
সবার সুস্থতা কামনা করে আজকের টিউনের সূচনা করছি। নিশ্চয়ই সবাই ভাল আছেন। HTML যারা শিখতে চান তাদের জন্য দারুন একটি খবর। HTML এর উপর সহজ সরল ভাষায় রচিত হয়েছে বইটি। যারা HTML সম্পর্কে কিছুই জানেন না তারাও বইটি পড়ে HTML নিয়ে কাজ করতে পারবেন। HTML এর উপর ভিত্তি করে লিখা একটি অসাধারন ই-বুক, এই ই-বুকটি ওয়েব ডিজাইনে যারা নতুন তাদের জন্য এতটাই কাজে লাগবে যা বলে বুঝাতে পারছি না।

ওয়েব ডিজাইনার হওয়ার পূর্বশর্ত হল HTML সম্পর্কে পরিপূর্ণ ধারনা অর্জন করা | আর HTML সম্পর্কে পরিপূর্ণ ধারনা অর্জন করার জন্য এই ই-বুকটি ডাউনলোড করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্রাক্টিস করতে হবে তাই আর দেরি না করে ই-বুক টি
ডাউনলোড করে নিন এখান থেকে |
বেশি টিউন লিখে আপনাদের মুল্যবান সময় নষ্ট করতে চাইনা তাই অল্পতেই বুঝানর চেষ্টা করলাম, তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউন এ। আর হা আপনারা আমার টিউন থেকে যদি উপকার পেয়ে থাকেন তাহলে টিউমেন্ট এ জানাতে ভুল্বেন না কিন্তু।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন।
এখানে যেসব লেখক ববা ধরনের বই পাবেন তার একটা লিস্ট দেখে নিনঃ
আমি শহর আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন ই-বুকই তো নাই!!!!!!এটা ফাজলামি না কি??????