(আপডেট)ভালো মানের একটি প্রিমিয়াম আইপি হাইড করার সফটওয়্যার creak ফাইল সহ।১০০% কাজের সফটওয়্যার

আমাদের অনলাইন এ কাজ করতে হলে অনেক সময় আইপি হাইড করার দরকার পরে। কাজের সময় গুগল থেকে খুজে নিতে সময় লাগে আর ফুল ভার্সন খুজতেও অনেক সময় লাগে। অনেক রকম ফেক আইপি হাইড করার সফটওয়্যার নিয়ে প্রবলেম এ পড়তে হয়।

তাই আপনাদের আপডেট রিয়েল আইপি হাইডার ফুল ভার্সন এর ডাউনলোড লিংক দিচ্ছি নিয়ে রাখেন কাজে লাগবে।

প্রথমে রিয়েল আইপি হাইড করার সফটওয়্যার টি আন জিপ করুন। তারপর রিয়েল আইপি হাইড সেটা আপ দিন। আপনার সি ড্রাইভে।

সেটাপ হয়ে গেলে আপনি creak নামে একটি ফোল্ডার দেখতে পাবেন তখন creak ফাইল টি ওপেন করে রিয়েল আইপি হাইড সফটওয়্যার টি যেখানে আছে সেখান কার লোকেশন টি দেখিয়ে দিন এবং প্যাচ এ ক্লিক করুন। এবার আপনার পিসি রিস্টার্ট দিন আইপি হাইড সফটওয়্যার টি ওপেন হবে।

এবার আইপি হাইড করার পালা। ইন্টারনেট কানেকশন দিলে আপনার রিয়েল লোকেশন টি দেখা যাবে। আপনি কোন যেই লোকেশন এর আইপি ব্যবহার করতে চান সেই লোকেশন টি সিলেক্ট করুন এবং চেঞ্জ আইপি তে ক্লিক করুন তারপর দেখবেন আপনার বর্তমান লোকেশন চেঞ্জ হয়ে যেই লোকেশন দিয়েছেন সেটা চলে আসবে। আপনার আইপি টি চেঞ্জ হল কিনা এটা নিয়ে সন্দেহ থাকলে আপনি ব্রাউজার ওপেন করে গুগল এ সার্চ করুন " হোয়াট ইছ মাই আইপি নাউ" দেখবেন আপনার দেওয়া আইপি টি দেকাচ্ছে।

এভাবে আপনি আপনার আইপি ইন্দোনেশিয়া দিয়ে আপনার ফেচবুক নাম এক শব্দের করতে পারেন।

যে যে ওয়েব সাইট গুলো তে বাংলাদেশ সাপোট করে না একাউন্ট খুলতে পারতিছেন না এই সফটওয়্যার দিয়ে আইপি হাইড করে একাউন্ট খুলতে পারবেন সহজে।

আর যারা নিউবাক্স এ কাজ করেন ২৪ ঘন্টা পর ক্লিক নিয়ে প্রবলেম এ পড়েন তারাও এই সফটাওয়ার দিয়ে আইপি হাইড করে কাজ করতে পারেন খুব সহজে।

এক কথায় অনেক কাজের সফটওয়্যার।

ভালো লাগ্লে জানাবেন। ধন্যবাদ। ডাউনলোড করুন এখানে।

এটি প্রথমে আমার ব্লগ এ প্রকাশিত।

Level 0

আমি টেক ডার্ক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকনিসিয়ান ডার্ক আমি আপনাদের নিয়মিত সুন্দর টিউন উপহার দিব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কোন আবার নুতন জামেলা নয়তো ।

ভাই সেটাপ নেয় না error দেখায়।64bit থাকলে দেন।

থাঙ্কস

Link doesn’t work anymore. Hope you’ll fix it.

collection e raklam..

Dur downlaod korte giye dheki file ni………… 😛

আপডেট করে দিয়েছি ডাউনলোড লিঙ্ক