

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস